পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ' সমিতি' কোন বিশেষ্যের উদাহরণ?
| (ক) গুণবাচক | (খ) বস্তুবাচক |
| (গ) নাম বাচক বিশেষ্য | (ঘ) সমষ্টিবাচক বিশেষ্য |
উত্তর: সমষ্টিবাচক বিশেষ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: গীতাঞ্জ, বিশ্বনবী কোন ধরনের বিশেষ্য পদ?
| (ক) গুণবাচক | (খ) বস্তুবাচক |
| (গ) সংজ্ঞাবাচক | (ঘ) সমষ্টি বাচক |
উত্তর: সংজ্ঞাবাচক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম। এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
| (ক) বিড়ম্বনা | (খ) বিরক্তি |
| (গ) ঘৃণা | (ঘ) ক্ষোভ |
উত্তর: বিড়ম্বনা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি বিশেষ্য পদ?
| (ক) বৈচিত্র | (খ) বিশিষ্ট |
| (গ) বিচিত্র | (ঘ) প্রকৃত |
উত্তর: বৈচিত্র
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাক্যের বিধেয় মিশেষণ কোথায় বসে?
| (ক) বিশেষ্যের পূর্বে | (খ) কর্মের পরে |
| (গ) বিশেষ্যের পরে | (ঘ) সমাপিকা ক্রিয়ার পরে |
উত্তর: বিশেষ্যের পূর্বে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী' - এখানে কিংবা কোন অব্যয়?
| (ক) সংযোজক অব্যয় | (খ) সমুচ্চয়ী অব্যয় |
| (গ) বিয়োজক অব্যয় | (ঘ) সংকোচক অব্যয় |
উত্তর: বিয়োজক অব্যয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' সোনার তরী, বিষের বাঁশি, নকশি কাঁথার মাঠ' - এগুলো কোন শ্রেণির অব্যয়?
| (ক) ভাববাচক | (খ) বস্তুবাচক |
| (গ) গুণবাচক | (ঘ) সংজ্ঞাবাচক |
উত্তর: সংজ্ঞাবাচক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না। - কী আপদ কোন পদ?
| (ক) বিশেষণ | (খ) বিশেষ্য |
| (গ) অব্যয় | (ঘ) ক্রিয়া |
উত্তর: অব্যয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে?
| (ক) ধীরে চলো | (খ) সে গুনবান |
| (গ) ঘোড়া খুব দ্রুত চলে | (ঘ) তারা পরিশ্রমী |
উত্তর: ঘোড়া খুব দ্রুত চলে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
| (ক) বাঃকী সুন্দর পাখি | (খ) ঝমঝম করে বৃষ্টি নামল |
| (গ) বেলা যে পড়ে এল | (ঘ) যত গর্জে তত বর্ষে না |
উত্তর: বাঃকী সুন্দর পাখি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পুরুষ ব্যাকরণের কিরুপ শব্দ?
| (ক) দিরুক্ত শব্দ | (খ) প্রাতিপাদিক শব্দ |
| (গ) পারিভাষিক শব্দ | (ঘ) প্রতিশব্দ |
উত্তর: পারিভাষিক শব্দ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "করুণাময় তুমি" - এখানে করুণাময় কোন বিশেষণ?
| (ক) বাক্যের বিশেষণ | (খ) ক্রিয়া বিশেষণ |
| (গ) সর্বনামের বিশেষণ | (ঘ) বিশেষ্যের বিশেষণ |
উত্তর: সর্বনামের বিশেষণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' স্বর্ণময় পাত্র ' - এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
| (ক) উপাদান বাচক | (খ) অবস্থাবাচক |
| (গ) গুনবাচক | (ঘ) রুপবাচক |
উত্তর: উপাদান বাচক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ?
| (ক) যদি, তথা | (খ) আবার, আর |
| (গ) কুহু, ঘেউ | (ঘ) খুব, খাসা |
উত্তর: আবার, আর
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পদ প্রধানত দুই প্রকার ; যথা-
| (ক) অব্যয় ও ধন্যাত্মক অব্যয় | (খ) বিশেষ্য ও বিশেষণ |
| (গ) নাম ও ক্রিয়া | (ঘ) সব্যয় ও অব্যয় |
উত্তর: সব্যয় ও অব্যয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।