পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ? ১১তম বিসিএস
| (ক) করতোয়া | (খ) গঙ্গ |
| (গ) ব্রক্ষ্মপুত্র | (ঘ) মহানন্দা |
উত্তর: করতোয়া
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো - ১১তম বিসিএস
| (ক) ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা | (খ) বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা |
| (গ) ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া | (ঘ) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা |
উত্তর: অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বি.কে. এস. পি হলো - ১১তম বিসিএস
| (ক) একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম | (খ) একটি কিশোর ফুটবল টিমের নাম |
| (গ) একটি সংবাদ সংস্থার নাম | (ঘ) একটি ক্রিয়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম |
উত্তর: একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম - ১২তম বিসিএস
| (ক) উপকূল এক্সপ্রেস | (খ) পারাবত এক্সপ্রেস |
| (গ) সৈকত এক্সপ্রেস | (ঘ) এগার সিন্দুর এক্সপ্রেস |
উত্তর: উপকূল এক্সপ্রেস
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওড়- ১২তম বিসিএস
| (ক) হাকালুকি | (খ) পাথরচাওলি |
| (গ) চলন বিল | (ঘ) হাইল |
উত্তর: হাকালুকি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কেওক্রাডং- এর উচ্চতা প্রায় - ১২তম বিসিএস
| (ক) ১২৩০ মিটার | (খ) ১২৩৩ মিটার |
| (গ) ১০১০ মিটার | (ঘ) ৮৯৩ মিটার |
উত্তর: ১২৩০ মিটার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমান কত? ১২তম বিসিএস
| (ক) ১৫ কোটি পাউন্ড | (খ) ১৩ কোটি পাউন্ড |
| (গ) ৯.৫ কোটি পাউন্ড | (ঘ) ১৪ কোটি পাউন্ড |
উত্তর: ৯.৫ কোটি পাউন্ড
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়- ১২তম বিসিএস
| (ক) ১০০ বর্গমাইল | (খ) ১৬০০ বর্গমাইল |
| (গ) ৮০ বর্গমাইল | (ঘ) ১৫৩০ বর্গমাইল |
উত্তর: ১৫৩০ বর্গমাইল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি কাঁচা পাটের গাইটের ওজন ১২তম বিসিএস
| (ক) ৪.৫ মণ | (খ) ৫ মণ |
| (গ) ৩.৫ মণ | (ঘ) ২.৫ মণ |
উত্তর: ৩.৫ মণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ১২তম বিসিএস
| (ক) গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি | (খ) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ |
| (গ) গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন | (ঘ) নেপালে জলাধার নির্মাণ |
উত্তর: নেপালে জলাধার নির্মাণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য - ১২তম বিসিএস
| (ক) দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি | (খ) দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন |
| (গ) বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা | (ঘ) দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন |
উত্তর: দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের - ১২তম বিসিএস
| (ক) ১০মার্চ | (খ) ২৫ মার্চ |
| (গ) ২৩ মার্চ | (ঘ) ২ মার্চ |
উত্তর: ২ মার্চ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? ১২তম বিসিএস
| (ক) রংপুর | (খ) চট্টগ্রাম |
| (গ) জামালপুর | (ঘ) রাজশাহী |
উত্তর: রাজশাহী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন - ১২তম বিসিএস
| (ক) মির্জা আহমেদ জান | (খ) নওয়াব সলিমুল্লাহ |
| (গ) শায়েস্তা খাঁ | (ঘ) মির্জা গোলাম পীর |
উত্তর: মির্জা গোলাম পীর
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে 'বাঙ্গালা' নামে ? ১২তম বিসিএস
| (ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ্ | (খ) আকবর |
| (গ) ফখরুদ্দিন মোবারক শাহ | (ঘ) ঈসা খাঁন |
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।