পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নৈতিকভাবে বলা হয় মানবজীবনের – ৩৬তম বিসিএস
| (ক) নৈতিক বিধি | (খ) নৈতিক আদর্শ |
| (গ) নৈতিক শক্তি | (ঘ) সবগুলোই |
উত্তর: সবগুলোই
ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। ভালো - মন্দ আচরণ, স্বচ্ছতা , সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষ গুণ হলো নৈতিকতা। প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্যান্য বিষয়ের উপর একে প্রাধান্য দেয়। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা? ৩৬তম বিসিএস
| (ক) লক | (খ) রাসেল |
| (গ) হবস | (ঘ) ম্যাকিয়াভেলি |
উত্তর: রাসেল
'Power: A New Social Analysis ' হলো দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এই গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন মানুষের সর্বশেষ ও সর্বোচ্চ লক্ষ্য হলো ক্ষমতা ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘সুবর্ণ মধ্যক’ হলো- ৩৬তম বিসিএস
| (ক) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান | (খ) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম |
| (গ) গানিতিক মধ্যক | (ঘ) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা |
উত্তর: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
'সুবর্ণ মধ্যক' হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean ) বলেছেন। যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ মধ্যক' ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় - ৩৬তম বিসিএস
| (ক) মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে | (খ) বাস্তবতার নিরিখে আচরণের মানদন্ড নির্ধারিত সংক্রান্ত আচরণবিধি |
| (গ) দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি | (ঘ) উপরের তিনটিই সঠিক |
উত্তর: উপরের তিনটিই সঠিক
নৈতিক আচরণবিধি (Code of ethics ) বলতে বুঝায় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা, কর্মচারীদের পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি। বাস্তবতার নিরিখে সকল প্রতিষ্ঠানের নৈতিক আচরণবিধি এক নাও হতে পারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ব্যাক্তিগত মূল্যবোধ লালন করে- ৩৬তম বিসিএস
| (ক) সামাজিক মূল্যবোধকে | (খ) গণতান্ত্রিক মূল্যবোধকে |
| (গ) স্বাধীনতার মূল্যবোধকে | (ঘ) ব্যাক্তিগত মূল্যবোধকে |
উত্তর: স্বাধীনতার মূল্যবোধকে
ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতাকে পালন করা হয়। যদি ও নির্দিষ্ট কোনো গোষ্ঠী, সংস্কৃতি , ধর্ম রাজনৈতিক দল, পরিবার , বন্ধু - বান্ধব, জাতীয়তা , ইতিহাস প্রভৃতি ব্যক্তিগত মূল্যবোধ গঠনে সাহায্য করে। তথাপি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজস্ব অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ব্যক্তি ব্যক্তিগত মূল্যবোধ মূল্যবোধের প্রধান পার্থক্য হলো ব্যক্তির স্বাধীনতা বা স্বকীয়তা । তাই সমাজের এক এক ব্যক্তির মূল্যবোধ এক এক রকম ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে- ৩৬তম বিসিএস
| (ক) সামাজিক অবক্ষয় রোধ করা | (খ) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা |
| (গ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা | (ঘ) দুর্নীতি রোধ করা |
উত্তর: সামাজিক অবক্ষয় রোধ করা
যে চিন্তাভাবনা, লক্ষ্য , উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলে।এই মূল্যবোধ শিক্ষার প্রধান লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে- ৩৬তম বিসিএস
| (ক) কোনটিই নয় | (খ) শাস্তির সম্পর্ক গড়ে তোলে |
| (গ) সুসম্পর্ক গড়ে তোলে | (ঘ) আস্থার সম্পর্ক গড়ে তোলা |
উত্তর: আস্থার সম্পর্ক গড়ে তোলা
সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়। সম্পর্ক হতে পারে কয়েক ধরনের। তবে যেহেতু প্রশাসকের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা , বাক স্বাধীনতা , বিচার বিভাগের স্বাধীনতা , আইনের অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না , তাই সুশসান ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে আস্থায় সম্পর্ক গড়ে উঠে। এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে, সুশাসন তত মজবুত হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সুশাসনের পূর্বশর্ত হচ্ছে- ৩৬তম বিসিএস
| (ক) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন | (খ) সবগুলোই |
| (গ) সামাজিক উন্নয়ন | (ঘ) অর্থনৈতিক উন্নয়ন |
উত্তর: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভবপর হয় না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো- ৩৬তম বিসিএস
| (ক) ক্ষমতা | (খ) কর্মদক্ষতা |
| (গ) জনকল্যাণ | (ঘ) স্বাধীনতা |
উত্তর: জনকল্যাণ
একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলো জনক্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ - ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সুশাসনের পথে অন্তরায়- ৩৬তম বিসিএস
| (ক) আইনের শাসন | (খ) জবাবদিহিতা |
| (গ) ন্যায়পরায়ণতা | (ঘ) স্বজনপ্রীতি |
উত্তর: স্বজনপ্রীতি
সুশাসনের অন্তরায়গুলো হলো - স্বজনপ্রীতি, দুর্নীতি , অনিয়ম ইত্যাদি। অন্যদিকে আইনের শাসন, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা হলো সুশাসনের বৈশিষ্ট্য।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? ৩৭তম বিসিএস
| (ক) দায়িত্বশীলতা | (খ) দক্ষতা |
| (গ) সরলতা | (ঘ) নৈতিকতা |
উত্তর: নৈতিকতা
একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা (Ethics ) একটি ব্যাপক ধারণা, যা মানুষের বাহ্যিক আচরণের পাশাপাশি মানব চিন্তাকে ও নিয়ন্ত্রণ করে। আর দায়িত্বশীলতা, দক্ষতা, সরলতা, কর্বত্যপরায়ণতা, ন্যায়নিষ্ঠা প্রভৃতি নৈতিকতা থেকেই উদ্ভূত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? ৩৭তম বিসিএস
| (ক) স্বার্থকতা | (খ) শঠতা |
| (গ) সত্য ও ন্যায় | (ঘ) অসহিঞ্চুতা |
উত্তর: সত্য ও ন্যায়
মূল্যবোধ মানুষের জীবনারণের অংশ । মূল্যবোধ কোনো সমাজেই লিপিবদ্ধ থাকে না। দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ - বর্জন প্রক্রিয়ায় সঠিক, উচিত, নৈতিক ও সমাজের কাঙ্কিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো - মন্দ, ঠিক - বেঠিক, কাঙ্কিত বিষয়গুলোকে ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো - মন্দ ,ঠিক - বেঠিক, কাঙ্কিত - অনাকাঙ্কিত ইত্যাদি বিষয়গুলোকে মূল্যবোধের ভিত্তি ধরা হয়। সুতরাং সত্য ও ন্যায় নিষ্ঠা মানুষের চিরন্তন মূল্যবোধের একটি । পক্ষান্তরে, সার্থকতা শঠতা ও অসহিষ্ণুতা সুস্থ মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? ৩৭তম বিসিএস
| (ক) রাজনীতি | (খ) যুবশক্তি |
| (গ) বুদ্ধিজিবী সম্প্রদায় | (ঘ) সংবাদ মাধ্যম |
উত্তর: সংবাদ মাধ্যম
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা । সংবাদ মাধ্যম গণমাধ্যমেরই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে । রাষ্ট্রের কল্যাণমূলক ও জনগুরুত্বপূর্ণ সর্বোপরি সুশাসন যেমন সংবাদ মাধ্যমে উঠে আসে ঠিক তেননি সংবাদ মাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে। এদিক থেকে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (Fourth Estate) বলা হয় । রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে সর্বপ্রথশ নির্দেশ করেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এডমন্ড বার্ক। তিনি ১৭৮৭ সালে হাইজ অব কমন্সের সংসদীয় বিতর্ক পর্বে Fourth Estate প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সরকারি সিদ্ধান্ত প্রণয়নের কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? ৩৭তম বিসিএস
| (ক) নিরপেক্ষতা | (খ) জবাবদিহিতা |
| (গ) বিশ্বস্ততা | (ঘ) সৃজনশীলতা |
উত্তর: সৃজনশীলতা
সুশাসন প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রণয়নে প্রশাসনের জবাবদিহিতা, নিরপেক্ষতা ও বিশ্বস্ততা অপরিহার্য বিষয়। এক্ষেত্রে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়। সৃজশীলতা এক্ষেত্রে গৌণ বিষয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? ৩৭তম বিসিএস
| (ক) ৮টি | (খ) ৯টি |
| (গ) ৬টি | (ঘ) ৭টি |
উত্তর: ৯টি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। জাতিসংঘের বিশেষায়িত এই উন্নয়ন সংস্থাটি ১৯৯৭ সালে ' Governance for Sustainable Human Development ' নামক কৌশলপত্রে প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP তার গবেষণায় সুশাসনের ৯ টি উপাদান চিহ্নিত করে। যথা : ১. সমঅংশীদারিত্ব (Participation ) , ২. আইনের শাসন (Rule of Law), ৩. স্বচ্ছতা (Transparency), ৪. সংবেদনশীলতা (Responsiveness), ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য ( Consensus Orientation) , ৬. সমতা ও ন্যায্যতা ( Equity), ৭. কার্যকারিতা ও দক্ষতা (Effectiveness & Efficiency), ৮. জবাবদিহিতা (Accountability), ৯. কৌশলগত লক্ষ্য (Strategic Vision) উল্লেখ্য, সুশাসন নিশ্চতকরণে জাতিসংঘ (UN) ৮টি , বিশ্বব্যাংক (WB) ৪ টি এবং এডিবি (ADB) ও আইডিএ (IDA) ৬টি করে উপাদানের উল্লেখ করেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।