পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন
  • প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ? ৩৫তম বিসিএস

    (ক) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয় (খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
    (গ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয় (ঘ) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
    close

    উত্তর: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

    • touch_app আরো ...

      'দৈন্যতা ' অশুদ্ধ শব্দটির শুদ্ধরুপ 'দৈন্য' । 'খ' অপশনে প্রদত্ত 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব। তাই সঠিক উত্তর হবে (ঘ) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: Consumer goods – এর উপযুক্ত বাংলা পরিভাষা কী? ৩৫তম বিসিএস

    (ক) ভোক্তার কল্যাণ (খ) ক্রয়কৃত পণ্য
    (গ) ক্রেতার গুণাগুণ (ঘ) ভোগ্যপণ্য
    close

    উত্তর: ভোগ্যপণ্য

    • touch_app আরো ...

      Consumer goods' এর পরিভাষা - - ভোগ্যপণ্য।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) জলধি (খ) উদক
    (গ) সলিল (ঘ) নীর
    close

    উত্তর: জলধি

    • touch_app আরো ...

      ”জল” শব্দের সমার্থক নয় জলধি ।

      'জল' শব্দের সমার্থক শব্দ সলিল, উদক, নীর, বারি, পয়ঃ, অম্বু, অপ, অম্ভ, তোয় অর্ণ । সমুদ্রের প্রতিশব্দ জলধি, বারিধি, অর্ণব, পারাপার, রত্নাকর, নীলাম্বু, অম্বুধি, সরোধি, পাথার, উদধি, ও বারীন্দ্র ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন শব্দজোড় বিপরীর্থাক নয়? ৩৫তম বিসিএস

    (ক) গরিষ্ঠ-লঘিষ্ঠ (খ) নশ্বর-শ্বাশত
    (গ) হৃদ-পুষ্ঠ (ঘ) অনুলোম-প্রতিলোম
    close

    উত্তর: হৃদ-পুষ্ঠ

    • touch_app আরো ...

      'হৃষ্ট - পুষ্ট' দ্বারা বোঝায় বলিষ্ঠ ও প্রফুল্ল অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যযুক্ত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘পশ্বর’ শব্দটির অর্থ কী? ৩৫তম বিসিএস

    (ক) পরশু (খ) পার্শ্ববর্তী
    (গ) পরের ধন (ঘ) কোকিল
    close

    উত্তর: পরশু

    • touch_app আরো ...

      'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? ৩৫তম বিসিএস

    (ক) ৭ টি (খ) ১৩ টি
    (গ) ৯ টি (ঘ) ১১ টি
    close

    উত্তর: ৭ টি

    • touch_app আরো ...

      বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা : অ, আ, ই, উ, এ, ও , অ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ যথাক্রমে ১১,৮ ও ৬ টি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? ৩৫তম বিসিএস

    (ক) ক, খ ও গ তিন উপায়েই হয় (খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
    (গ) উপসর্গ যোগে (ঘ) উপসর্গ যোগে
    close

    উত্তর: লিঙ্গ পরিবর্তন দ্বারা

    • touch_app আরো ...

      উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘লবন’ শব্দের বিশেষ্য কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) লাবন্য (খ) ললিত
    (গ) লবনাক্ত (ঘ) নুন
    close

    উত্তর: নুন

    • touch_app আরো ...

      'লবণ' বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। 'লবণ' - এর বিশেষণ' লবণাক্ত' ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? ৩৫তম বিসিএস

    (ক) আসক্তি (খ) যোগ্যতা
    (গ) আকাঙ্কা (ঘ) আসত্তি
    close

    উত্তর: আসক্তি

    • touch_app আরো ...

      একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা: ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর পর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? ৩৫তম বিসিএস

    (ক) প্রলয় (খ) খন্ডিত
    (গ) নিঃশ্বাস (ঘ) অনুপম
    close

    উত্তর: খন্ডিত

    • touch_app আরো ...

      রুট + খন্ড + ত (ক্ত) = খণ্ডিত । এটি কৃৎ - প্রত্যয় সাধিত শব্দ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) দ্বীপ + অয়ন (খ) দ্বিপ + অনট
    (গ) দ্বীপ + অটন (ঘ) দ্বীপ + আয়ন
    close

    উত্তর: দ্বীপ + আয়ন

    • touch_app আরো ...

      দ্বীপ + অয়ন + অ = দ্বৈপায়ন

      শব্দটি প্রত্যয় সাধিত শব্দ।
      অয়ন্ + অ = আয়ন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘জর্জ সাহেব’ কোন সমাসের উদাহরণ? ৩৫তম বিসিএস

    (ক) কর্মধারয় (খ) বহুব্রীহি
    (গ) দ্বন্দ (ঘ) দিগু
    close

    উত্তর: কর্মধারয়

    • touch_app আরো ...

      যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। এটি কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় , তাকে কর্মধারয় সমাস বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়? ৩৫তম বিসিএস

    (ক) অভিশ্রুতি (খ) ধ্বনি-বিপর্যয়
    (গ) অপিনিহিত (ঘ) প্রাতিপদিক
    close

    উত্তর: প্রাতিপদিক

    • touch_app আরো ...

      বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। যেমন : লাজ , ঘর, বড় ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? ৩৫তম বিসিএস

    (ক) ভুসুকুপা (খ) কাহ্নপা
    (গ) শবরপা (ঘ) লুইপা
    close

    উত্তর: কাহ্নপা

    • touch_app আরো ...

      চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপা । তার রচিত পদসংখ্যা ১৩ টি । এই পদগুলোতে নিপুণ কবিত্বশক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্রও উদঘাটিত আছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) ময়নামতির গান (খ) দোহাকোষ
    (গ) নিরঞ্জনের রুস্মা (ঘ) গুপিচন্দ্রের সন্ন্যাস
    close

    উত্তর: দোহাকোষ

    • touch_app আরো ...

      হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা ' গ্রন্থে চারটি পুঁথি সংকলন (১. চর্যাচর্যবিনিশ্চয় ২. সরোজবজ্রের দোহাকোষ , ৩. কাহ্নপাদের দোহাকোষ ও ৪. ডাকার্ণব ) করেন। তাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।