পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন
  • প্রশ্ন: রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত ? ৩০তম বিসিএস

    (ক) স্বরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত
    (গ) মন্দাক্রান্তা (ঘ) অক্ষরবৃত্ত
    close

    উত্তর: মাত্রাবৃত্ত

    • touch_app আরো ...

      রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যার অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত, তবে শেষ স্তবকে 'শূন্য' শব্দের কারণে এটি শূন্যমাত্রাবৃত্তে (৩ মাত্রা) শেষ হয়েছে, যা কবিতার মূল বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) কোনটিই নয় (খ) সহচর+য
    (গ) সহচর+ ৎ ফলা (ঘ) সহ+চর+র্য
    close

    উত্তর: সহচর+য

    • touch_app আরো ...

      সাহচর্য শব্দটি সংস্কৃত সহচর +য যোগে গঠিত । এ শব্দটির অর্থ হল সঙ্গ ,সান্নিধ্য ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন? ৩০তম বিসিএস

    (ক) সৈয়দ শামসুল হক (খ) মুকুন্দরাম চক্রবর্তী
    (গ) সেলিম আলদীন (ঘ) শামসুর রাহমান
    close

    উত্তর: শামসুর রাহমান

    • touch_app আরো ...

      কবি শামসুর রাহমানের জন্ম পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবি শামসুর রাহমান ১৩ জন ভাই - বোনের মধ্যে ছিলেন ৪র্থ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন- ৩০তম বিসিএস

    (ক) মোজাম্মেল হক (খ) সঞ্জয় ভট্রাচার্য
    (গ) মুন্সী মেহেরুল্লা (ঘ) কামিনী রায়
    close

    উত্তর: সঞ্জয় ভট্রাচার্য

    • touch_app আরো ...

      কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে? ৩১তম বিসিএস

    (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    (গ) উইলিয়াম কেরী (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
    close

    উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    • touch_app আরো ...

      বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮ - ১৮৯৪) 'বাংলা উপন্যাসের জনক' বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১ - ১৯৪১) 'বাংলা ছোটগল্পের জনক ' বলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে? ৩১তম বিসিএস

    (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) উইলিয়াম কেরী
    (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    close

    উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    • touch_app আরো ...

      বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত 'আনন্দ মঠ' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫) , কপালকুণ্ডলা (১৮৬৬) , মৃণালিনী (১৮৬৯) , বিষবৃক্ষ(১৮৭৩), রজনী (১৮৭৭) , কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো : চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯) , কালিন্দী (১৯৪০) , পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬) , দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) , শ্রীকান্ত [১ম - ৪র্থ খণ্ড (১৯১৭ - ১৯১৮, ১৯২৭, ১৯৩৩)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কাব্যের অন্তর্গত? ৩১তম বিসিএস

    (ক) অগ্নিবাণী (খ) দোলন চাঁপা
    (গ) সাম্যবাদী (ঘ) বিষের বাঁশী
    close

    উত্তর: অগ্নিবাণী

    • touch_app আরো ...

      'অগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' এবং প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' । এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? ৩১তম বিসিএস

    (ক) শহীদ কাদরী (খ) জসীম উদদীন
    (গ) আবুল হাসান (ঘ) ফররুখ আহমেদ
    close

    উত্তর: জসীম উদদীন

    • touch_app আরো ...

      পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ৩১তম বিসিএস

    (ক) ইন্দিরা দেবী (খ) কাদম্বরী দেবী
    (গ) মৃণালিনী দেবী (ঘ) মৈত্রেয়ী দেবী
    close

    উত্তর: ইন্দিরা দেবী

    • touch_app আরো ...

      রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৭ - ১৮৯৫ সময়কালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন 'ছিন্নপত্র' প্রধানত তারই সংকলন। বহু চিঠিই রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র' - এ অন্তর্ভুক্ত করেননি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য? ৩১তম বিসিএস

    (ক) মহাকাব্য (খ) পত্রকাব্য
    (গ) সনেট (ঘ) গীতিকাব্য
    close

    উত্তর: পত্রকাব্য

    • touch_app আরো ...

      'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য? ৩১তম বিসিএস

    (ক) জঙ্গনামা (খ) আত্মজীবনী
    (গ) নীতিকাব্য (ঘ) প্রণয়কাব্য
    close

    উত্তর: নীতিকাব্য

    • touch_app আরো ...

      আলাওলের 'তোহফা' কাব্য গ্রন্থটি বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর 'তোহ্ফাতুন নেসায়েহ্' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।'তোহফা ' গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথাই এতে রুপ লাভ করেছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ৩১তম বিসিএস

    (ক) ফার্সি (খ) পর্তুগিজ
    (গ) আরবি (ঘ) তুর্কি
    close

    উত্তর: তুর্কি

    • touch_app আরো ...

      'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি ,সওগাত,খোকা, বাবা ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? ৩১তম বিসিএস

    (ক) বহুব্রীহি (খ) সুপসুপা
    (গ) অব্যয়ীভাব (ঘ) কর্মধারয়
    close

    উত্তর: অব্যয়ীভাব

    • touch_app আরো ...

      ঈষৎ নত = আনত। এটি অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমনঃ পশ্চাৎ গমন = অনুগমন, ঈষৎ রক্তিম = আরক্তিম


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: অশোক সৈয়দ কার ছদ্মনাম? ৩১তম বিসিএস

    (ক) সৈয়দ শামসুল হক (খ) আবু সয়ীদ আইয়ুব
    (গ) আবদুল মান্নান সৈয়দ (ঘ) সৈয়দ আজিজুল হক
    close

    উত্তর: আবদুল মান্নান সৈয়দ

    • touch_app আরো ...

      আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'জন্মন্ধ কবিতাগুচ্ছ' ছোটগল্প 'সত্যের মতো বদমাশ' উপন্যাস ক্ষুধা প্রেম আগুন।'


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত ? ৩১তম বিসিএস

    (ক) ব্যঞ্জনধ্বনি (খ) বিসর্গ সন্ধি
    (গ) স্বরধ্বনি (ঘ) নিপাতনে সিদ্ধ
    close

    উত্তর: নিপাতনে সিদ্ধ

    • touch_app আরো ...

      নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছু্কেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন - আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা , ষট্ + দশ = ষোড়শ , পর + পর = পরস্পর ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।