পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিচের কোনটি ডট মেট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক? ২০১৯
| (ক) ppm | (খ) ipm |
| (গ) cps | (ঘ) dpi |
উত্তর: cps
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি কম্পিউটার প্রিন্টারের প্রকারভেদ নয়? ২০১৯
| (ক) Laser | (খ) Dot Matrix |
| (গ) Ink jet | (ঘ) Duel core |
উত্তর: Duel core
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন ধরনের প্রিন্টার সাধারণত অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় না? ২০১৯
| (ক) Inkjet | (খ) Laser |
| (গ) Dot Matrix | (ঘ) Line printer |
উত্তর: Line printer
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি নিক্ষেপ করে? ২০১৯
| (ক) Ink-jet | (খ) Dot Matrix |
| (গ) None of these | (ঘ) Laser |
উত্তর: Ink-jet
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: লেজার প্রিন্টারের অন্য নাম কি? ২০১৯
| (ক) Design printers | (খ) Graphic printers |
| (গ) Page printer | (ঘ) Line printers |
উত্তর: Page printer
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? ২০১৯
| (ক) লেজার প্রিন্টার | (খ) বাবল জেট প্রিন্টার |
| (গ) ইনকজেট প্রিন্টার | (ঘ) কোনটিই নয় |
উত্তর: লেজার প্রিন্টার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট দিতে ব্যবহৃত শর্টকার্ট কী? ২০১৯
| (ক) Alt + P | (খ) Ctrl + P |
| (গ) Shift + P | (ঘ) None of these |
উত্তর: Ctrl + P
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্লটার কি? ২০১৯
উত্তর: প্লটার এক ধরনের প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন এর সাহায্যে। প্লটারে অতি চিকন থেকে মোটা যে কোন ধরনের পেন ব্যবহার করা যায়। স্থপতি, প্রকৌশলী এবং অন্য যে কোন ধরনের নক্সাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য প্লটারে প্রিন্ট নেওয়া প্রয়োজন হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্লটার কয় প্রকার ও কি কি? ২০১৯
উত্তর: প্লটার দুই রকমের হয়ে থাকে। যথা;
১. ফ্লাট বেড প্লটার।
২. ড্রাম প্লটার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: which of the following devices doesn't use scanning as a first step in its working principle? ২০১৯
| (ক) Plotter | (খ) MICR |
| (গ) OCR | (ঘ) Bar code reader |
উত্তর: Plotter
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্রজেক্টর কি? ২০১৯
উত্তর: প্রজেক্টর হলো একটি ইলেক্ট্রো - অপটিক্যাল যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে উপস্থাপন করা যায়। বিভিন্ন সভা-সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লক্ষ্য করা যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: স্পিকার কি? ২০১৯
উত্তর: স্পিকার কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র। কম্পিউটারে শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহৃত হয়। অনেক কম্পিউটারে বিল্টইন স্পিকার থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: হেডফোন কি? ২০১৯
উত্তর: হেডফোন হলো কানের কাছে স্থাপিত একজোড়া ট্রান্সডুসার যা কোন মিডিয়া প্লেয়ার বা রিসিভার থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে সেই বৈদ্যুতিক তরঙ্গ কে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তর করে।একে ইয়ারফোন, স্টেরিওফোন নামেও ডাকা হয়।হেডফোন সাধারণত একাকী শব্দ শোনার জন্য ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: টাচ স্ক্রিন কি? ২০১৯
উত্তর: মাউসের সাহায্যে নিয়ন্ত্রিত তীর দিয়ে নির্দেশ দেওয়ার পরিবর্তে সরাসরি পর্দায় আঙুলের স্পর্শের সাহায্যে কমান্ড দেওয়া যায়। এ পদ্ধতিতে কমান্ড দেওয়ার জন্য ব্যবহৃত বিশেষ পর্দায় টাচ স্ক্রীন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্ররুপে ব্যবহৃত হয়? ২০১৯
| (ক) Touch screen | (খ) Keyboard |
| (গ) Plotter | (ঘ) OMR |
উত্তর: Touch screen
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।