পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


কম্পিউটার
  • প্রশ্ন: ডেস্কটপ সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ডেক্স বা টেবিলে স্থাপন করে যে মাইক্রোকম্পিউটার ব্যবহার করা যায়, তাকে ডেক্সটপ কম্পিউটার বলে। এটি সহজে বহনযোগ্য নয়। অফিস - আদালতে এ ধরনের কম্পিউটার ব্যবহার লক্ষ্য করা যায়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ল্যাপটপ বা নোটবুক সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ল্যাপ অর্থাৎ কোলের উপর স্থাপন করে কাজ করা যায়, এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়। ল্যাপটপ কম্পিউটার নোটবুক বা পাওয়ার্বুক ইত্যাদি নামে পরিচিত।১৯৮১ সালে এপসম কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ 'দোয়েল'।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ল্যাপটপ এর সুবিধা সমূহ এবং অসুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ★ সুবিধাসমূহ
    ১. এটি ডেক্সটপ পিসির চেয়ে অনেক বেশি বিদ্যুৎসাশ্রয়ী।
    ২. লোড শেডিংয়ের সময় ডেক্সটপ চালাতে হলে ইউপিএস ব্যবহার করা হয় এবং তার ব্যাকআপ দেওয়ার ক্ষমতা ১৫-৩০ মিনিট হয়ে থাকে। কিন্তু ল্যাপটপের সাথে ব্যাটারি সংযুক্ত থাকে। বিদ্যুৎ না থাকলে ল্যাপটপকে মডেলভেদে ২-৮ ঘন্টা চালানো যায়।
    ৩. ল্যাপটপ ডেক্সটপ পিসির চেয়ে আকারে অনেক ছোট ও হালকা ল্যাপটপ কম্পিউটার দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মত।এটি সহজে বহনযোগ্য।
    ৪. এতে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
    ★ অসুবিধাসমূহ।
    ১. ডেক্সটপ পিসি একস্থানে থাকে এবং তেমন নড়াচড়া করতে হয় না। তাই তার কোন অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু ল্যাপটপ বহনযোগ্য, তাই হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে।
    ২. সাধারণ মানের ল্যাপটপের ক্ষমতা তুলনামূলক ভাবে ডেক্সটপ পিসিগুলোর চেয়ে অনেক কম হয়ে থাকে। তবে ডেক্সটপের সমান ক্ষমতার ল্যাপটপের দাম আকাশ ছোঁয়া। কাজেই দামের দিক থেকে তুলনা করলে ল্যাপটপের সমকক্ষ ডেক্সটপ পিসির দাম অনেক কম।
    ৩. ডেক্সটপ এর ক্ষেত্রে কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সহজে বদল করা যায়। কিন্তু ল্যাপটপের খুচরা যন্ত্রাংশ পাওয়া যেমন কষ্টকর তেমনি তার দাম তুলনামূলকভাবে অনেক বেশি ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নেটবুক সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: নেটবুক হচ্ছে পূর্ণ আকারের চেয়ে অপেক্ষাকৃত ছোট কি-বোর্ড এবং ক্রীড়া মনিটর সম্বলিত এক প্রকার মোবাইল কম্পিউটার। এরা আকারের চেয়ে ছোট কিন্তু পামটপ এর চেয়ে বড়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ট্যাবলেট পিসি বা ট্যাব সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ট্যাবলেট পিসি লেটার সাইজের স্লেটের অনুরূপ এক ধরনের কম্পিউটার যার স্ক্রীনে হাতের আঙ্গুল স্পর্শ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান বা ডেটা প্রদান করা অথবা ডিজিটাল কলম দিয়ে লেখা বা ড্রয়িং করা যায়। ট্যাবলেট পিসিতে ভয়েস ইনপুট ব্যবস্থা থাকে যার সাহায্যে ব্যবহারকারী কথা বলার মাধ্যমে কম্পিউটারে নির্দেশ বা ডেটা ইনপুট করতে পারেন।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: হেন্ডহেল্ড বা পামপিসি বা পামটপ সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: পাম অর্থাৎ হাতের তালুর মধ্যে রেখে কাজ করা যায়, এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বা পামপিসি বলা হয়। একে পকেট পিসি বা পিডিএ ও বলা হয়। এই ধরনের কম্পিউটারে পেন ভিত্তিক ইনপুট ব্যবস্থা, হাতের লেখা সনাক্তকরণ, ওয়্যারলেস কমিউনিকেশন টুল ব্যবহৃত হয়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার সংগঠন কী? ২০১৯

    উত্তর: কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিক অবস্থানে স্থাপন করতে হয়। কম্পিউটার যন্ত্রাংশগুলোর সঠিকভাবে স্থাপন করে যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটার সংগঠন বলে। কম্পিউটার সংগঠন দুই প্রকার যথা; ১. হার্ডওয়্যার।
    ২. সফটওয়্যার।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার সিস্টেমের অংশ কতটি? ২০১৯

    (ক) ৪ (খ) ৬
    (গ) ২ (ঘ) ৮
    close

    উত্তর: ২

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি? ২০১৯

    (ক) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ (খ) হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
    (গ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ (ঘ) সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
    close

    উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার সিস্টেম এর প্রধান কাজ কয়টি এবং কী কী? ২০১৯

    উত্তর: কম্পিউটার সিস্টেম এর প্রধান কাজ চারটি। যথা ;
    ১. ইনপুট।
    ২. আউটপুট।
    ৩. প্রক্রিয়াকরণ।
    ৪. স্টোরেজ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: IPOS cycle includes input,Processing, Output and - ২০১৯

    (ক) Syntax (খ) Simulation
    (গ) System (ঘ) Storage
    close

    উত্তর: Storage

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: হার্ডওয়্যার মানে লোহালক্কড় হলেও কম্পিউটারের হার্ডওয়্যার মানে একটি যন্ত্র নয়। কম্পিউটারের সাংগঠনিক কাঠামোর যে সকল যন্ত্রপাতি আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, যার বস্তুগত আয়তন আছে, তার সমষ্টিকেই হার্ডওয়্যার বলে। এখানে উল্লেখ্য যে হার্ডওয়্যার ছাড়া সসফটওয়্যার অচল, এর কোন মূল্য নেই। কম্পিউটার হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে তিনভাগে ভাগ করা যায়। যথা;
    ১. ইনপুট ইউনিট।
    ২. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট।
    ৩. আউটপুট ইউনিট।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার হার্ডওয়ার বলতে কি বুঝায়? ২০১৯

    (ক) স্মৃতি অংশ (খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
    (গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম (ঘ) শক্ত ধাতব অংশ
    close

    উত্তর: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে? ২০১৯

    (ক) সফটওয়্যার (খ) হার্ডওয়্যার
    (গ) আউটপুট (ঘ) মনিটর
    close

    উত্তর: হার্ডওয়্যার

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কী বলে? ২০১৯

    (ক) Hardware (খ) User
    (গ) Data (ঘ) Software
    close

    উত্তর: Hardware

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।