পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


কম্পিউটার
  • প্রশ্ন: অ্যাডপ্টার কার্ড কী? ২০১৯

    উত্তর: অ্যাডপ্টার কার্ড হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বোর্ড যা কম্পিউটারের সাথে সংযুক্ত কোন ডিভাইসের সাথে প্রসেসর এর যোগাযোগ প্রতিষ্ঠিত করে সুষ্ঠুভাবে বিশেষ কোন কার্য সম্পাদন করে বা করতে সাহায্য করে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: পাওয়ার সাপ্লাই কী? ২০১৯

    উত্তর: কম্পিউটারের মাদারবোর্ড হার্ডডিস্ক সিডিরম সহ অন্যান্য যন্ত্রাংশ কার্যক্রম করার জন্য যে যন্ত্রাংশ থেকে বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কম্পিউটার কেস কী? ২০১৯

    উত্তর: মাদারবোর্ডসহ অন্যান্য ডিস্ক ড্রাইভ, কুলিং ফ্যান, বিভিন্ন ধরনের অ্যাডপ্টার কার্ড যে বক্সের ভিতরে স্থাপন করা হয় তাকে কম্পিউটার কেস বলে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মাদারবোর্ড কী? ২০১৯

    উত্তর: কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সর্ববৃহৎ সার্কিট বোর্ড এর সাথে যুক্ত থাকে তাকে মাদারবোর্ড বলে।একে সিস্টেম বোর্ড ও বলা হয়। মাদারবোর্ড মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যাতে বিভিন্ন ধরনের কানেক্টর এবং এক্সপানশন পট থাকে। মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসর এর সাথে কম্পিউটারের অন্যান্য উপাদান সমূহ যেমন, মেমোরি ও স্টোরেজ, পাওয়ার সাপ্লাই ইউনিট হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড সহ অন্যান্য ইনপুট এবং আউটপুট ডিভাইস সমূহ যুক্ত থাকে। আমাদের দেশের বাজারে Intel, ASUS,GIGABYTE,MSI ইত্যাদি ব্যান্ডের বিভিন্ন ধরনের মাদারবোর্ড পাওয়া যায়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'ফাংশন কী' এর কাজ কি? ২০১৯

    উত্তর: তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়। কী-বোর্ড এ ১২ টি ফাংশন কী রয়েছে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: "আলফানিউমেরিক কী" এর কাজ কি? ২০১৯

    উত্তর: কীবোর্ড এর যে অংশ টাইপ রাইটারের মতো বর্ণ এবং অক্ষর অর্থাৎ অ্যালফাবেট এবং নম্বর দিয়ে সাজানো থাকে, সেই অংশের কী গুলোকে "আলফানিউমেরিক কী " বলে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: "নিউমেরিক কী-প্যাড" এর কাজ কি? ২০১৯

    উত্তর: কিবোর্ডের ডান অংশে ক্যালকুলেটর এর মতো অর্থাৎ ০-৯ এবং যোগ,বিয়োগ,গুন,ভাগ, ইত্যাদি চিহ্নিত কী গুলোকে "নিউমেরিক কী-প্যাড" বলা হয়। কীবোর্ড এ ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: "মডিফাইয়ার কী" এর কাজ কি? ২০১৯

    উত্তর: কীবোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না, অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয়, সে সব বোতামকে বলা হয় "মডিফাইয়ার কী"। যেমন ; শিফট, অপশন, কমান্ড,অল্টার, কন্ট্রোল।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: "কার্সর মুভমেন্ট কী" এর কাজ কি? ২০১৯

    উত্তর: কীবোর্ডের ডানদিকে ৪ টি Arrow key আছে। এর সাহায্যে কার্সরকে বিভিন্ন দিকে নেওয়া যায়।এই কী গুলোকে কার্সর মুভমেন্ট কী বলা হয়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: F1 এর কাজ কী? ২০১৯

    উত্তর: সাহায্য বা হেল্প কি হিসেবে ব্যবহৃত হয়। যেকোনো প্রোগ্রামের হেল্প' মেনু দেখতে এটি ব্যবহার করা হয়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: F2 এর কাজ কী? ২০১৯

    উত্তর: সাধারণত কোন ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। যেকোন ফাইল বা ফোল্ডার নির্বাচন করে এই কী চেপে ফাইলের নাম বদলানো যাবে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: F3 এর কাজ কী? ২০১৯

    উত্তর: মাইক্রোসফট উইন্ডোজ সহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। উইন্ডোজ কমান্ডে এটি চাপ দিলে আগের কমান্ডটির পুনরাবৃত্তি ঘটে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: F4 এর কাজ কী? ২০১৯

    উত্তর: এই কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এর Last action performed Repeat করা যায়। Alt + F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় এবং Ctrl + F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: F5 এর কাজ কী? ২০১৯

    উত্তর: এটা চেপে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়া যেকোন পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: F6 এর কাজ কী? ২০১৯

    উত্তর: মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারে এড্রেসবারে নিয়ে যেতে চাইলে এই কি ব্যবহার করা হয়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।