পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ? ৩৫তম বিসিএস
| (ক) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয় | (খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয় |
| (গ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয় | (ঘ) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয় |
উত্তর: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
'দৈন্যতা ' অশুদ্ধ শব্দটির শুদ্ধরুপ 'দৈন্য' । 'খ' অপশনে প্রদত্ত 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব। তাই সঠিক উত্তর হবে (ঘ) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: Consumer goods – এর উপযুক্ত বাংলা পরিভাষা কী? ৩৫তম বিসিএস
| (ক) ভোক্তার কল্যাণ | (খ) ক্রয়কৃত পণ্য |
| (গ) ক্রেতার গুণাগুণ | (ঘ) ভোগ্যপণ্য |
উত্তর: ভোগ্যপণ্য
Consumer goods' এর পরিভাষা - - ভোগ্যপণ্য।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি? ৩৫তম বিসিএস
| (ক) জলধি | (খ) উদক |
| (গ) সলিল | (ঘ) নীর |
উত্তর: জলধি
”জল” শব্দের সমার্থক নয় জলধি ।
'জল' শব্দের সমার্থক শব্দ সলিল, উদক, নীর, বারি, পয়ঃ, অম্বু, অপ, অম্ভ, তোয় অর্ণ । সমুদ্রের প্রতিশব্দ জলধি, বারিধি, অর্ণব, পারাপার, রত্নাকর, নীলাম্বু, অম্বুধি, সরোধি, পাথার, উদধি, ও বারীন্দ্র ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন শব্দজোড় বিপরীর্থাক নয়? ৩৫তম বিসিএস
| (ক) গরিষ্ঠ-লঘিষ্ঠ | (খ) নশ্বর-শ্বাশত |
| (গ) হৃদ-পুষ্ঠ | (ঘ) অনুলোম-প্রতিলোম |
উত্তর: হৃদ-পুষ্ঠ
'হৃষ্ট - পুষ্ট' দ্বারা বোঝায় বলিষ্ঠ ও প্রফুল্ল অর্থাৎ মানসিক ও শারীরিক স্বাস্থ্যযুক্ত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘পশ্বর’ শব্দটির অর্থ কী? ৩৫তম বিসিএস
| (ক) পরশু | (খ) পার্শ্ববর্তী |
| (গ) পরের ধন | (ঘ) কোকিল |
উত্তর: পরশু
'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? ৩৫তম বিসিএস
| (ক) ৭ টি | (খ) ১৩ টি |
| (গ) ৯ টি | (ঘ) ১১ টি |
উত্তর: ৭ টি
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা : অ, আ, ই, উ, এ, ও , অ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ যথাক্রমে ১১,৮ ও ৬ টি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? ৩৫তম বিসিএস
| (ক) ক, খ ও গ তিন উপায়েই হয় | (খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা |
| (গ) উপসর্গ যোগে | (ঘ) উপসর্গ যোগে |
উত্তর: লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘লবন’ শব্দের বিশেষ্য কোনটি? ৩৫তম বিসিএস
| (ক) লাবন্য | (খ) ললিত |
| (গ) লবনাক্ত | (ঘ) নুন |
উত্তর: নুন
'লবণ' বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। 'লবণ' - এর বিশেষণ' লবণাক্ত' ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? ৩৫তম বিসিএস
| (ক) আসক্তি | (খ) যোগ্যতা |
| (গ) আকাঙ্কা | (ঘ) আসত্তি |
উত্তর: আসক্তি
একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা: ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর পর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? ৩৫তম বিসিএস
| (ক) প্রলয় | (খ) খন্ডিত |
| (গ) নিঃশ্বাস | (ঘ) অনুপম |
উত্তর: খন্ডিত
রুট + খন্ড + ত (ক্ত) = খণ্ডিত । এটি কৃৎ - প্রত্যয় সাধিত শব্দ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? ৩৫তম বিসিএস
| (ক) দ্বীপ + অয়ন | (খ) দ্বিপ + অনট |
| (গ) দ্বীপ + অটন | (ঘ) দ্বীপ + আয়ন |
উত্তর: দ্বীপ + আয়ন
দ্বীপ + অয়ন + অ = দ্বৈপায়ন
শব্দটি প্রত্যয় সাধিত শব্দ।
অয়ন্ + অ = আয়ন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘জর্জ সাহেব’ কোন সমাসের উদাহরণ? ৩৫তম বিসিএস
| (ক) কর্মধারয় | (খ) বহুব্রীহি |
| (গ) দ্বন্দ | (ঘ) দিগু |
উত্তর: কর্মধারয়
যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। এটি কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় , তাকে কর্মধারয় সমাস বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়? ৩৫তম বিসিএস
| (ক) অভিশ্রুতি | (খ) ধ্বনি-বিপর্যয় |
| (গ) অপিনিহিত | (ঘ) প্রাতিপদিক |
উত্তর: প্রাতিপদিক
বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। যেমন : লাজ , ঘর, বড় ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? ৩৫তম বিসিএস
| (ক) ভুসুকুপা | (খ) কাহ্নপা |
| (গ) শবরপা | (ঘ) লুইপা |
উত্তর: কাহ্নপা
চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপা । তার রচিত পদসংখ্যা ১৩ টি । এই পদগুলোতে নিপুণ কবিত্বশক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্রও উদঘাটিত আছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? ৩৫তম বিসিএস
| (ক) ময়নামতির গান | (খ) দোহাকোষ |
| (গ) নিরঞ্জনের রুস্মা | (ঘ) গুপিচন্দ্রের সন্ন্যাস |
উত্তর: দোহাকোষ
হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা ' গ্রন্থে চারটি পুঁথি সংকলন (১. চর্যাচর্যবিনিশ্চয় ২. সরোজবজ্রের দোহাকোষ , ৩. কাহ্নপাদের দোহাকোষ ও ৪. ডাকার্ণব ) করেন। তাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।