পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় - ৩৮তম বিসিএস
| (ক) মেরিকালচার | (খ) এপিকালচার |
| (গ) সেরিকালচার | (ঘ) পিসিকালচার |
উত্তর: এপিকালচার
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture ) , অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture ) ও সেরিকালচার (Sericulture ) বলা হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মায়ের রক্তে হেপাটাইটিস -বি ( Hepatitis-B ) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? ৩৮তম বিসিএস
| (ক) জন্মের ১২ দিনের মধ্যে ভ্যাকসিন এবং HBIG শটদিতে হবে | (খ) ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে |
| (গ) ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে | (ঘ) জন্মের ১ মাস পর কেবল মাত্র ( HBIG ) শটদিতে হবে |
উত্তর: জন্মের ১২ দিনের মধ্যে ভ্যাকসিন এবং HBIG শটদিতে হবে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজেরাটর কম্প্রেসরে ব্যবহার হয় - ৩৮তম বিসিএস
| (ক) টেট্রাফ্লুরো ইথেন | (খ) ডাইক্লোরোডাইফ্লুরো ইথেন |
| (গ) টাইক্লোরোট্রাইফ্লুরো ইথেন | (ঘ) আর্গন |
উত্তর: টেট্রাফ্লুরো ইথেন
বর্তমানে পরিবেশবান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয়। এর IUPAC নাম 1,1,1,2 টেট্রাফ্লুরোইথেন। এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন - এর মতো হলেও ওজন স্তরের ভাঙনে এর প্রভাস কম। এছাড়া পৃথিবীর উষ্ণায়নেও এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসেবে এটিকে বেশি ব্যবহার করা হচ্ছে। একে নরফ্লুরেও বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ডেঙ্গু রোগ ছড়ায় - ৩৮তম বিসিএস
| (ক) Anophilies মশা | (খ) Aedes aegypti মশা |
| (গ) House flies | (ঘ) ইঁদুর ও কাথবেড়ালী |
উত্তর: Aedes aegypti মশা
'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে বিশেষ করে Aedes aegypti ( এডিস এজিপটাই ) প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া এডিস - এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। Anopheles মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - ৩৮তম বিসিএস
| (ক) আয়নোস্ফিয়ার | (খ) ওজোনস্তর |
| (গ) স্ট্রাটোস্ফিয়ার | (ঘ) ট্রপোস্ফিয়ার |
উত্তর: আয়নোস্ফিয়ার
বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: স্টিস্ফেন হকিন্স একজন--- ৩৮তম বিসিএস
| (ক) দার্শনিক | (খ) রসায়নবিদ |
| (গ) কবি | (ঘ) পদার্থবিদ |
উত্তর: পদার্থবিদ
স্টিফেন হকিং একজন বিশিষ্ট ইংরেজ পদার্তবিজ্ঞানী ও গণিতজ্ঞ। ৮ জানুয়ারি ১৯৪২ তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। মটর নিউরন ডিজিজে আক্রান্ত স্টিফেন হকিং 'ব্ল্যাক হোল থিওরি' প্রদান করেন। স্টিফেন হকিং রচিত বিখ্যাত বই ' A Brief History of Time' ১৪ মার্চ ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল - ৩৮তম বিসিএস
| (ক) কার্বন মনো অক্সাইড | (খ) নাইট্রোজেন গ্যাস |
| (গ) মিথেন গ্যাস | (ঘ) হাইড্রোজেন গ্যাস |
উত্তর: মিথেন গ্যাস
প্রাকৃতিক গ্যাসের উপাদাগুলো হলাে: মিথেন ৮০% - ৯০% ,ইথেন ১৩% ,প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস? ৩৮তম বিসিএস
| (ক) তেল | (খ) গ্যাস |
| (গ) সমুদ্রের ঢেউ | (ঘ) কয়লা |
উত্তর: সমুদ্রের ঢেউ
বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ (সমুদ্রের ঢেউ), সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) হাইড্রোজেন | (খ) ওজোন |
| (গ) নাইট্রোজেন | (ঘ) অক্সিজেন |
উত্তর: নাইট্রোজেন
বায়ুমণ্ডলে নাইট্রোজেন ৭৮.০৮% এবং অক্সিজেন ২০.৯% । এ দুটি গ্যাস বাদে বাকি বায়ুমণ্ডলীয় উপাদানগুলো অল্প পরিমাণেই থাকে। সমুদ্রতীরে এর সামান্য ব্যয় হলেও নাইট্রোজেনের প্রাচুর্যই বেশি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।