পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন
  • প্রশ্ন: ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র? ২৬তম বিসিএস

    (ক) জননী (খ) সারেং বৌ
    (গ) সূর্যদীঘল বাড়ি (ঘ) হাজার বছর ধরে
    close

    উত্তর: সূর্যদীঘল বাড়ি

    • touch_app আরো ...

      জয়গুন চরিত্রটি আবু ইসহাক রচিত বিখ্যাত উপন্যাস "সূর্য দীঘল বাড়ী"-এর প্রধান চরিত্র, যে দারিদ্র্য, কুসংস্কার এবং পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে এক সংগ্রামী নারীর জীবনকে ফুটিয়ে তোলে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? ২৬তম বিসিএস

    (ক) সন্ধি (খ) উপসর্গ
    (গ) প্রত্যয় (ঘ) সমাস
    close

    উত্তর: সমাস

    • touch_app আরো ...

      'নবান্ন' শব্দটি সমাস (বহুব্রীহি) প্রক্রিয়ায় গঠিত হয়েছে, যার অর্থ "নতুন অন্ন" বা "নতুন চালের ভাত" এবং এটি মূলত নতুন ধান কাটার পর পালিত একটি উৎসবকে বোঝায়, যেখানে একটি বিশেষ অর্থ (উৎসব) প্রকাশ পায়। এটি 'নব' + 'অন্ন' (নতুন অন্ন) শব্দ দুটি মিলে গঠিত হয়েছে এবং এটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস-এর উদাহরণ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোনটি অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? ২৬তম বিসিএস

    (ক) পাকা রং (খ) পাকা আম
    (গ) পাকা বাড়ি (ঘ) পাকা কাজ
    close

    উত্তর: পাকা আম

    • touch_app আরো ...

      'পাকা' শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ , খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে 'পাকা আম' দ্বারা । অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি , পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘পাখি সব করে রব রাতি পোহাইল’পংক্তির রচয়িতা কে? ২৬তম বিসিএস

    (ক) কৃষ্ঞচন্দ্র মজুমদার (খ) বিহারীলাল চক্রবর্তী
    (গ) রাম নারায়ন তর্কারত্ন (ঘ) মদন মোহন তর্কালংকার
    close

    উত্তর: মদন মোহন তর্কালংকার

    • touch_app আরো ...

      ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার, যা তাঁর বিখ্যাত 'প্রভাত' নামক কবিতার প্রথম লাইন, এবং এটি বাংলা সাহিত্যের একটি সুপরিচিত এবং শিশুদের জন্য লেখা প্রারম্ভিক কবিতা, যা সকালের আগমনী বার্তা দেয়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘বনফুল’ কার ছদ্মনাম? ২৬তম বিসিএস

    (ক) প্রমথ চৌধুরী (খ) মোহিতলাল মজুমদার
    (গ) যতীন্দ্রমোহন বাগচী (ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
    close

    উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়

    • touch_app আরো ...

      বনফুল (Bonful) ছদ্মনামটি বলাইচাঁদ মুখোপাধ্যায় (Balai Chand Mukhopadhyay) নামক বিখ্যাত বাঙালি লেখক, কবি ও নাট্যকারের। তিনি মূলত তাঁর লেখালেখির জন্য এই নামটি ব্যবহার করতেন, বিশেষত শিক্ষকদের কাছ থেকে নিজের আসল নাম গোপন রাখতে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? ২৬তম বিসিএস

    (ক) মধুমালা (খ) ঝিলিমিলি
    (গ) আলেয়া (ঘ) মৃত্যুক্ষুধা
    close

    উত্তর: মৃত্যুক্ষুধা

    • touch_app আরো ...

      বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসগুলো হলো ‘বাঁধনহারা’ (১৯২৭), ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০) ও ‘কুহেলিকা’ (১৯৩১)। অন্যদিকে, ‘রিক্তের বেদন’(১৯২৫) তার নাটক, ‘সিন্ধু - হিন্দোল’(১৯২৭) কাব্য এবং পদ্মগোখরো একটি গল্প।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘ যে-ই তার দর্শন পেলাম,সে-ই আমরা প্রস্থান করলাম’-এটি কোন জাতীয় বাক্য? ২৬তম বিসিএস

    (ক) যোগিক বাক্য (খ) সরল বাক্য
    (গ) মৌলিক বাক্য (ঘ) মিশ্র বাক্য
    close

    উত্তর: মিশ্র বাক্য

    • touch_app আরো ...

      যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া )থাকে , তাকে সরল বাক্য বলে। যেমন - রনি বল খেলে। যে পূর্ণ বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়। দুই, বা ততোধিক বাক্য যখন ও, এবং , আর, কিন্তু তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তুমি ও আমি বাজারে যাব।সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘লাঠালাঠি’ –এটি কোন সমাস? ২৬তম বিসিএস

    (ক) ব্যাতিহার বহুব্রীহি সমাস (খ) ততপুরুষ সমাস
    (গ) প্রাদি সমাস (ঘ) কর্মধারয় সমাস
    close

    উত্তর: ব্যাতিহার বহুব্রীহি সমাস

    • touch_app আরো ...

      ”লাঠালাঠি” - - - - এটি ব্যতিহার বহুব্রীহি সমাস সমাস ।

      ব্যতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন - কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় । যেমন - ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা । এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে? ২৬তম বিসিএস

    (ক) রবী্ন্দ্রনাথ ঠাকুর (খ) চন্ডীদাস
    (গ) ভারতচন্দ্র (ঘ) ভানু বন্দোপাধ্যায়
    close

    উত্তর: রবী্ন্দ্রনাথ ঠাকুর

    • touch_app আরো ...

      ”ভানুসিংহ ঠাকুরের পদাবলী”র রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।

      ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: প্র,পরা,অপ – ২৬তম বিসিএস

    (ক) সংস্কৃত উপসর্গ (খ) উপসর্গ স্থানীয় অব্যয়
    (গ) বাংলা উপসর্গ (ঘ) বিদেশি উপসর্গ
    close

    উত্তর: সংস্কৃত উপসর্গ

    • touch_app আরো ...

      বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । উপসর্গগুলো হলো : অ, অঘা, অজ, অনা, আ, আড় , আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম , স,সা,সু,হা । যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি । যথা: প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির , দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। আরবি, ফারসি , ইংরেজি , হিন্দি - এসব ভাষার বহু শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত আছে। এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয়। বিদেশি উপসর্গের মধ্যে কতকগুলো ফারসি ও ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচিলত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: টা,টি,খানা ইত্যাদি- ২৬তম বিসিএস

    (ক) প্রকৃতি (খ) বিভক্তি
    (গ) উপসর্গ (ঘ) পদাশ্রিত নিদের্শক
    close

    উত্তর: পদাশ্রিত নিদের্শক

    • touch_app আরো ...

      'টা', 'টি', 'খানা' ইত্যাদি হলো পদাশ্রিত নির্দেশক, যা বিশেষ্য, বিশেষণ বা সর্বনাম পদের পরে যুক্ত হয়ে সেগুলোকে সুনির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে, যেমন 'বইটি', 'লোকটা' বা 'একটা', 'একখানা'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? ২৬তম বিসিএস

    (ক) বিদ্রোহী (খ) নারী
    (গ) আনন্দময়ীর আগমনে (ঘ) প্রলয়োল্লাস
    close

    উত্তর: আনন্দময়ীর আগমনে

    • touch_app আরো ...

      কাজী নজরুল ইসলাম মূলত 'আনন্দময়ীর আগমন' কবিতার জন্য (১৯২২) এবং পরে 'প্রলয় শিখা' (১৯৩০) বইয়ের কারণে ব্রিটিশ সরকারের হাতে কারাবরণ করেন; 'আনন্দময়ীর আগমন' কবিতায় ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা ও বিপ্লবী মনোভাবের জন্য তিনি গ্রেফতার হয়ে এক বছরের সাজা খাটেন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোনটি উপন্যাস? ২৭তম বিসিএস

    (ক) নেমেসিস (খ) গড্ডলিকা
    (গ) কন্যা কুমারী (ঘ) নতুন চাঁদ
    close

    উত্তর: কন্যা কুমারী

    • touch_app আরো ...

      'নতুন চাঁদ' কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ, 'কন্যাকুমারী' আবদুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস, 'গড্ডলিকা 'রাজশেখর বসুর গল্পগ্রন্থ এবং 'নেমেসিস' নুরুল মোমেনের বিখ্যাত নাটক।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? ২৭তম বিসিএস

    (ক) আলাওল (খ) সৈয়দ সুলতান
    (গ) কোরেশী মাখন ঠাকুর (ঘ) দৌলত কাজী
    close

    উত্তর: দৌলত কাজী

    • touch_app আরো ...

      পুরুষানুক্রমে মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোক কাহিনী বা লৌকিক কাহিনী বলা হয়। এর মূল ভিত্তি কল্পনা। স্বর্গ - মর্ত্য পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত। দেব - দৈত্য, জীন - পরী, রাক্ষস - খোক্ষস ,রাজা প্রজা, সাধু - সন্ন্যাসী, পীর - ফকির কৃষক - তাঁতি , কামার - কুমার ইত্যাদি বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয়। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হিসেবে দৌলত কাজীই অগ্রগণ্য। দৌলত কাজী 'সতীময়না ও লোর চন্দ্রানী' কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সাপ্তাহিক 'সুধাকর' -এর সম্পাদক কে? ২৭তম বিসিএস

    (ক) শেখ আব্দুর রহিম (খ) মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ
    (গ) ইসমাইল হোসেন সিরাজী (ঘ) মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ
    close

    উত্তর: শেখ আব্দুর রহিম

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।