পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান
  • প্রশ্ন: বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক – ৩৩তম বিসিএস

    (ক) ২১ (খ) ৯
    (গ) ১১ (ঘ) ১৫
    close

    উত্তর: ১১

    • touch_app আরো ...

      সংবিধান অনুযায়ী আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর এখতিয়ার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির। সংবিধান বলা হয়েছে - ' রাষ্ট্রপতি যেরুপ সংখ্যক বিচারপতি প্রয়োজন বোধ করবেন, সেরুপ সংখ্যক বিচারপতি নিয়োগ দান করবেন। 'স্বাধীনতার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জন বিচারপতি নিয়ে পরিচালিত হতো। ১৯৯১ সালে তা বৃদ্ধি করে ৭ জন করা হয়। ৯ জুলাই ২০০৯ রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) ধারা মোতাবেক আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ তে উন্নীত করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে ? ৩৩তম বিসিএস

    (ক) ১৭ (খ) ১৬
    (গ) ১৯ (ঘ) ২০
    close

    উত্তর: ১৭

    • touch_app আরো ...

      বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭ টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়। ]

      (৫০টি নারী আসন একাদশ সংসদের প্রথম অধিবেশন থেকে আগামী ২৫ বছর পর্যন্ত বহাল থাকবে)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী – ৩৩তম বিসিএস

    (ক) প্রবাসী শ্রমিক (খ) রেডিমেড গার্মেন্টস
    (গ) চামড়া (ঘ) পাট
    close

    উত্তর: রেডিমেড গার্মেন্টস

    • touch_app আরো ...

      বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জকারী খাত বা বিষয় হলো রেডিমেড গার্মেন্টস বা পোশাক পণ্য ২০১৫ - ১৬ অর্থবছরে পোশাক পণ্যের মোট রপ্তনি ২৫ বিলিয়ন মার্কিন ডলার।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত ? ৩৩তম বিসিএস

    (ক) কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে (খ) রাজবাড়ী
    (গ) গাজীপুর (ঘ) মধুপুর
    close

    উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

    • touch_app আরো ...

      শালবন বিহার ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন স্থানগুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এর অবস্থান ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত – ৩৩তম বিসিএস

    (ক) টি এস সি মোড় (খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
    (গ) রেসকোর্স ময়দান (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
    close

    উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

    • touch_app আরো ...

      'সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। 'স্মরণ' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় – ৩৩তম বিসিএস

    (ক) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম (খ) শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
    (গ) রাজশাহী স্টেডিয়াম (ঘ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
    close

    উত্তর: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

    • touch_app আরো ...

      ২০১২ সালের ১১ - ২২ মার্চ ১১তম এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কবে ? ৩৩তম বিসিএস

    (ক) ১৭ই এপ্রিল (খ) ২৬শে মার্চ
    (গ) ৭ই মার্চ (ঘ) ১৬ই ডিসেম্বর
    close

    উত্তর: ২৬শে মার্চ

    • touch_app আরো ...

      ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: শ্রীলংকার মুদ্রার নাম – ৩৩তম বিসিএস

    (ক) ডলার (খ) পাউন্ড
    (গ) টাকা (ঘ) রুপী
    close

    উত্তর: রুপী

    • touch_app আরো ...

      শ্রীলঙ্কা - শ্রীলঙ্কান রুপি, মার্কিন যুক্তরাষ্ট্র – ডলার, যুক্তরাজ্য – পাউন্ড, বাংলাদেশ - টাকা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? ৩৪তম বিসিএস

    (ক) ৭ মার্চ ১৯৭১ খৃঃ (খ) ১৬ ডিসেম্বর১৯৭১ খৃঃ
    (গ) ২৬ মার্চ ১৯৭১ খৃঃ (ঘ) ১০ এপ্রিল১৯৭১ খৃঃ
    close

    উত্তর: ১০ এপ্রিল১৯৭১ খৃঃ

    • touch_app আরো ...

      ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ১০ এপ্রিল ১৯৭১ ভারতের আগরতলায় একত্রিত হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হন। ১৭ এপ্রিল ১৯৭১ তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান মেহেরপুর জেলা ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় ( বর্তমান মুজবিনগর 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। রাষ্ট্রপতি শাসিত এ সরকার পদ্ধতির মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? ৩৪তম বিসিএস

    (ক) ১৭ মার্চ ১৯২০ খৃঃ (খ) ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
    (গ) ১ মার্চ ১৯১৯ খৃঃ (ঘ) ২১ জুন ১৯৪১ খৃঃ
    close

    উত্তর: ১৭ মার্চ ১৯২০ খৃঃ

    • touch_app আরো ...

      শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ৩৪তম বিসিএস

    (ক) লালমনিরহাট (খ) নোয়াখালী
    (গ) ফেনী (ঘ) সাতক্ষীরা
    close

    উত্তর: ফেনী

    • touch_app আরো ...

      ফেনী জেলার পরশুরাম উপজেলার মুহুরী নদী সংলগ্ন স্থানে মুহুরীর চর অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? ৩৪তম বিসিএস

    (ক) ১৯৬৫ খৃঃ (খ) ১৯৪৭ খৃঃ
    (গ) ১৯৬৪ খৃঃ (ঘ) ১৯৫৮ খৃঃ
    close

    উত্তর: ১৯৬৪ খৃঃ

    • touch_app আরো ...

      ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাইলট প্রকল্পের মাধ্যমে এ দেশে সর্বপ্রথম টেলিভিশন সম্প্রচার কার্যক্রমের যাত্রা শুরু হয়। ১৯৮০ সাল থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ৩৪তম বিসিএস

    (ক) ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ (খ) ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
    (গ) ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ (ঘ) ৭ মার্চ ১৯৭৩ র্খৃঃ
    close

    উত্তর: ৭ মার্চ ১৯৭৩ র্খৃঃ

    • touch_app আরো ...

      বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? ৩৪তম বিসিএস

    (ক) ১৭৯৩ খৃঃ (খ) ১৯৭০ খৃঃ
    (গ) ১৮৫৭ খৃঃ (ঘ) ১৯৫৭ খৃঃ
    close

    উত্তর: ১৭৯৩ খৃঃ

    • touch_app আরো ...

      চিরস্থায়ী বন্দোবস্ত হলো ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের (সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের ) মধ্যে সম্পাদিত একটি যুগান্তকরী চুক্তি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? ৩৪তম বিসিএস

    (ক) আই, এম, এফ (খ) এ, ডি, বি,
    (গ) জাইকা (ঘ) বিশ্বব্যাংক
    close

    উত্তর: বিশ্বব্যাংক

    • touch_app আরো ...

      বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক । ১৯৭৪ সালের অক্টোবর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ এইড গ্রুপ (Banladesh Aid Group - BAG)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।