পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন
  • প্রশ্ন: ‘চাচা কাহিনীর’ লেখক কে? ২৯তম বিসিএস

    (ক) সৈয়দ মুজতবা আলি (খ) শত্তকত ত্তসমান
    (গ) সৈয়দ শামসুল হক (ঘ) ফররুখ আহমেদ
    close

    উত্তর: সৈয়দ মুজতবা আলি

    • touch_app আরো ...

      'চাচা কাহিনীর ' লেখক সৈয়দ মুজতবা আলী। লেখকের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী 'দেশে - বিদেশে' (১৯৪৯) । সৈয়দ ওয়ালীউল্লাহর উল্লেখযোগ্য উপন্যাস 'লালসালু' (১৯৪৮) । সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মুসলমান নারী জাগরনের কবি কে? ২৯তম বিসিএস

    (ক) সামসুন্নাহার (খ) ফজিলাতুন্নাছা
    (গ) ফয়জুন্নেছা (ঘ) বেগম রোকেয়া
    close

    উত্তর: বেগম রোকেয়া

    • touch_app আরো ...

      ফজিলাতুন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এম এ পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম হন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী। বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক , সমাজসেবী ও শিক্ষাব্রতী । তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ । সামসুন্নাহার ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি বেগম রোকেয়ার সাথে নারী মুক্তি আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে? ২৯তম বিসিএস

    (ক) জ্ঞানদাস (খ) বডু চণ্ডিদাস
    (গ) দীনচণ্ডিদাস (ঘ) দীনহীন চণ্ডিদাস
    close

    উত্তর: বডু চণ্ডিদাস

    • touch_app আরো ...

      'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। তিনি ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা ও বড়াই। এ কাব্যের মোট ১৩ টি খণ্ড আছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? ২৯তম বিসিএস

    (ক) ফুলমনি ত্ত করুনার বিবরন (খ) মিশনারি জীবন
    (গ) কৃপার শাস্ত্রের অর্থবেদ (ঘ) প্রভু যিশুর বাণী
    close

    উত্তর: কৃপার শাস্ত্রের অর্থবেদ

    • touch_app আরো ...

      বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ মনোএল দা আসসুম্পসাঁওয়ের রোমান লিপিতে লেখা ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ'। অবাঙালি কর্তৃক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হ্যানা ক্যাথরিন ম্যালেন্স রচিত ‘ফুলমণি ও করুণার বিবরণ (১৮৫২)। এটি The Last Day of the Week নামে ইংরেজি আখ্যানের ছায়াবলম্বনে রচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কবি আলাত্তলের জন্মস্থান কোনটি? ২৯তম বিসিএস

    (ক) বার্মার আরাকান (খ) চট্রগ্রামের পটিয়া
    (গ) চট্রগ্রামের জোবরা (ঘ) ফরিদপুরের সুরেশ্বর
    close

    উত্তর: চট্রগ্রামের জোবরা

    • touch_app আরো ...

      মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। অধিকাংশ পণ্ডিত এ মত গ্রহণ করেছেন। ড. মুহম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘অনল প্রবাহ’ রচনা করেন? ২৯তম বিসিএস

    (ক) মুনিরুজ্জামান ইসলামাবাদি (খ) মোজাম্মেল হক
    (গ) সৈয়দ ইসমাইল সিরাজি (ঘ) এয়াকুব আলি চৌধুরী
    close

    উত্তর: সৈয়দ ইসমাইল সিরাজি

    • touch_app আরো ...

      সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘অগ্নিবাণী’ কাব্যের প্রথম কবিতা কোনটি? ২৯তম বিসিএস

    (ক) ধূমকেতু (খ) প্রলয়োল্লাস
    (গ) অগ্রপথিক (ঘ) বিদ্রোহী
    close

    উত্তর: প্রলয়োল্লাস

    • touch_app আরো ...

      বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী? ২৯তম বিসিএস

    (ক) বঙ্গদর্শন (খ) কালিকলম
    (গ) সবুজপত্র (ঘ) কল্লোল
    close

    উত্তর: সবুজপত্র

    • touch_app আরো ...

      প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে কথ্য ভাষারীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এই 'সবুজপত্র'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ ২৯তম বিসিএস

    (ক) জন+ঈক (খ) জন+ইক
    (গ) জনৈ+এক (ঘ) জন+এক
    close

    উত্তর: জন+এক

    • touch_app আরো ...

      ”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ - - জন + এক ।

      স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আ - কারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । অর্থাৎ: অ + এ = ঐ ( জন + এক = জনৈক)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাক্যের তিনটি গুন কি কি? ২৯তম বিসিএস

    (ক) কোনটিই নহে (খ) আকাংখা-উদ্দেশ্য-বিধেয়
    (গ) আকাংখা-আসক্তি-যোগ্যতা (ঘ) আকাংখা-আসক্তি-বিধেয়
    close

    উত্তর: আকাংখা-আসক্তি-যোগ্যতা

    • touch_app আরো ...

      ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা ২৯তম বিসিএস

    (ক) মুক্তিযুদ্দের বিবরন (খ) মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
    (গ) মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস (ঘ) ভিন্নধর্মী ডায়েরী
    close

    উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন

    • touch_app আরো ...

      বেসরকারি মেবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' যৌথ উদ্যোগে একাত্তরের চিঠি নামের মুক্তিযোদ্ধাদের এ পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২ টি পত্র স্থান পেয়েছে। ২৭ মার্চ ২০০৯ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা একাডেমি কোন বছর প্রতিস্টিত হয়? ২৯তম বিসিএস

    (ক) ১৩৫৫ বঙ্গাব্দ (খ) ১৯৫৫ খ্রি.
    (গ) ১৯৫২ খ্রি. (ঘ) ১৩৫২ বঙ্গাব্দ
    close

    উত্তর: ১৯৫৫ খ্রি.

    • touch_app আরো ...

      বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীত সরকারি বাসভবন বর্ধমান হাউসে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সনেট কবিতার প্রবর্তক কে? ২৯তম বিসিএস

    (ক) দ্বিজেন্দ্র লাল রায় (খ) রজনীকান্ত সেন
    (গ) অতুল প্রসাধ সেন (ঘ) মাইকেল মধুসুধন দত্ত
    close

    উত্তর: মাইকেল মধুসুধন দত্ত

    • touch_app আরো ...

      বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূধন দত্ত।তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন 'চতুর্দশপদী। বাংলা সনেটের আদি গ্রন্থ 'চতুর্দশপদী কবিতা' (১৮৬৬)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সমাস ভাষাকে কি করে ? ২৯তম বিসিএস

    (ক) অর্থের রুপান্তর ঘটায় (খ) বিস্তৃত করে
    (গ) অর্থপুর্ন করে (ঘ) সংক্ষেপ করে
    close

    উত্তর: সংক্ষেপ করে

    • touch_app আরো ...

      সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? ৩০তম বিসিএস

    (ক) ১৯১৬ (খ) ২০০৭
    (গ) ১৯০৭ (ঘ) ১৯০৯
    close

    উত্তর: ১৯০৭

    • touch_app আরো ...

      চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।