পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? ২০১৯
| (ক) জ্যামাইকা | (খ) ফ্লোরিডা |
| (গ) কিউবা | (ঘ) হাইতি |
উত্তর: কিউবা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? ২০১৯
| (ক) ২০০০ | (খ) ১৯৫৬ |
| (গ) ১৯৪৮ | (ঘ) ১৯৪৫ |
উত্তর: ১৯৪৮
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মিনস্ক কোন দেশের রাজধানী? ২০১৯
| (ক) তাজাকিস্তান | (খ) পর্তুগাল |
| (গ) আজারবাইজান | (ঘ) বেলারুশ |
উত্তর: বেলারুশ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সর্বশেষ মিউনিথ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়? ২০১৯
| (ক) ডিসেম্বর, ২০১৮ | (খ) ফেব্রুয়ারী, ২০১৯ |
| (গ) মার্চ, ২০১৯ | (ঘ) সেপ্টেম্বর, ২০১৮ |
উত্তর: ফেব্রুয়ারী, ২০১৯
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? ২০১৯
| (ক) দারিদ্র্য বিমোচন | (খ) বিনিয়োগ সম্পর্কিত |
| (গ) কৃষি উন্নয়ন | (ঘ) জলবায়ু পরিবর্তন |
উত্তর: জলবায়ু পরিবর্তন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? ২০১৯
| (ক) ১৯৮৩ সালে | (খ) ১৯৮২ সালে |
| (গ) ১৯৯৮ সালে | (ঘ) ১৯৭৯ সালে |
উত্তর: ১৯৮২ সালে
সমুদ্র আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এর নিচে দেওয়া হল।
United Nation Convention on the law of the sea (UNCLOS) জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন।এটি ১৯৮২ সালে সাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৯৪ সালে। ২০১৬ পর্যন্ত সাক্ষরকারী দেশ ১৫৭ টি ( সদস্য ১৬৮ টি)। এই চুক্তি অনুযায়ী সমুদ্র তীরবর্তী দেশ সমূহের সর্বোচ্চ রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিকেল মাইল,বিশেষ অর্থনৈতিক অঞ্চল (EEZ) ২০০ নটিকেল মাইল এবং মহিসোপান ৩৫০ নটিকেল মাইল। এই চুক্তির অধিনে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা মামলায় জয় লাভ করে।উল্লেখ্য বাংলাদেশের মহিসোপান ৩৫৪ নটিকেল মাইল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়? ২০১৯
| (ক) কাটোউইস , পোল্যান্ড | (খ) প্যারিস, ফ্রান্স |
| (গ) রোম, ইতালি | (ঘ) বেইজিং, চীন |
উত্তর: কাটোউইস , পোল্যান্ড
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত? ২০১৯
| (ক) জাপান,থাইল্যান্ড | (খ) চীন, রাশিয়া |
| (গ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া | (ঘ) তাইওয়ান, হংকং |
উত্তর: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে — ২০১৯
| (ক) New Development Bank (NDB) | (খ) International Development Bank (IDB) |
| (গ) Economic Development Bank (EDB) | (ঘ) BRICS Development Bank (BDB) |
উত্তর: New Development Bank (NDB)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? ২০১৯
| (ক) জাম্বিয়া | (খ) লাইবেরিয়া |
| (গ) জিবুতি | (ঘ) ইথিওপিয়া |
উত্তর: জিবুতি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে? ২০১৯
| (ক) এবোটাবাদ | (খ) গিলগিট |
| (গ) বালাকোট | (ঘ) কোয়েটা |
উত্তর: বালাকোট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে? ২০১৯
| (ক) ভারত | (খ) ইতালি |
| (গ) ব্রাজিল | (ঘ) যুক্তরাষ্ট্র |
উত্তর: ভারত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে? ২০১৯
| (ক) জন রাউলস | (খ) অমর্ত্য সেন |
| (গ) জোসেফ স্টিগলিটজ | (ঘ) মার্থা নুস্যবাম |
উত্তর: অমর্ত্য সেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে? ২০১৯
| (ক) কোনটি নয় | (খ) পোর্ট অব কলম্বো |
| (গ) হাম্বানটোটা | (ঘ) গল বন্দর |
উত্তর: হাম্বানটোটা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? ২০১৯
| (ক) IORA | (খ) CICA |
| (গ) SAARC | (ঘ) BIMSTES |
উত্তর: BIMSTES
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।