পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী সৃতিশক্তিকে কি বলে? ২৯তম বিসিএস
| (ক) RAM | (খ) হার্ডত্তয়্যার |
| (গ) ROM | (ঘ) সফটত্তয়্যার |
উত্তর: ROM
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM (Read-Only Memory) বলা হয়, যা কম্পিউটারের পাওয়ার বন্ধ হয়ে গেলেও ডেটা ধরে রাখে এবং সাধারণত পরিবর্তন করা যায় না, এটি কম্পিউটারের বুট হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী সংরক্ষণ করে। তবে, দীর্ঘস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য Secondary Storage (যেমন হার্ড ড্রাইভ বা SSD)-ও ব্যবহৃত হয়, যা স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদানের প্রযুক্তিকে বলা হয় - ৩০তম বিসিএস
| (ক) ই-মেইল | (খ) ইন্টারনেট |
| (গ) ইন্টারকম | (ঘ) টেলিগ্রাম |
উত্তর: ইন্টারনেট
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান - প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়। ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কি? ৩২তম বিসিএস
| (ক) একটি ক্ষতিকারক সার্কিট | (খ) একটি ক্ষতিকারক প্রোগাম |
| (গ) একটি ক্ষতিকারক জীবণু | (ঘ) একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স |
উত্তর: একটি ক্ষতিকারক প্রোগাম
কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে গােপনে বিস্তার লাভ করে মেমোরিতে প্রোগ্রাম, ফাইল ও ডিস্কের সব তথ্য নষ্ট করে দেয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটারের সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? ৩৫তম বিসিএস
| (ক) Input | (খ) Output |
| (গ) উভয়েই | (ঘ) কোনটাই নয় |
উত্তর: Input
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী - বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা ,মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? ৩৫তম বিসিএস
| (ক) সবশেষ পরিবর্তন Undo করা | (খ) কোনটাই নয় |
| (গ) নির্ধারিত ফাইল কপি করা | (ঘ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া |
উত্তর: নির্ধারিত ফাইল কপি করা
ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে? ৩৫তম বিসিএস
| (ক) এ্যালুমিনিয়াম | (খ) সিলিকন |
| (গ) প্লাস্টিক | (ঘ) কোনটাই নয় |
উত্তর: সিলিকন
সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি প্রতিষ্টানে ডিভাইস ভাগাভগি করে নেয়ার সুবিধা হলো - ৩৫তম বিসিএস
| (ক) অর্থ সাশ্রয় | (খ) সময় সাশ্রয় |
| (গ) স্থানের সাশ্রয় | (ঘ) উপরের সবকটি |
উত্তর: উপরের সবকটি
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? ৩৫তম বিসিএস
| (ক) ekanei.com | (খ) google.com |
| (গ) Olx.com | (ঘ) amazon.com |
উত্তর: google.com
বর্তমানে অনলাইনে কেনা - বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো - amazon.com , Olx.com ekhanei.com, bikroy.com ইত্যাদি । অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নীচের কোনটি ছাড়া Internet – এ প্রবেশ করা সহজ নয়? ৩৫তম বিসিএস
| (ক) Web browser | (খ) Menu bar |
| (গ) Task bar | (ঘ) Notification area |
উত্তর: Web browser
ইন্টারনেট সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক । যথা : কম্পিউটার ,ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার (যেমন : ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লেরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? ৩৫তম বিসিএস
| (ক) Read | (খ) Read-In |
| (গ) কোনটাই নয় | (ঘ) Read-Out |
উত্তর: Read
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে Read বলে ।
কম্পিউটারে আমরা যখন কোন তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে । সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: MICR –এর পূর্ণরূপ কি? ৩৫তম বিসিএস
| (ক) Magnetic Ink Character Reader | (খ) Magnetic Ink Cash Reader |
| (গ) Magnetic Ink Code Reader | (ঘ) কোনটাই নয় |
উত্তর: Magnetic Ink Character Reader
MICR - এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? ৩৫তম বিসিএস
| (ক) Data Manipulation Language | (খ) Query Language |
| (গ) Data Definition Language | (ঘ) উপরের সবগুলোই |
উত্তর: উপরের সবগুলোই
অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ।Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজ ও তথ্য গণনায় সহায়তা করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সোশ্যাল নেটওর্য়াক টুইটার কত সালে তৈরি হয়? ৩৫তম বিসিএস
| (ক) ২০০৩ | (খ) ২০০৪ |
| (গ) ২০০৬ | (ঘ) ২০০৮ |
উত্তর: ২০০৬
ফেসবুক প্রতিষ্ঠিত হয়২০০৪ সালে। টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম? ৩৫তম বিসিএস
| (ক) Android | (খ) Windows Phone |
| (গ) ISO | (ঘ) Symbian |
উত্তর: Android
স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। যেমন - এন্ড্রয়েড , ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি। ওপেন আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি , সিম্বিয়ান ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? ৩৫তম বিসিএস
| (ক) ব্রডবেড ইন্টারনেট সেবা | (খ) ভয়েস টেলিফোনি |
| (গ) মোবাইল টিভি | (ঘ) ভিডিও কল |
উত্তর: ব্রডবেড ইন্টারনেট সেবা
3 G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা মোবাইলে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।