পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
| (ক) বেলা যে পড়ে এল | (খ) ঝমঝম করে বৃষ্টি নামল |
| (গ) যত গর্জে তত বর্ষে না | (ঘ) বাঃকী সুন্দর পাখি |
উত্তর: বাঃকী সুন্দর পাখি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পুরুষ ব্যাকরণের কিরুপ শব্দ?
| (ক) পারিভাষিক শব্দ | (খ) প্রতিশব্দ |
| (গ) প্রাতিপাদিক শব্দ | (ঘ) দিরুক্ত শব্দ |
উত্তর: পারিভাষিক শব্দ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "করুণাময় তুমি" - এখানে করুণাময় কোন বিশেষণ?
| (ক) বাক্যের বিশেষণ | (খ) সর্বনামের বিশেষণ |
| (গ) ক্রিয়া বিশেষণ | (ঘ) বিশেষ্যের বিশেষণ |
উত্তর: সর্বনামের বিশেষণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' স্বর্ণময় পাত্র ' - এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
| (ক) অবস্থাবাচক | (খ) রুপবাচক |
| (গ) উপাদান বাচক | (ঘ) গুনবাচক |
উত্তর: উপাদান বাচক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ?
| (ক) কুহু, ঘেউ | (খ) যদি, তথা |
| (গ) আবার, আর | (ঘ) খুব, খাসা |
উত্তর: আবার, আর
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পদ প্রধানত দুই প্রকার ; যথা-
| (ক) নাম ও ক্রিয়া | (খ) অব্যয় ও ধন্যাত্মক অব্যয় |
| (গ) বিশেষ্য ও বিশেষণ | (ঘ) সব্যয় ও অব্যয় |
উত্তর: সব্যয় ও অব্যয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' যেমন কর্ম তেমন ফল' - বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
| (ক) অনন্বয়ী | (খ) বাক্যালংকার |
| (গ) নিত্য সম্বন্ধীয় | (ঘ) অনুকার অব্যয় |
উত্তর: নিত্য সম্বন্ধীয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?
| (ক) ক্রিয়া পদ | (খ) সর্বনাম পদ |
| (গ) অব্যয় পদ | (ঘ) অনুক্ত ক্রিয়া পদ |
উত্তর: অব্যয় পদ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: আপনি যা জানেন তা তো ঠিকই বটে- বাক্যটিতে অনুন্বয়ী অব্যয় কোনটি?
| (ক) যা | (খ) তা |
| (গ) তো | (ঘ) আপনি |
উত্তর: তো
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি জাতিবাচক বিশেষ্য?
| (ক) মাটি | (খ) পর্বত |
| (গ) জনতা | (ঘ) বহর |
উত্তর: পর্বত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন কোন পদের পুরুষ নেই?
| (ক) বিশেষ্য ও অব্যয় | (খ) ক্রিয়া ও বিশেষণ |
| (গ) ক্রিয়া ও অব্যয় | (ঘ) বিশেষণ ও অব্যয় |
উত্তর: বিশেষণ ও অব্যয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সব্যয় পদ কত প্রকার?
| (ক) চার প্রকার | (খ) দুপ্রকার |
| (গ) তিন প্রকার | (ঘ) পাঁচ প্রকার |
উত্তর: চার প্রকার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: " আপন ভালো পাগলেও বুঝে" - এখানে ভালো কোন পদ রুপে ব্যবহৃত হয়েছে?
| (ক) বিশেষণ | (খ) সর্বনাম |
| (গ) অব্যয় | (ঘ) বিশেষ্য |
উত্তর: বিশেষ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: উঃ! পায়ে বড্ড লেগেছে- এই অনন্বয়ী অব্যয় কী প্রকাশে ব্যবহৃত হয়েছে?
| (ক) ঘৃণা | (খ) বিরক্তি |
| (গ) যন্ত্রণা | (ঘ) উচ্ছ্বাস |
উত্তর: যন্ত্রণা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নবম শ্রেণি, প্রথম কন্যা- এখানে নবম, প্রথম কোন জাতীয় বিশেষণ?
| (ক) পরিমাণ বাচক | (খ) ক্রমবাচক |
| (গ) সমষ্টিবাচক | (ঘ) সংখ্যা বাচক |
উত্তর: ক্রমবাচক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।