পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতামে চাপ দিতে হয়? ২০১৯
| (ক) Ctrl | (খ) Tab |
| (গ) Ecs | (ঘ) Capslock |
উত্তর: Ecs
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: Key Board এর F1- F12 পর্যন্ত বোতামগুলুকে কী বলা হয় ? ২০১৯
| (ক) Fun Key | (খ) Function Key |
| (গ) Fantastic Key | (ঘ) Fromat Key |
উত্তর: Function Key
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: MS Word – এ প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি ? ২০১৯
| (ক) Fn+p | (খ) Alt+p |
| (গ) Alt+print | (ঘ) Ctrl+p |
উত্তর: Ctrl+p
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: জ্বালানির অকটেন নাম্বার কিসের পরিমাপক? ২০১৯
উত্তর: ইগনিশনের
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাইনারি ৬ বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যাটি কোনটি? ২০১৯
| (ক) ১৬ | (খ) ৬৩ |
| (গ) ৩২ | (ঘ) ৩১ |
উত্তর: ৬৩
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ৩ ইনপুট বিশিষ্ট একটি যৌগিক NAND গেট এর একটি ইনপুট 0 হলে আউটপুট কত হবে? ২০১৯
উত্তর: ১
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: MS word নিচের কোনটি? ২০১৯
| (ক) কোনটিই নয় | (খ) ইনপুট ডিভাইস |
| (গ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার | (ঘ) অপারেটিং সিস্টেম |
উত্তর: অ্যাপ্লিকেশন সফটওয়্যার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটার সি,পি,ইউ (CPU) এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? ২০১৯
| (ক) কোনটিই নয় | (খ) ALU |
| (গ) Register set | (ঘ) Control Unit |
উত্তর: ALU
ALU এর ব্যাখ্যা নিচে দেওয়া হল.
ALU এর পূর্ণরুপ হল Arithmetic Logic Unit বা গাণিতিক যুক্তি ইউনিট । ALU হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূ। ইহা কম্পিউটারের সকল গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে। গাণিতিক যুক্তি ইউনিটই মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ios মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? ২০১৯
| (ক) আই, বি, এম | (খ) অ্যাপল |
| (গ) মাইক্রোসফট | (ঘ) গুগল |
উত্তর: অ্যাপল
স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যে গুগলের এন্ড্রয়েড , অ্যাপলের আইওস(ios),রিমের ব্ল্যাকবেরি,মাইক্রোসফটের উইন্ডোজ, নকিয়ার সিমবিয়ান, স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত? ২০১৯
| (ক) Stack | (খ) Queue |
| (গ) Array | (ঘ) Union |
উত্তর: Stack
Stack সম্পর্কে কিছু তথ্য এর নিচে দেওয়া হল।
Stack এক ধরনের ডেটা স্ট্রাকচার যা দুইটি নীতি মেনে চলে।Stack এ কোন element insert হলে শেষে দিয়ে insert হবে। কোন element ফেলে বা বের করে দিতে হলে last থেকে বের করে দিতে হবে। এজন্য একে বলা হয় LIFO. Last In First Out যে সবার শেষে insert হবে সে সবার আগে বের হবে। Stack এ ডেটা রাখাকে বলা হয় Push এবং ডেটা তুলে নেয়াকে বলা হয় Pop।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি ইনপুট ডিভাইস? ২০১৯
| (ক) Monitor | (খ) OMR |
| (গ) COM | (ঘ) Plotter |
উত্তর: OMR
ইনপুট ডিভাইস এর কিছু তথ্য নিচে দেওয়া হল।
কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করার জন্য প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। কম্পিউটারকে দেওয়া এই তথ্যই হচ্ছে ইনপুট। কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য অনেক রকম যন্ত্র ব্যবহার করা হয়। এসব যন্ত্র কে বলা হয় ইনপুট ডিভাইস। যথা কিবোর্ড ,ওএমআর ,মাউস ,ওসিয়ার ,স্ক্যানার ,বারকোড রিডার ,লাইট পেন ,পাঞ্চকার্ড রিডার ,গ্রাফিক্স ট্যাবলেট প্রভৃতি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? ২০১৯
| (ক) ২৫৬ টি | (খ) ৬৫৫৩৬ টি |
| (গ) ৪৯৬ টি | (ঘ) ৪২৭৩৫২৮ টি |
উত্তর: ৬৫৫৩৬ টি
ইউনিকোড এর কিছু তথ্য নিচে দেওয়া হল।
ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেতায়ন ব্যবস্থা।বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড কনসোর্টিয়াম এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। ইউনিকোড মূলত ২ বাইট ১৬ বিটের কোড। এই কোডের মাধ্যমে ৬৫৫৩৬ বা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ২০১৯
| (ক) এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি | (খ) এটি লিনাক্স কার্নেল নির্ভর |
| (গ) সবগুলো সঠিক | (ঘ) এটির নির্মাতা গুগোল |
উত্তর: সবগুলো সঠিক
এন্ড্রয়েড সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল।
এন্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। এটি লিনাক্স কার্নেল এবং একাধিক ওপেন সোর্স লাইব্রেরীর উপর ভিত্তি করে তৈরি,বর্তমানে যা গুগোল দ্বারা তৈরি এবং উন্নয়ন করা হচ্ছে। গুগল ইনকর্পোরেটেড প্রাথমিক ডেভেলপারদের কিনে নেই ২০০৫ সালে। অ্যান্ড্রয়েড বর্তমানে বিশ্বের শীর্ষ বিক্রিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ২০১৯
| (ক) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কমপিউটিং সেবা দেওয়া | (খ) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার |
| (গ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার | (ঘ) উপরের কোনোটিই নয় |
উত্তর: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কমপিউটিং সেবা দেওয়া
ক্লাউড সার্ভার এর কিছু তথ্য নিচে দেওয়া হল।
কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামতো চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এ নিম্নোক্ত ৩ টি বৈশিষ্ট্য থাকবে। যথা- ক) Resource scalability : ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
খ) On demand : ক্রেতা যখন চাইবে, তখনই সেবা নিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
গ) pay as you go : ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্য পেমেন্ট দিতে হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ওয়াই- ফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? ২০১৯
| (ক) অপটিক্যাল ফাইবার | (খ) তামার তার |
| (গ) উপরের সবকটি | (ঘ) তারহীন সংযোগ |
উত্তর: তারহীন সংযোগ
ওয়াইফাই এর কিছু তথ্য নিচে দেয়া হল।
ওয়াইফাই হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেক্ট্রনিক ডিভাইসকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে ডেটা আদান - প্রদান করতে পারে। এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।