পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাক্য প্রকরণ
  • প্রশ্ন: ' যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে ' - এক কথায় কী বলে?

    (ক) অবিমৃশ্যকারী (খ) অচিন্ত্য
    (গ) অবিসংবাদী (ঘ) অপরিনামদর্শী
    close

    উত্তর: অবিমৃশ্যকারী

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: " যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়" - বাক্যটি গঠন অনুসারে -

    (ক) যৌগিক বাক্য (খ) আশ্রিত খন্ড বাক্য
    (গ) জটিল বাক্য (ঘ) সরল বাক্য
    close

    উত্তর: জটিল বাক্য

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: " আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারি নি" - গঠন অনুসারে বাক্যটি -

    (ক) সরল বাক্য (খ) যৌগিক বাক্য
    (গ) জটিল বাক্য (ঘ) আশ্রিত খন্ড বাক্য
    close

    উত্তর: যৌগিক বাক্য

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন' - বাক্যের সংকোচন কোনটি?

    (ক) দূর্লভ (খ) অসাধারণ
    (গ) অনন্যসাধারণ (ঘ) অদৃষ্ট পূর্ব
    close

    উত্তর: অনন্যসাধারণ

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' হাতিগুলো আকাশে উড়ছে' - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

    (ক) গঠনের (খ) আসত্তির
    (গ) যোগ্যতার (ঘ) আকাঙক্ষার
    close

    উত্তর: যোগ্যতার

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোনটি যৌগিক বাক্য?

    (ক) বিপদ এবং দুঃখ এক সময়ে আসে (খ) বিপদ আসলে দুঃখ ও আসে
    (গ) বিপদ দেখলে দুঃখ আসে (ঘ) দুঃখ ছাড়া সুখ আসে না
    close

    উত্তর: বিপদ এবং দুঃখ এক সময়ে আসে

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' যে ব্যক্তির দুহাত সমান চলে ' - তাকে কী বলে?

    (ক) দ্বিজ (খ) দোহাতী
    (গ) কুশাল (ঘ) সব্যসাচী
    close

    উত্তর: সব্যসাচী

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' যে সকল অত্যাচারই সয়ে যায় ' - এর সংক্ষেণ কী হবে?

    (ক) সহনশীল (খ) সর্বংসহা
    (গ) সহ্যশীল (ঘ) সর্বসহ্যকারী
    close

    উত্তর: সর্বংসহা

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাক্যের উদ্দেশ্য কত প্রকার?

    (ক) তিন প্রকার (খ) চার প্রকার
    (গ) পাঁচ প্রকার (ঘ) দু প্রকার
    close

    উত্তর: দু প্রকার

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: " যা বাক্য ও মনের অগোচরে " তাকে কী বলে?

    (ক) মনসিজ (খ) বিবমিষা
    (গ) অবাঙমানগোচর (ঘ) অনাস্বাদিতপূর্ব
    close

    উত্তর: অবাঙমানগোচর

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' যা দমন করা কষ্টকর' - এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

    (ক) দুর্দমনীয় (খ) অদম্য
    (গ) অদৃষ্ট পূর্ব (ঘ) দুর্নিবার
    close

    উত্তর: দুর্দমনীয়

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' দীপ্তি পাচ্ছে এমন ' - এক কথায় কী?

    (ক) দীপ্যমান (খ) দেদীপ্যমান
    (গ) দীপ্তিময় (ঘ) দেদীপ্যমান
    close

    উত্তর: দেদীপ্যমান

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' যিনি বিদ্যা লাভ করেছেন' - তাকে এককথায় কী বলে?

    (ক) কৃতবিদ্য (খ) কৃতবিদ্যা
    (গ) জ্ঞানী (ঘ) বিদ্বান
    close

    উত্তর: কৃতবিদ্য

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ' যতই করিবে দান, তত যাবে বেড়ে '- এটি কোন প্রকারের বাক্য?

    (ক) কোনটিই নয় (খ) সরল বাক্য
    (গ) যৌগিক বাক্য (ঘ) জটিল বাক্য
    close

    উত্তর: জটিল বাক্য

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: যৌগিক বাক্য কোনটি?

    (ক) সত্য কথা না বলে বিপদে পড়েছি (খ) তার বয়স হলেও বুদ্ধি হয় নি
    (গ) তাঁর তাকা আছে, কিন্তু তিনি দান করেন না' (ঘ) যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
    close

    উত্তর: তাঁর তাকা আছে, কিন্তু তিনি দান করেন না'

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।