পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন
  • প্রশ্ন: মাসিক মোহম্মদী কোন সালে প্রকাশিত হয়? ২৭তম বিসিএস

    (ক) ১৯২৮ (খ) ১৯২৭
    (গ) ১৯২৯ (ঘ) ১৯২৬
    close

    উত্তর: ১৯২৭

    • touch_app আরো ...

      এ পত্রিকাটি দৈনিক ,সাপ্তাহিক ,মাসিক, এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছে এবং পরে আবার মাসিক রুপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় 'মোহাম্মদী' ১৯০৩ সালের ১৮ আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর ১৯১০ সালে এটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে মোহাম্মদ আকরম খাঁ সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯২২ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯২৭ সালের ৬ নভেম্বর 'মাসিক মোহাম্মদী ' আবার নতুনভাবে প্রকাশিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন প্রত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? ২৭তম বিসিএস

    (ক) সবুজপত্র (খ) প্রগতি
    (গ) কল্লোল (ঘ) কালিকলম
    close

    উত্তর: কল্লোল

    • touch_app আরো ...

      ১৯২৩ সালে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বাংলা পত্রিকা হলো কল্লোল, যা অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল এবং বাংলা সাহিত্য জগতে একটি বড় আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়াও, আন্তর্জাতিকভাবে ১৯২৩ সালে টাইম ম্যাগাজিন (Time Magazine) প্রথম প্রকাশিত হয়, যা ছিল আমেরিকার প্রথম সাপ্তাহিক সংবাদ পত্রিকা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত হয় কোন প্রত্রিকাটি? ২৭তম বিসিএস

    (ক) অরণি (খ) নবশক্তি
    (গ) পরিচয় (ঘ) ক্রান্তি
    close

    উত্তর: ক্রান্তি

    • touch_app আরো ...

      'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয় - সমাচার দর্পণ।
      হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - গ্রামবার্তা প্রকাশিকা।
      ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'শিখা', 'প্রগতি', 'ক্রান্তি', 'লোকায়াত'।
      কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'কালি - কলম', 'কল্লোল'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: গ্রিক শব্দ কোনটি? ২৭তম বিসিএস

    (ক) লুঙ্গি (খ) কুপন
    (গ) দাম (ঘ) তুফান
    close

    উত্তর: দাম

    • touch_app আরো ...

      বাংলা ভাষায় আগত ‘গ্রিক শব্দ:দাম, ইউনানি।
      তুফান- আরবি শব্দ;
      লুঙ্গি- বর্মি শব্দ;
      কুপন- ইংরেজি শব্দ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? ২৭তম বিসিএস

    (ক) একুশ (খ) কুড়ি
    (গ) উনিশ (ঘ) বাইশ
    close

    উত্তর: একুশ

    • touch_app আরো ...

      বাংলা ভাষায় মোট ২১টি খাঁটি বাংলা উপসর্গ আছে, যেগুলো হলো: অ-, অঘা-, অজ-, অনা-, আ-, আড়-, আন-, আব-, ইতি-, উন্‌-, কদ-, কু-, নি-, পাতি-, বি-, ভর-, রাম-, স-, সা-, সু- এবং হা-। এই উপসর্গগুলো মূল শব্দের আগে বসে অর্থের পরিবর্তন বা সংকোচন ঘটায়, যেমন: অ + কাজ = অকাজ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? ২৭তম বিসিএস

    (ক) শুভা (খ) পোস্টমাস্টার
    (গ) একরাত্রি (ঘ) সমাপ্তি
    close

    উত্তর: সমাপ্তি

    • touch_app আরো ...

      এই সংলাপটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ' সমাপ্তি' (Samapti) থেকে নেওয়া, যেখানে কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ী-কে বর্ণনা করতে এই কথাটি বলা হয়েছে, যার উচ্ছৃঙ্খল স্বভাব এবং ছেলেদের সাথে খেলাধুলো গ্রাম্য পরিবেশের পুরুষদের কাছে একপ্রকার 'বর্গির উপদ্রব'-এর মতো মনে হত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? ২৭তম বিসিএস

    (ক) বাংলা সাহিত্যের কথা (খ) বঙ্গভাষা ও সাহিত্য
    (গ) বাংলা সাহিত্যের রূপরেখা (ঘ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
    close

    উত্তর: বঙ্গভাষা ও সাহিত্য

    • touch_app আরো ...

      দীনেশচন্দ্র সেনগুপ্তের 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধগ্রন্থ। ১৮৯৬ সালে এটি প্রকাশিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তারিণী' পদক লাভ করেন? ২৭তম বিসিএস

    (ক) ১৯০৩ (খ) ১৯১৬
    (গ) ১৯২৩ (ঘ) ১৯৩৩
    close

    উত্তর: ১৯২৩

    • touch_app আরো ...

      অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে ' জগত্তারিণী ' স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডি লিট' উপাধি লাভ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী? ২৭তম বিসিএস

    (ক) ভাষা ও ব্যাকরণ (খ) মাগধীর ব্যাকরণ
    (গ) মাতৃভাষা ব্যাকরণ (ঘ) গৌড়ীর ব্যাকরণ
    close

    উত্তর: গৌড়ীর ব্যাকরণ

    • touch_app আরো ...

      গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল - বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কী? ২৭তম বিসিএস

    (ক) মাছ + উয়া > ও (খ) মাছি + উয়া > ও
    (গ) মেছ+ও (ঘ) মাছ+ও
    close

    উত্তর: মাছ + উয়া > ও

    • touch_app আরো ...

      প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়।


      অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না।


      যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে। ) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ।


      প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? ২৭তম বিসিএস

    (ক) পর + পর = পরস্পর (খ) বাক + দান = বাকদান
    (গ) সম + সার = সংসার (ঘ) উৎ + ছেদ = উচ্ছেদ
    close

    উত্তর: পর + পর = পরস্পর

    • touch_app আরো ...

      কোনো নিয়ম অনুসরণ না করে যখন সন্ধি সাধিত হয় তখন তাকে নিপাতনে সিদ্ধ বলে। উপরিউক্ত সন্ধিগুলোর মধ্যে 'পর + পর = পরস্পর 'ছাড়া অন্য সন্ধিগুলো ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে? ২৭তম বিসিএস

    (ক) মধুসূধন দত্ত (খ) দীনবন্ধু মিত্র
    (গ) জ্যেতিন্দ্রনাথ ঠাকুর (ঘ) রামনায়ণ তর্করত্ন
    close

    উত্তর: রামনায়ণ তর্করত্ন

    • touch_app আরো ...

      উনিশ শতকের গোড়ার দিকে সংস্কৃত নাটকের অনুবাদ শুরু হলেও তারাচরণ শিকদারের 'ভদ্রার্জুন' (১৮৫২) ও রামনারায়ণ তর্করত্নের 'কুলীনকুল সর্বস্ব' (১৮৫৪) নাটক থেকে প্রকৃত পক্ষে বাংলা মৌলিক নাট্যসাহিত্যের সূত্রপাত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি বলা হয়- ২৭তম বিসিএস

    (ক) উপমিত (খ) উপমেয়
    (গ) উপমান (ঘ) রূপক
    close

    উত্তর: উপমেয়

    • touch_app আরো ...

      'উপমান' শব্দের অর্থ 'তুলনীয় বস্তু'। অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে অন্য কোনো পরোক্ষ বস্তুর তুলনা করা হলে ঐ প্রত্যক্ষ বস্তুটিকে 'উপমেয়' বলা হয়। পক্ষান্তরে , যার সাথে উপমা দেয়া হয় বা তুলনা করা হয় তাকে 'উপমান' বেল। যেমন - 'পদ্মআঁখি' শব্দটিতে পদ্মের সাথে আখিঁর উপমা দেয়া হয়েছে। সুতরাং 'পদ্ম' উপমান এবং আঁখি' উপমেয়। 'উপমান' ও 'উপমেয়' পদের সমাস হলে যদি উপমেয়ের অর্থ প্রধান রুপে প্রতীয়মান হয় তাকে উপমিত সমাস হলে। যেমন - পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ এবং যে স্থলে উপমান ও উপমেয় সমাস হয়েছে এবং উভয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে তাকে রুপক সমাস বলে। যেমন - ফুল রুপ কুমারী = ফুলকুমারী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'পাখি সব করে রব রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা - ২৭তম বিসিএস

    (ক) বিহারীলাল (খ) রামনায়ণ তর্করত্ন
    (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার (ঘ) মদনমোহন তর্কালংকার
    close

    উত্তর: মদনমোহন তর্কালংকার

    • touch_app আরো ...

      পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার।

      মদনমোহন তর্কালঙ্কার (জন্ম: ১৮১৭ – মৃত্যু: ৯ই মার্চ, ১৮৫৮) ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ শতাব্দীয় অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসিবেও পরিগণিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'আমি কিংবদন্তীর কথা বলছি' এর রচয়িতা কে? ২৭তম বিসিএস

    (ক) সিকানদার আবু জাফর (খ) ফররুখ আহমদ
    (গ) আবু জাফর ওবায়দুল্লাহ (ঘ) আহসান হাবীব
    close

    উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ

    • touch_app আরো ...

      'আমি কিংবদন্তীর কথা বলছি' - আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ, প্রকাশিত হয় ১৯৮১ সালে। এ লেখকের অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে 'সাতনরী হার' কখনও রং কখনও সুর' কমলের চোখ' সহিষ্ণু প্রতিক্ষা' 'প্রেমের কবিতা' নির্বাচিত কবিতা' ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।