পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


কম্পিউটার
  • প্রশ্ন: While starting windows XP/7 extra booting options can be shown by pressing? ২০১৯

    (ক) F5 (খ) F9
    (গ) F9 (ঘ) F8
    close

    উত্তর: F8

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বারকোড রিডার কি? ২০১৯

    উত্তর: বারকোড রিডার একটি অঅপটিক্যাল ইনপুট ডিভাইস। বারকোড বলতে কম-বেশি চওড়াবিশিষ্ঠ পর্যায়ক্রমে কতগুলো বার বা রেখার সমাহারকে বোঝায়। একে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড ও বলা হয়।দোকান থেকে বিক্রিত জিনিসের প্যাকেটের উপর বার কোডের সাহায্যে জিনিসের নাম এবং নির্মাণকারীর নাম এবং মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে। অতঃপর একটি কম্পিউটার বারকোড রিডারের সাহায্যে কোডটি পড়ে তা কোন সংখ্যা বোঝায়, তা জেনে নিতে পারে। কম্পিউটারের স্মৃতিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম রক্ষিত থাকে। এ থেকে কম্পিউটার বিক্রিত জিনিসের নাম ও দাম লিখে বিল তৈরি করে এবং সাথে সাথে বিক্রিত জিনিসের স্টক ও আপডেট করে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সেন্সর কি? ২০১৯

    উত্তর: সেন্সর হলো এমন এক ধরনের ডিভাইস যা কোন সংকেতকে চিহ্নিত বা সনাক্ত করতে থাকে। অধিকাংশ সেন্সরই ইলেকট্রিক্যাল হয়ে থাকে।সেন্সরগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন, লাইট সেন্সর, সাউন্ড সেন্সর, হিট সেন্সর, ইত্যাদি।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: লাইটপেন কি? ২০১৯

    উত্তর: লাইট পেন দেখতে অনেকটা কলমের মতো এজন্য এটির নাম দেওয়া হয়েছে লাইট পেন। এর এক মাথায় লাইট সেন্সর থাকে যা আলো অনুভব করতে পারে,অন্য প্রান্ত কম্পিউটারের সাথে যুক্ত। প্রকৌশল ডিজাইন বিভিন্ন ধরনের নকশা বা ডায়াগ্রাম লাইট পেনের সাহায্যে করা যায়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ওসিআর কি? ২০১৯

    উত্তর: অপটিক্যাল ক্যারেক্টার রিডার শুধু দাগই বুঝে না, বিভিন্ন বর্ণের পার্থক্য ও বুঝতে পারে। ওসিআর কোন বর্ণ পড়ার সময় সেই বর্ণের গঠন অনুযায়ী কতগুলো বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে। ওসিআরে আগে থেকেই প্রত্যেক বর্ণের বৈদ্যুতিক সংকেত কম্পিউটারে জমা থাকে এর সাথে মিলিয়ে কোন বর্ণ পড়া হচ্ছে ওসিআর তা বুঝতে এবং কম্পিউটারে জমা রাখতে পারে। চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, ইন্সুরেন্স প্রিমিয়াম, নোটিস ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ওএমআর ২০১৯

    উত্তর: অপটিক্যাল মার্ক রিডার এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। পেন্সিলের দাগ বুঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা বিচার করে। কালির দাগ বুঝা যায় কালির দাগের আলোর প্রতিফলন বিচার করে। অপটিক্যাল মার্ক রিডার বিশেষ ব্যবস্থার সাহায্যে এই দাগগুলোর অস্তিত্ব বুঝতে পারে এবং সঠিক দাগ গণনা করতে পারে। অবজেক্টিভ প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা, বাজার সমীক্ষা, জনগণনা ইত্যাদি কাজে OMR ব্যবহৃত হয়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি আউটপুট ডিভাইস? ২০১৯

    (ক) Keyboard (খ) Printer
    (গ) Monitor (ঘ) Scanner
    close

    উত্তর: Monitor

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মনিটর কি ধরনের কম্পিউটার ডিভাইস? ২০১৯

    (ক) Output device (খ) None of these above
    (গ) Input device (ঘ) I/O device
    close

    উত্তর: Output device

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়? ২০১৯

    (ক) Floppy disk (খ) Light pen
    (গ) CD - ROM (ঘ) Monitor
    close

    উত্তর: Light pen

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়? ২০১৯

    (ক) Monitor (খ) Mouse
    (গ) Speaker (ঘ) Printer
    close

    উত্তর: Mouse

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়? ২০১৯

    (ক) Printer (খ) Monitor
    (গ) Touch screen (ঘ) Scanner
    close

    উত্তর: Scanner

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মনিটর কয় প্রকার ও কি কি? ২০১৯

    উত্তর: মনিটর সাধারনত তিন ধরনের হয়ে থাকে। যেমন ;
    ১। সিআরটি মনিটর।
    ২। এলসিডি মনিটর।
    ৩। এলইডি মনিটর।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মনিটর কি? ২০১৯

    উত্তর: টেলিভিশন এর মতো দেখতে কম্পিউটার ব্যবস্থা অংশটিকে মনিটর বলে। মনিটর এর কাজ হলো লেখা ও ছবি দেখানো।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মনিটরের কাজ কি? ২০১৯

    (ক) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা (খ) গাণিতিক সমাধান করা
    (গ) কোনটিই নয় (ঘ) লেখা ও ছবি দেখানো
    close

    উত্তর: লেখা ও ছবি দেখানো

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোন রঙগুলোর সমম্বয়ে রঙিন মনিটরে বিভিন্ন রঙের ছবি তৈরি হয়? ২০১৯

    (ক) লাল, হলুদ এবং নীল (খ) কালো, সবুজ এবং নীল
    (গ) লাল, সবুজ এবং নীল (ঘ) লাল, সাদা এবং নীল
    close

    উত্তর: লাল, সবুজ এবং নীল

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।