পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


ভূগোল
  • প্রশ্ন: নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীর মানুষের মৃত্যুর প্রধান কারণ? ৩৭তম বিসিএস

    (ক) বায়ু দূষণ (খ) তামাক ও মাধকদ্রব্য গ্রহণ
    (গ) সড়ক দুর্ঘটনা (ঘ) ক্যান্সার
    close

    উত্তর: বায়ু দূষণ

    • touch_app আরো ...

      Hazard বা আপদ বলতে বোঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মনবসৃষ্ট ঘটনা। এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত। বায়ু দূষণের ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্যান্সার , নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে, যিা পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? ৩৭তম বিসিএস

    (ক) নতুন দিল্লী (খ) ঢাকা
    (গ) কাঠমুন্ডু (ঘ) কলম্বো
    close

    উত্তর: নতুন দিল্লী

    • touch_app আরো ...

      দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এ সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলংকার কলম্বোয় এবং সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষ্মা ও এইডস, সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? ৩৭তম বিসিএস

    (ক) পুনর্বাসন পর্যায়ে (খ) উদ্ধার পর্যায়ে
    (গ) প্রভাব পর্যায়ে (ঘ) সতর্কতা পর্যায়ে
    close

    উত্তর: পুনর্বাসন পর্যায়ে

    • touch_app আরো ...

      পনর্বাসন পর্যায়ে দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে। তা মূল্যায়ন করে পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এক্ষেত্রে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহ সাহায্য ও সহযোগিতা করে থাকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকার পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? ৩৭তম বিসিএস

    (ক) ভূমিকম্প (খ) খরা বা বন্যা
    (গ) ঘূণিঝড় ও জলোচ্ছাস (ঘ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
    close

    উত্তর: সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)

    • touch_app আরো ...

      ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা,বন্যা ও ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। পক্ষান্তরে ,সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেলে বাংলাদেশের নিম্নভূমিসহ ভূপৃষ্ঠের উপরিভাগ ডুবে যাবে। যার ফলে কৃষকরা জমিতে ফসল চাষ না করতে পেরে জীবিকার তাগিদে অন্য কোনো পেশার সাথে নিজেকে খাপখাইয়ে নিবে। সুতরাং সমুদ্রের জলস্তরের বৃদ্ধি জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়ঃ ৩৮তম বিসিএস

    (ক) সাম্প্রতিক কালে (খ) কোয়াটারনারী যুগে
    (গ) টারশিয়ারি যুগে (ঘ) প্লাইস্টোসিন যুগে
    close

    উত্তর: টারশিয়ারি যুগে

    • touch_app আরো ...

      ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন বা প্রাচীন ভূমিরুপ হলো দক্ষিণ - পূর্ব এবং উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি। টারশিয়ারী যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়সমূহ সৃষ্টি হয়েছিল রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি , কক্সবাজার ও চট্রগ্রাম জেলার পূর্বাংশ ছাড়াও ময়মনসিংহ , নেত্রকোনা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পাহাড়ি ভূমি টারশিয়ারী যুগের ভূমিরুপের অন্তর্ভুক্ত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের এফ সি ডি আই প্রকল্পের উদ্দেশ্যঃ ৩৮তম বিসিএস

    (ক) পানি নিষ্কাশন (খ) বন্যা নিয়ন্ত্রণ
    (গ) পানি সেচ (ঘ) উপরের তিনটি
    close

    উত্তর: উপরের তিনটি

    • touch_app আরো ...

      বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এফসিডি আই প্রকল্পের পূর্ণরূপ হলো- 'বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্প (Flood Control, Drainage and Irrigation Projects)' । প্রধানত বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কী ধরনের? -- ক্রান্তিয় মৌসুমি ৩৮তম বিসিএস

    (ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু (খ) উপক্রান্তীয় জলবায়ু
    (গ) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু (ঘ) আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
    close

    উত্তর: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

    • touch_app আরো ...

      বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান । কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু, 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোন জেলাতে প্লাইস্তসিন চত্বরভুমি রয়েছে ---- ৩৮তম বিসিএস

    (ক) গাজীপুর (খ) মাদারীপুর
    (গ) চাঁদপুর (ঘ) পিরোজপুর
    close

    উত্তর: গাজীপুর

    • touch_app আরো ...

      বাংলাদেশের প্লাইস্টোসিনকালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদীপ্রণালী দ্বারা তিন ধারায় বিভক্ত হয়েছে। প্রথমটি হলো 'বরেন্দ্রভূমি' যা দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিমি. এলাকাজুড়ে বিস্তৃত। দ্বিতীয়টি হলো 'মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত যার আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিমি। তৃতীয়টি হলো 'লালমাই পাহাড়' যা কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? ৩৮তম বিসিএস

    (ক) সাভানা (খ) তুন্দ্রা
    (গ) প্রেইরি (ঘ) সাহেল
    close

    উত্তর: সাহেল

    • touch_app আরো ...

      সাহেল বা সহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্ত্রীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে প্রেইরি বলে। আর সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী অঞ্চল যা প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে তাকে তুন্দ্রা অঞ্চল বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোনটি জলবায়ুর উপাদান নয়--- ৩৮তম বিসিএস

    (ক) বায়ুপ্রবাহ (খ) সমুদ্র স্রোত
    (গ) আদ্রতা (ঘ) উষ্ণতা
    close

    উত্তর: সমুদ্র স্রোত

    • touch_app আরো ...

      কোনো স্থানের বায়ুর তাপ ,বায়ুর চাপ ,বায়ুর আর্দ্রাতা, বায়ুপ্রবাহ এবং বারিপাত বা অধঃক্ষেপ হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। অন্যদিকে জলবায়ুর নিয়ামক অর্থাৎ যেসকল অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো - সমুদ্রস্রোত , অক্ষাংশ , বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোন ভৌগলিক এলাকাটি 'রামসার সাইট' হিসাবে স্বীকৃত? ৩৮তম বিসিএস

    (ক) রামসাগর (খ) টাঙ্গুয়ার হাওর
    (গ) বগা লেইক (Lake) (ঘ) কাপ্তাই হ্রদ
    close

    উত্তর: টাঙ্গুয়ার হাওর

    • touch_app আরো ...

      বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস হলো 'রামসার কনভেনশন' ১৯৭১ সালে ইরানের রামসারে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশসমূহের এ কনভেনশনের আলোকে বাংলাদেশ এর ২ টি স্থানকে 'রামসার এলাকা (Ramsar site) ' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাইট দু'টি হলো - সুন্দরবন (২১ মে ১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: "পলল পাখা" জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-- ৩৮তম বিসিএস

    (ক) নদীর উতপত্তিস্থলে (খ) নদীর নিম্ন অববাহিকায়
    (গ) নদীর মোহনায় (ঘ) পাহাড়ের পাদদেশে
    close

    উত্তর: পাহাড়ের পাদদেশে

    • touch_app আরো ...

      পলল পাখা (Alluvial Fan) নামক ভূমিরূপটি পাহাড় বা পর্বতের পাদদেশে গড়ে ওঠে, যেখানে নদী বা স্রোতধারা পর্বতের সংকীর্ণ পথ থেকে বেরিয়ে এসে সমতল ভূমিতে মেশে এবং এর ফলে বালি, নুড়ি, পলি জমে হাতপাখার মতো আকৃতি তৈরি করে। এটি মূলত হঠাৎ ঢালের পরিবর্তন এবং পলল (alluvium) সঞ্চিত হওয়ার কারণে সৃষ্টি হয়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-২০৩০’ হচ্ছে একটি--- ৩৮তম বিসিএস

    (ক) সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল (খ) জাপানের উন্নয়ন কৌশল
    (গ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল (ঘ) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
    close

    উত্তর: দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল

    • touch_app আরো ...

      The Sendai Framework for Disaster Risk Reduction (2015 - 30) হলো ১৪ - ১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়? ৩৮তম বিসিএস

    (ক) ঘূর্ণিঝড় (খ) ভুমিধস
    (গ) ভূমিকম্প (ঘ) নদীভাঙ্গন
    close

    উত্তর: ভূমিকম্প

    • touch_app আরো ...

      জলজ আবহাওয়াজনিত দুর্যোগ (hydro-meteorological hazard) নয় এমন একটি উদাহরণ হলো ভূমিকম্প বা সুনামি (Tsunami); কারণ ভূমিকম্প ভূ-তাত্ত্বিক প্রক্রিয়া থেকে আসে (Earthquake/Tsunami are geological hazards, not primarily hydro-meteorological)। অন্যদিকে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, তুষারঝড়, টর্নেডো এবং উপকূলীয় জলোচ্ছ্বাস (Storm surge) হলো জলজ আবহাওয়াজনিত দুর্যোগ, যা আবহাওয়া ও জলসম্পর্কিত প্রক্রিয়া থেকে উদ্ভূত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।