পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের চট্রোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ' উপন্যাস এর চরিত্র কোনটি? ৩৩তম বিসিএস
| (ক) বিমলা | (খ) কুন্দনন্দিনী |
| (গ) রোহিণী | (ঘ) শ্যামাশুন্দরি |
উত্তর: কুন্দনন্দিনী
বিষবৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র কুন্দনন্দিনী , নগেন্দ্রনাথ, হীরা , সূর্যমুখী। অন্যদিকে 'বিমলা ' রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঘরে বাইরে' উপন্যাসের এবং 'রোহিনী' বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অন্যতম চরিত্র।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ ? ৩৩তম বিসিএস
| (ক) পিপীলিকা | (খ) পিপিলিকা |
| (গ) পীপিলিকা | (ঘ) পিপিলীকা |
উত্তর: পিপীলিকা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন - ৩৩তম বিসিএস
| (ক) কীটস | (খ) এজরা পাউন্ড |
| (গ) ডবলিউ বি ইয়েতস | (ঘ) টি এস এলিয়ট |
উত্তর: ডবলিউ বি ইয়েতস
'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ১৯১০ সালে প্রকাশিত হয় । গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট ১৫৭ টি কবিতা ও গান আছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডবলিউ. বি. ইয়েটস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘The Origin and Development of Bengali Language’ - গ্রন্থটি রচনা করেন? ৩৩তম বিসিএস
| (ক) স্যার জর্জ হ্যারিশন | (খ) হরপ্রসাদ শাস্ত্রী |
| (গ) ডঃ মুহম্মদ শহিদুল্লাহ | (ঘ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় |
উত্তর: ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ১৯১০ সালে প্রকাশিত হয় । গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট ১৫৭ টি কবিতা ও গান আছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডবলিউ. বি. ইয়েটস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্রাণদ: জল:: মহীজ? ৩৪তম বিসিএস
| (ক) প্রহী | (খ) সম্বর |
| (গ) অশ্ব | (ঘ) গ্রহ |
উত্তর: গ্রহ
মহীজ শব্দের অর্থ আসামি। এর ইংরেজি প্রতিশব্দ Mars। আবার এর বাংলা অর্থ মঙ্গলগ্রহ, যা গ্রহের একক রুপ। সুতরাং মহীজের সমার্থক গ্রহ। অন্যদিকে নিঃসর্গ পৃথিবীর সমার্থক শব্দ মহী, মহীজ নয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'চর্যাপদ' কত সালে আবিস্কৃত হয়? ৩৪তম বিসিএস
| (ক) ১৯০৯ | (খ) ১৮৫৭ |
| (গ) ১৯০৭ | (ঘ) ১৮০০ |
উত্তর: ১৯০৭
বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ' মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় । বৌদ্ধ সহজিয়াগণের রচিত চর্যাপদ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় ।চর্যার পুঁথিতে ৫১ টি গান ছিল, যার সাড়ে ৪৬ টি পাওয়া গেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা সাহি্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে - বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। ৩৪তম বিসিএস
| (ক) ৬৫০-১২০০ | (খ) ৪৫০-৬৫০ |
| (গ) ৬৫০-৮৫০ | (ঘ) ৬৫০-১২৫০ |
উত্তর: ৬৫০-১২০০
বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে। যথা : ক .প্রাচীন বা আদি যুগ (৬৫০ - ১২০০ ), খ. মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং গ. আধুনিক যুগ ( ১৮০১ - বর্তমান পর্যন্ত)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মধ্যযুগের কবি নন কে? ৩৪তম বিসিএস
| (ক) জ্ঞান দাস | (খ) বড়ু চন্ডীদাস |
| (গ) গোবিন্দ দাস | (ঘ) জয়নন্দী |
উত্তর: জয়নন্দী
জয়নন্দী বা জয়নন্দীপা 'চর্যাপদ' - এর তথা প্রাচীন যুগের কবি। তিনি চর্যাপদ - এর ৪৬ নং পদের রচয়িতা । মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' - এর রচয়িতা বডু চণ্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের মূল্যবান নিদর্শন বৈষ্ণব পদাবলী' - এর অন্যতম দুই মহাকবি জ্ঞানদাস ও গোবিন্দদাস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে - ৩৪তম বিসিএস
| (ক) ১২৫০-১৩৫০ পর্যন্ত | (খ) ১২০১-১৩৫০ পর্যন্ত |
| (গ) ১২৫০-১৪৫০ পর্যন্ত | (ঘ) ১১৯৯-১২৫০ পর্যন্ত |
উত্তর: ১২০১-১৩৫০ পর্যন্ত
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলতে সাধারণত ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝানো হয়, কারণ এই দেড়শো বছরে কোনো উল্লেখযোগ্য লিখিত সাহিত্যকর্ম পাওয়া যায় না, ফলে সাহিত্যচর্চা মুখ থুবড়ে পড়েছিল বলে মনে করা হয়। তুর্কি আক্রমণের ফলে রাজনৈতিক অস্থিরতা, শাসকের ধর্মান্ধতা ও লুণ্ঠন, এবং মৌখিক সাহিত্যের প্রাধান্যকে এর প্রধান কারণ হিসেবে ধরা হয়, যেখানে সাহিত্যকর্মগুলো লিপিবদ্ধ না হয়ে মৌখিক বিতর্কে হারিয়ে যায়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ৩৪তম বিসিএস
| (ক) রামরাম বসু | (খ) মৃতুঞ্জয় বিদ্যালঙ্কার |
| (গ) উইলিয়াম কেরি | (ঘ) লর্ড ওয়েলেসলি |
উত্তর: উইলিয়াম কেরি
১৮০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়ামের কলেজে ১৮০১ খ্রিষ্টাব্দে বাংলা বিভাগ খোলা হয়। উইলিয়াম কেরি স্বীয় যোগ্যতাবলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত ছিলেন। তার রচিত গ্রন্থ 'বত্রিশ সিংহাসন' 'হিতোপদেশ' 'রাজাবলি' উল্লেখযোগ্য । উইলিয়াম কেরির সহকারী রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান । তার রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' ও 'লিপিমালা'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: . বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? ৩৪তম বিসিএস
| (ক) রাজা রামমোহন রায় | (খ) মাইকেল মধুসূদন দত্ত |
| (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপ্যাধ্যায় |
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার জনক । রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা।]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? ৩৪তম বিসিএস
| (ক) বীরঙ্গনা | (খ) বেতাল পঞ্চবিংশতি |
| (গ) মেঘনাদ বধ কাব্য | (ঘ) তিলোত্তমা কাব্য |
উত্তর: বেতাল পঞ্চবিংশতি
মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যগ্রন্থে। তার রচিত' মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য এবং 'বীরঙ্গনা' বাংলা সাহিত্যের সর্বপ্রথম পত্রকাব্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'বেতালপঞ্চবিংশতি' হিন্দি 'বৈতাল পচ্চীসীর' অনুবাদ' বিদ্যাসাগর এই গ্রন্থে সর্বপ্রথম যতি - চিহ্নের সফল প্রয়োগ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'কুলীন কুল সর্বস্ব' নাটকটি কার লেখা? ৩৪তম বিসিএস
| (ক) দীনবন্ধু মিত্র | (খ) রামনারায়ণ তর্করত্ন |
| (গ) মাইকেল মধুসূদন দত্ত | (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর |
উত্তর: রামনারায়ণ তর্করত্ন
'কুলীনকুল সর্বস্ব' নাটকটির রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। মাইকেলের রচিত উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী ।দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক 'নীল দর্পণ'। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটক রক্তকরবী, ডাকঘর , বিসর্জন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'নীলদর্পন' নাটকটির বিষয়স্তু কি? ৩৪তম বিসিএস
| (ক) নীলকরদের অত্যাচার | (খ) তে-ভাগা আন্দোলন |
| (গ) ভাষা আন্দোলন | (ঘ) অসহযোগ আন্দোলন |
উত্তর: নীলকরদের অত্যাচার
দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০) ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। নাটকটির ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ ও প্রথম মঞ্চায়ন সব কিছুই বাংলাদেশে বলে, একে 'বাংলাদেশের নাটক' বলা হয়। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'ঘরে বাইরে' উপন্যাসটির কার লেখা? ৩৪তম বিসিএস
| (ক) কাজী দীন মহম্মদ | (খ) কাজী মোতাহের হোসেন |
| (গ) রবীন্দ্রনাথ ঠাকুর | (ঘ) আলাওল |
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
'ঘরে বাইরে' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম উপন্যাস। এটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। ব্রিটিশ ভারতের রাজনীতি এর মূল উপজীব্য বিষয়। উল্লেখযোগ্য চরিত্র বিমলা, নিখিলেশ, সন্দ্বীপ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।