পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান
  • প্রশ্ন: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৯ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার - ৩৫তম বিসিএস

    (ক) ৬১.১% (খ) ৬৫.৫%
    (গ) ৫৬.৮% (ঘ) ৫৭.৯%
    close

    উত্তর: ৫৭.৯%

    • touch_app আরো ...

      ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশের বর্তমান (২০১৯) সাক্ষরতার হার ৭৩, ৯ % ভাগ। বিশ্বে র‌্যাংকিং - এ এর অবস্থান ১২৪ তম।
      দেশের গড় স্বাক্ষরতার হার ছিল ৫৬.৭ শতাংশ, যা ২০১৩ সালে বেড়ে ৬০ শতাংশে উন্নীত হয়; তবে ২০০৯ সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসে তখন শিক্ষার হার ছিল ৪৭ শতাংশ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? ৩৫তম বিসিএস

    (ক) মেজর জিয়াউর রহমান (খ) কর্ণেল শফিউল্লাহ
    (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঘ) জেনারেল এস. এ. জি ওসমানী
    close

    উত্তর: জেনারেল এস. এ. জি ওসমানী

    • touch_app আরো ...

      মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজবিনগর সরকারের ঘোষণাপত্রে বলা হয় যে, প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেস - এর সুপ্রিম কমান্ডার - এর সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক অন্যদিকে ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনীর যাত্রা শুরু হলে সারা দেশকে ১১ টি সেক্টরের প্রতিটিতে কমান্ডার নিয়োগ কিরা হয়। যাদের সবাই কমান্ডার ইন চিফ কর্নেল ওসমানীর অধীনে ছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘বর্ণালী’ আর ‘শুভ্র’ কী? ৩৫তম বিসিএস

    (ক) উন্নত জাতের চাল (খ) উন্নত জাতের গম
    (গ) উন্নত জাতের আম (ঘ) উন্নত জাতের ভূট্টা
    close

    উত্তর: উন্নত জাতের ভূট্টা

    • touch_app আরো ...

      বাংলাদেশের কৃষিতে 'বর্ণালী ও শুভ্র' হলো উন্নত জাতের ভুট্রা। গমের কয়েকটি উন্নত জাতের ফসল হলো বলাকা, দোয়েল সোনলিকা ,আকবর প্রভৃতি। অন্যদিকে আমের কয়েকটি উন্নত জাত হলো মহানন্দা , মোহনভোগ, ল্যাংড়া প্রভৃতি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: গভীর সমুদ্র বন্দর নিমার্ণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? ৩৫তম বিসিএস

    (ক) ৮ বর্গ কিলোমিটার (খ) ৭ বর্গ কিলোমিটার
    (গ) ৯ বর্গ কিলোমিটার (ঘ) ৯১ বর্গ কিলোমিটার
    close

    উত্তর: ৯ বর্গ কিলোমিটার

    • touch_app আরো ...

      গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন ৯ বর্গ কিলোমিটার ।

      গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপটির আয়তন ৯ বর্গকিলোমিটার । কক্সবাজারের মহেশখালী উপজেলার সন্নিকটে অবস্থিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সোনাদিয়া দ্বীপটি অতিথি পাখির জন্য ও পরিচিত । সোনাদিয়া দ্বীপকে দিয়া বা প্যারা দ্বীপ নামেও ডাকা হয় । উল্লেখ্য, বর্তমানে এ দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প স্থগিত রয়েছে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে? ৩৫তম বিসিএস

    (ক) এস. এ কবির (খ) নুরুল ইসলাম
    (গ) আনিসুর রহমান (ঘ) কামাল হোসেন
    close

    উত্তর: নুরুল ইসলাম

    • touch_app আরো ...

      ' Making of Nation Bangladesh ' গ্রন্থের রচয়িতা হলেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবদি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর নুরুল ইসলাম । ড. কামাল হোসেন হলেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও দেশের প্রখ্যাত আইনজীবী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: জীবনঢুলি কি? ৩৫তম বিসিএস

    (ক) একটি চলচ্চিত্রের নাম (খ) একটি কাব্যগ্রন্থের নাম
    (গ) একটি উপন্যাসের নাম (ঘ) একটি আত্মজীবনীর নাম
    close

    উত্তর: একটি চলচ্চিত্রের নাম

    • touch_app আরো ...

      জীবনঢুলী হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের পরিচালনায় মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্রটি ২০১৪ সালের জানুয়ারিতে মুক্তি পায় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? ৩৫তম বিসিএস

    (ক) রুবেল হোসেন (খ) তাইজুল ইসলাম
    (গ) তাসকিন আহমেদ (ঘ) সোহাগ গাজী
    close

    উত্তর: তাসকিন আহমেদ

    • touch_app আরো ...

      ১৭ জুন ২০১৪ ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে বিরল কৃতিত্বের অধিকারী হন। তাসকিন আহমেদ। এছাড়া ১৯ জুন ও ২১ জু ২০১৫ ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা দুই ম্যাচে পাঁচ উইকেট লাভ করেন মুস্তাফিজুর রহমান । ভারতের বিপক্ষে এ সিরিজে মুস্তাফিজ ১৯ জুন ৫ উইকেট ও ২১ জুন ৬ উইকেট লাভ করেন। অন্যদিকে ১৩ অক্টোবর ২০১৩ সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেন। আর তাইজুল ইসলাম ১ ডিসেম্বর ২০১৪ অভিষেক ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক খেতাবটি অর্জন করেন জিম্বাবুয়ের বিপক্ষে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: পরিকল্পনা কমিশনের গৃহিত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চপার্ষিকি পরিকল্পনা কোন মেয়াদে হবে? ৩৫তম বিসিএস

    (ক) ২০১৬-২০২০ (খ) ২০১৭-২০২১
    (গ) ২০১৫-২০১৯ (ঘ) ২০১৮-২০২২
    close

    উত্তর: ২০১৬-২০২০

    • touch_app আরো ...

      পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হলো ২০১৬ - ২০২০ সাল। উল্লেখ্য, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত দেশ ও মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা ২০১০ - ২০২১ গ্রহণ করা হয়। এই প্রেক্ষিত পরিকল্পনাটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ২০১৬ - ২০২০ এর মাধ্যমে বাস্তবায়িত হবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: দ্যা ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে? ৩৫তম বিসিএস

    (ক) রির্চাড সেশন (খ) গ্যারি জে ব্যাস
    (গ) মার্কাস ফ্রান্ডা (ঘ) পল ওয়ালেচ
    close

    উত্তর: গ্যারি জে ব্যাস

    • touch_app আরো ...

      ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে ব্যাসের রচিত বইটির মূল নাম হলো 'দ্য ব্লাড টেলিগ্রাম নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড'। তবে ব্লাড টেলিগ্রাম ' হলো আর্চার কেন্ট ব্লাডের একটি তারবার্তা । ১৯৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম করেন যা ইতিহাসে 'ব্লাড টেলিগ্রাম' নামে পরিচিতি পায়। বাংলাদেশ বিষয়ে তার রচিত একটি বই হলো 'দ্যা ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ।'


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বিশ্ব বাজারে বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? ৩৫তম বিসিএস

    (ক) ঝিনাইদহ গ্রেড (খ) মেহেরপুর গ্রেড
    (গ) চুয়াডাঙ্গা গ্রেড (ঘ) কুষ্টিয়া গ্রেড
    close

    উত্তর: কুষ্টিয়া গ্রেড

    • touch_app আরো ...

      বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে পঞ্চম। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে বাংলাদেশের ৯৫ শতাংশ ছাগলই ব্ল্যাক বেঙ্গল। উল্লেখ্য, কুষ্টিয়া ,চুয়াডাঙ্গা , ঝিনাইদহ এলাকায় এই ছাগলের বেশি উৎপাদন হয় বলে এটি কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাজনীতের কবি (Poet of Politics) অ্যাখ্যা দিয়েছেন? ৩৫তম বিসিএস

    (ক) ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি (খ) ইকোনোমিস্ট
    (গ) টাইম (ঘ) নিউজ উইকল
    close

    উত্তর: নিউজ উইকল

    • touch_app আরো ...

      মার্কিন সাময়িকী নিউজউইকস ৫ এপ্রিল ১৯৭১ সংখ্যার একটা নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics বা রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? ৩৫তম বিসিএস

    (ক) চট্টগ্রাম (খ) ঢাকা
    (গ) সিলেট (ঘ) রাজশাহী
    close

    উত্তর: সিলেট

    • touch_app আরো ...

      শাহজালাল ও তার সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী অনুসারী অনেক পীর দরবেশ সিলেটের আশ - পাশ শহর, জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপদিত সার এর নাম কি? ৩৫তম বিসিএস

    (ক) টি এস পি এবং এ এস পি (খ) ইউরিয়া
    (গ) ইউরিয়া এবং এ এস পি (ঘ) ডি এ পি
    close

    উত্তর: ইউরিয়া

    • touch_app আরো ...

      ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। এই সার কারখানায় ইউরিয়া এবং এএসপি সার উৎপাদিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ম্যানগ্রোভ কি? ৩৫তম বিসিএস

    (ক) কেওড়া বন (খ) চিরহরিৎ বন
    (গ) উপকূলীয় বন (ঘ) শালবন
    close

    উত্তর: উপকূলীয় বন

    • touch_app আরো ...

      ম্যানগ্রোভ বন হলো, যে বন সমুদ্রের জোয়ারের নোনা পানিতে সাময়িক নিমজ্জিত থাকে। সহজভাবে বলতে গেলে ম্যানগ্রোভ ফরেস্ট হলো সমুদ্র উপকূলবর্তী বন ,যেখানে জোয়ারের সময় পানি উঠে এবং ভাটার সময় পানি নেমে যায়। উল্লেখ্য, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নেপালের সর্বশেষ রাজা ছিলেন - ৩৫তম বিসিএস

    (ক) রাজা জ্ঞানেন্দ্র (খ) রাজা ধীরেন্দ্র
    (গ) রাজা মহেন্দ্র (ঘ) রাজা বীরেন্দ্র
    close

    উত্তর: রাজা জ্ঞানেন্দ্র

    • touch_app আরো ...

      জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব ছিলেন নেপালের শেষ রাজা। ২০০৭ সালের ২৮ ডিসেম্বর নেপালের পার্লামেন্টে রাজতন্ত্রের অবসানের জন্য আইন এবং ২০০৮ সালের ২৮ মে তা কার্যকর করা হয়। ফলে নেপাল থেকে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান এবং ২০০৮ সালের ১০ এপ্রিলের প্রথম নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।