পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে।’ – অর্থ কী? ৩৫তম বিসিএস
| (ক) পানের পরশে ঠোঁট লাল হল | (খ) অস্তাচলগামী সূর্য ও মাখ একই রকম লাল হয়ে গেল |
| (গ) অস্তাচলগামী সূর্যের আবায় মুখ রক্তিম দেখা গেল | (ঘ) ঠোঁটের পরশে পান লাল হল |
উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল
প্রশ্নোল্লিখিত উদ্বৃত চরণটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যের পদ্মাবতী রুপ - বর্ণন খণ্ডের অংশবিশেষ । 'তাম্বুল রাতুল হইল অধরপরশে ' (মূলে আছে - 'তাম্বুলের রক্ত লেগে অধর রক্তিম হল' ) আলাওলের পরিবর্তনটিতে বিশেষত্ব আছে। তিনি 'অধরের স্পর্শে তাম্বুল রক্তবর্ণ হয়েছে' এ কথা বলেছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘হপ্ত পয়কর’ কার রচনা? ৩৫তম বিসিএস
| (ক) অমিয় দেব | (খ) সৈয়দ আলাওল |
| (গ) জৈনুদ্দিন | (ঘ) দীনবন্ধু মিত্র |
উত্তর: সৈয়দ আলাওল
সৈয়দ আলাওল রচিত 'হপ্তপয়কর' কাব্যটি পারস্য কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ । এ কাব্যে আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনী বর্ণিত হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মঙ্গলকাব্যের কবি নন কে? ৩৫তম বিসিএস
| (ক) ভরতচন্দ্র | (খ) মানিক দত্ত |
| (গ) কানাহরি দত্ত | (ঘ) দাশু রায় |
উত্তর: দাশু রায়
দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘সমাচার দর্পন’ – পত্রিকার সম্পাদক ছিলেন - ৩৫তম বিসিএস
| (ক) উইলিয়াম কেরি | (খ) জন ক্লার্ক ম্যার্শম্যান |
| (গ) ডিভিড হেয়ার | (ঘ) জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন |
উত্তর: জন ক্লার্ক ম্যার্শম্যান
সমাচার দর্পণ ১৮১৮ - ১৮৪১ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলাভাষায় প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা দিগদর্শন, প্রথম প্রকাশিত হয়েছিল ১৮১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই বছরের ২৩ মে (শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১২২৫ বঙ্গাব্দ) প্রকাশিত হয় সাপ্তাহিক 'সমাচার দর্পণ'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ৩৫তম বিসিএস
| (ক) আত্মচরিত | (খ) স্মৃতি কথামালা |
| (গ) আমার কথা | (ঘ) আত্মকথা |
উত্তর: আত্মকথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম 'আত্মচরিত' সংকলিত অংশে তার শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে। এ রচনায় তিনি তার পিতা , পিতামহ ও জননীর কথা বর্ণনা করেছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপরুষের আদি বসতি কোথায় ছিল? ৩৫তম বিসিএস
| (ক) যশোরের কেশবপুর | (খ) কুষ্টিয়ার শিলাদহ |
| (গ) খুলনার দক্ষিণ ডিহি | (ঘ) ছোটনাগপুর মালভূমি |
উত্তর: খুলনার দক্ষিণ ডিহি
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - এর তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগ গ্রামে খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর - এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটা ভিত্তি প্রস্তরের সন্ধান পাওয়া গেছে।]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ? ৩৫তম বিসিএস
| (ক) প্রথমনাথ বিপি | (খ) প্রথম চৌধুরী |
| (গ) প্রদুস্ন মিত্র | (ঘ) প্রবোধ চন্দ্র সেন |
উত্তর: প্রথম চৌধুরী
'তেল নুন লকড়ি 'প্রমথ চৌধুরী রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো: বীরবলের হালখাতা, নানা কথা ও প্রবন্ধ সংগ্রহ (১ম খন্ড ২য় খণ্ড )
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিডি নাটক কোনটি? ৩৫তম বিসিএস
| (ক) শর্মিষ্ঠা | (খ) নীল দর্পন |
| (গ) কৃষ্ণকুমারী | (ঘ) সধবার একাদশী |
উত্তর: কৃষ্ণকুমারী
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী' । এই নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘কপাল কুন্ডলা’ কোন প্রকৃতির রচনা? ৩৫তম বিসিএস
| (ক) ঐতিহাসিক উপন্যাস | (খ) সামাজিক উপন্যাস |
| (গ) রোমান্সমূলক উপন্যাস | (ঘ) বিয়োগান্তক নাটক |
উত্তর: রোমান্সমূলক উপন্যাস
বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' রোমান্সমূলক উপন্যাসে সামাজিক সংস্কারের সাথে অপরিচিতা নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং সমাজবন্ধনের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি রবীন্দ্ররচনার অর্ন্তগত নয়? ৩৫তম বিসিএস
| (ক) “প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি সকল খানে”? | (খ) “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও”? |
| (গ) “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”। | (ঘ) “কি আঁচল বিচায়েছ বটের মূলে নদীর কূলে”। |
উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”।
'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? এ পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা ' উপন্যাসের অন্তর্গত। 'প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে' রবীন্দ্রনাথের 'রাজা' নাটকের অন্তর্গত এবং 'কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে - এ পঙক্তিটি রবীন্দ্রনাথ রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' কবিতার অন্তর্গত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: দ্রোপদী কে? ৩৫তম বিসিএস
| (ক) মহাভারতে দুর্যোধনের স্ত্রী | (খ) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী |
| (গ) রাময়ণে সীতার সহচরী | (ঘ) রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থী নারী |
উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
দ্রৌপদী মহাভারতে পাঁচ ভাইয়ের (যুধিষ্ঠির ,ভীম, অর্জুন, নকুল ও সহদেব।) একক স্ত্রী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটি কার লেখা? ৩৫তম বিসিএস
| (ক) শওকত ওসমান | (খ) শওকত আলী |
| (গ) আখতারুজ্জামান ইলিয়াস | (ঘ) শহীদুল জহির |
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
উত্তরটি সঠিক কারণ 'মিলির হাতে স্টেনগান' গল্পের রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক এবং তাঁর লেখা গল্পগুলো বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: . ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ? ৩৫তম বিসিএস
| (ক) শেখ হাসিনা | (খ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী |
| (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান | (ঘ) এ, কে, ফজলুল হক |
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ' অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি ১৯৬৬ - ৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে” – গানটির গীতিকার কে? ৩৫তম বিসিএস
| (ক) কুদ্দুস বয়াতি | (খ) শেখ ওয়াহিদ |
| (গ) রাধারমন | (ঘ) শাহ আব্দুল করিম |
উত্তর: শেখ ওয়াহিদ
প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? ৩৫তম বিসিএস
| (ক) হুমায়ন আহমেদ | (খ) আলমগীর কবির |
| (গ) শেখ নিয়ামত আলী | (ঘ) তারেক মাসুদ |
উত্তর: তারেক মাসুদ
তারেক মাসুদ ১৯৮২ সালের শেষদিকে প্রথম ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।' ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মাটির ময়না' মুক্তি পায় , যা পরবর্তীতে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশ - বিদেশে বিশেষ প্রশংসা অর্জন করে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো : মুক্তির কথা, মুক্তির গান , অন্তর্যাত্রা , আকাইন্ড অফ চাইল্ডহুড ও রানওয়ে । তিনি ১৩ আগস্ট ২০১৩ আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।