পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


IQ
  • প্রশ্ন: বিভা : কিরণ :: সুবলিত : ? ৩৭তম বিসিএস

    (ক) সুগঠিত (খ) সুবিদিত
    (গ) বিধিত (ঘ) সুবিনীত
    close

    উত্তর: সুগঠিত

    • touch_app আরো ...

      বিভা এর সমার্থক শব্দ কিরণ। সুবলিত " " " সুগঠিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: "RAPIS " অক্ষর গুলোকে ন্তুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে? ৩৮তম বিসিএস

    (ক) একটি প্রানী (খ) একটি দেশ
    (গ) একটি শহর (ঘ) একটি মহাসাগর
    close

    উত্তর: একটি শহর

    • touch_app আরো ...

      RAPIS শব্দের অক্ষরগুলোকে নতুন করে সাজালে PARIS শব্দটি পাওয়া যায় যা ফ্রান্সের রাজধানীর নাম।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'অম্বর' এর প্রতিশব্দ কোনটি? ৩৮তম বিসিএস

    (ক) সমুদ্র (খ) পৃথিবী
    (গ) আকাশ (ঘ) জল
    close

    উত্তর: আকাশ

    • touch_app আরো ...

      অম্বর শব্দের প্রতিশব্দ - আকাশ, গগণ, আসমান, শূন্য, নভোমন্ডল, ব্যোম, অন্তরীক্ষ, নভঃ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত ? ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত ?

    (ক) ৫০০১ (খ) ৪৯৯৯
    (গ) ৫৫০১ (ঘ) ৫০৫০
    close

    উত্তর: ৫০৫০

    • touch_app আরো ...

      ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = n(n + 1)/2

      = ১০০×(১০০ + ১)/২

      = ১০০×১০১/২

      = ৫০×১০১

      = ৫০৫০


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার হবে? ৩৮তম বিসিএস

    (ক) শনিবার (খ) বৃহস্পতিবার
    (গ) মঙ্গলবার (ঘ) সোমবার
    close

    উত্তর: মঙ্গলবার

    • touch_app আরো ...

      মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার গতকালের দিন গতকাল আজ আগামীকাল পরশু পরশুর পরের দিন ∴ নির্ণেয় দিন মঙ্গলবার


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে? ৩৮তম বিসিএস

    (ক) বৃহস্পতিবার (খ) মঙ্গলবার
    (গ) শুক্রবার (ঘ) শনিবার
    close

    উত্তর: শুক্রবার

    • touch_app আরো ...

      ১৯৯৫ সালে লিপ ইয়ার নয় মোট সময় ৩৬৫ দিন ৩৬৫ - ৭ = ৫২ সপ্তাহ ১ দিন ১৯৯৫ সালের ৩০ নভেম্বর বৃহস্পতিবার অর্থাৎ ১৯৯৫ সালের ১ ডিসেম্বর শুক্রবার ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: চিত্র দেখে উত্তর দিন ৩৮তম বিসিএস

    চিত্র দেখে উত্তর দিন
    (ক) ৯৭ (খ) ১৯১
    (গ) ১৬৪ (ঘ) ১৩৭
    close

    উত্তর: ১৬৪

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে--- ৩৮তম বিসিএস

    UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে---
    (ক) খ) (খ) ঘ)
    (গ) গ) (ঘ) ক)
    close

    উত্তর: ক)

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয় ? ১- ২- ৫- ১০- ১৩- ২৬- ২৯- ৪৮ ৩৮তম বিসিএস

    (ক) ১০ (খ) ৪৮
    (গ) ১ (ঘ) ২৯
    close

    উত্তর: ৪৮

    • touch_app আরো ...

      এখানে দুটি ধারা বিদ্যমান : ১ম ধারা : ১ ৫ ১৩ ২৯ ৬১ অন্তর: ৪ ৮ ১৬ ৩২ ২য় ধারা : ২ ১০ ২৬ ৫৮ অন্তর: ৮ ১৬ ৩২ অতএব, ধারাটি হবে : ১ ২ ৫ ১০ ১৩ ২৬ ২৯ ∴ ৪৮ প্রদত্ত ধারার অন্তর্ভক্ত নয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন? ৩৮তম বিসিএস

    (ক) লোহা (খ) তামা
    (গ) পিতল (ঘ) টিন
    close

    উত্তর: পিতল

    • touch_app আরো ...

      পিতল এক প্রকারের সংকর ধাতু যা দস্তা (Zn) ও তামার (Cu) সংমিশ্রণে তৈরি করা হয়। অপশনে প্রদত্ত অন্যান্য ধাতুগুলো মৌলিক ধাতু। তাই সঠিক উত্তরঃ পিতল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD-KF-?-PM-TR ৩৮তম বিসিএস

    (ক) OJ (খ) NI
    (গ) MI (ঘ) NJ
    close

    উত্তর: MI

    • touch_app আরো ...

      এখানে, দুটি ধারা বিদ্যামান ।

      ধারাঃ J K M P T

      অক্ষর পার্থক্যঃ 0টি 1টি 2টি 3টি

      ধারাঃ D F I M R

      অক্ষর পার্থক্যঃ 1টি 2টি 3টি 4টি

      প্রশ্নবোধক স্থানে MI হবে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ এক্ত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে? ৩৮তম বিসিএস

    (ক) ২০ দিনে (খ) ৩০ দিনে
    (গ) ২৪ দিনে (ঘ) ২৫ দিনে
    close

    উত্তর: ২৪ দিনে

    • touch_app আরো ...

      দুই ব্যক্তি ৮ দিনে করে কাজের ১ অংশ

      " " ১ " " " ১/৮ অংশ

      ১ম ব্যক্তি একা ১২ দিনে করে কাজের ১ অংশ
      " " " ১ " " " ১/১২ "

      ∴ ২য় ব্যক্তি ১ দিনে করে {(১/৮)-(১/১২)}

      = ১/২৪ অংশ

      ∴২য় ব্যক্তি একাকী ১/২৪ অংশ কাজ করে ১ দিনে

      ২য় " " ১ " " " {(২৪×১)/১} "

      = ২৪ দিনে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: চিত্র দেখে উত্তর দাও ৩৮তম বিসিএস

    চিত্র দেখে উত্তর দাও
    (ক) ৭ঃ২০ (খ) ৭ঃ৪০
    (গ) ৮ঃ৪০ (ঘ) ৬ঃ১৫
    close

    উত্তর: ৭ঃ২০

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়-- ৩৮তম বিসিএস

    (ক) ২৪১ (খ) ২৫৩
    (গ) ২৩৩ (ঘ) ২৬৩
    close

    উত্তর: ২৫৩

    • touch_app আরো ...

      প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ২৫৩ কে ভাঙ্গলে ১১×২৩=২৫৩ হয়।
      কিন্তু অন্য সংখ্যাগুলোকে ভাঙ্গানো যায়না।
      তাই ২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) Lieutenant (খ) Lieaftenant
    (গ) Leiftenant (ঘ) Leaftenant
    close

    উত্তর: Lieutenant

    • touch_app আরো ...

      সঠিক বানানসম্পন্ন শব্দ Lieutenant । এ বানানটি মনে রাখার একটি জনপ্রিয় কৌশল হলো 'মিথ্যা ' (Lie) , তুমি (u), দশ ( ten), পিঁপড়া ( ant) '।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।