পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
  • প্রশ্ন: জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল - ২০১৯

    (ক) নারীদের উন্নয়ন ও সুরক্ষা (খ) দারিদ্র বিমোচন
    (গ) মৌলিক অধিকার রক্ষা (ঘ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
    close

    উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল - ২০১৯

    (ক) সৎভাবে ব্যবসা - বাণিজ্য করা (খ) সরকার পরিচালনায় সাহায্য করা
    (গ) নিয়মিত কর প্রদান করা (ঘ) নিজের অধিকার ভোগ করা
    close

    উত্তর: নিয়মিত কর প্রদান করা

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মূল্যবোধের চালিকা শক্তি হলো - ২০১৯

    (ক) উন্নয়ন (খ) গনতন্ত্র
    (গ) সংস্কৃতি (ঘ) সুশাসন
    close

    উত্তর: সংস্কৃতি

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে - ২০১৯

    (ক) আইনের শাসন প্রতিষ্ঠিত হয় (খ) দূর্নীতি দূর হয়
    (গ) কোনোটিই নয় (ঘ) বিনিয়োগ বৃদ্ধি পায়
    close

    উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায়

    • touch_app আরো ...

      অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য এর নিচে দেওয়া হল: সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়। রাজনৈতিক দল গুলো সহিংস আচরণ এবং হরতাল, জ্বালাও পোড়াও নীতি অবলম্বনের ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। উন্নয়ন সহযোগী দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেয়, বিদেশি উদ্যোক্তারা এসব দেশে শিল্প কারখানা স্থাপনে বা পুঁজি বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে কর্মসংস্থানের সুযোগ হাতছাড়া হয়ে যায় এবং বেকারত্বেের হার বেড়ে যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? ২০১৯

    (ক) রাজনৈতিক (খ) মৌলিক
    (গ) সামাজিক (ঘ) অর্থনৈতিক
    close

    উত্তর: রাজনৈতিক

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? ৩৫তম বিসিএস

    (ক) মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান (খ) মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
    (গ) সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা (ঘ) সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ণ
    close

    উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ণ

    • touch_app আরো ...

      সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো - মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রুপ। এগুলাে আলোচনা পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনা ও করে থাকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? ৩৫তম বিসিএস

    (ক) ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া (খ) ঐচ্ছিক ক্রিয়া
    (গ) অনৈচ্ছিক ক্রিয়া (ঘ) ক ও গ নাম ক্রিয়া
    close

    উত্তর: ঐচ্ছিক ক্রিয়া

    • touch_app আরো ...

      নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল - মন্দ, উচিত - অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে। আর উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ। অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকান্ড নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মূল্যবোধ (Values) কী? ৩৫তম বিসিএস

    (ক) শুধুমাত্র মানুষের প্রাতিষ্টানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা (খ) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
    (গ) সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব (ঘ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
    close

    উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড

    • touch_app আরো ...

      মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেনসার বলেছেন 'মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল মন্দ বিচারের এবং সম্ভব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? ৩৫তম বিসিএস

    (ক) নৈতিকতা (খ) উপরের সবগুলো
    (গ) আইনের শাসন (ঘ) সাম্য
    close

    উত্তর: উপরের সবগুলো

    • touch_app আরো ...

      কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যন্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সুশাসনের পূর্বশর্ত হচ্ছে - ৩৫তম বিসিএস

    (ক) নিরপেক্ষ বিচার ব্যবস্থা (খ) মত প্রকাশের স্বাধীনতা
    (গ) প্রশাসনের নিরপেক্ষতা (ঘ) নিরপেক্ষ আইন ব্যবস্থা
    close

    উত্তর: মত প্রকাশের স্বাধীনতা

    • touch_app আরো ...

      গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্কিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না। কেননা, মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Milennium Development Goals) অর্জনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে? ৩৫তম বিসিএস

    (ক) সুশাসনের সামাজিক দিক (খ) সুশাসনের অর্থনৈতিক দিক
    (গ) সুশাসনের মূল্যবোধের দিক (ঘ) সুশানের গণতান্ত্রিক দিক
    close

    উত্তর: সুশাসনের মূল্যবোধের দিক

    • touch_app আরো ...

      সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

      জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হেব দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। আর এজন্যই MDG - এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘আইনের চোখে সব নাগরিক সমান।‘ বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ৩৫তম বিসিএস

    (ক) ধারা ৪৭ (খ) ধারা ২৭
    (গ) ধারা ৩৭ (ঘ) ধারা ০৭
    close

    উত্তর: ধারা ২৭

    • touch_app আরো ...

      "আইনের চোখে সব নাগরিক সমান" ধারা টি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ২৭ তম ধারাতে রয়েছে, যেখানে নাগরিক অধিকারের বিষয়গুলো নিশ্চয়তা প্রদান করা হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? ৩৫তম বিসিএস

    (ক) সাংস্কৃতিক উন্নয়ন (খ) উপরের কোনটিই নয়
    (গ) টেক সই উন্নয়ন (ঘ) ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন
    close

    উত্তর: টেক সই উন্নয়ন

    • touch_app আরো ...

      ২০০২ সালের ২৬ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে Johannesburg Plan Implementation সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুষ্পষ্টভাবে ব্যাখ্যা করে? ৩৫তম বিসিএস

    (ক) ইউ. এন. ডি. পি. (খ) বিশ্বব্যাংক
    (গ) জাতিসংঘ (ঘ) আই. এম. এফ
    close

    উত্তর: বিশ্বব্যাংক

    • touch_app আরো ...

      বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিকি পরিবেশ সৃস্টি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প উপর্যুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? ৩৫তম বিসিএস

    (ক) শিক্ষার গুণগতমানের (খ) সামাজিক অবক্ষয়ের
    (গ) মূল্যবোধের অবক্ষয়ের (ঘ) সুশাসনের
    close

    উত্তর: সুশাসনের

    • touch_app আরো ...

      সুশাসন একটি আপেক্ষিক ইস্যু। সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছে কি - না তা বোঝা যায় প্রশাসনিক দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা গণমাধ্যমের ভূমিকা। তবে উপর্যুক্ত বিষয়গুলো গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোকে জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।