পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘হুলিয়া’ কবিতা কার রচনা? ৩৫তম বিসিএস
| (ক) আবুল হাসান | (খ) মহাদেব সাহা |
| (গ) নির্মলেন্দু গুণ | (ঘ) আবুল হোসেন |
উত্তর: নির্মলেন্দু গুণ
'হুলিয়া' কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই' - এর অন্তর্ভুক্ত । এ বিখ্যাত কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? ৩৫তম বিসিএস
| (ক) কল্যাণ মিত্র | (খ) আবুল হাসান |
| (গ) হুমায়ন কবির | (ঘ) সোমেন চন্দ |
উত্তর: সোমেন চন্দ
সাহিত্যিক ও রাজনীতিবিদ সোমেন চন্দ্র ( পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ্র) আততায়ীর হাতে (ফ্যাসিবাদ সমর্থকদের ) ছুরিকাহত হয়ে নিহত হন ৮ মার্চ ১৯৪২ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? ৩৫তম বিসিএস
| (ক) সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’ | (খ) অভিজিৎ সেনের ‘বহুচন্ডালের হাড়’ |
| (গ) শীর্ষেন্দু মুখপাধ্যায়ের ‘যাও পাখি’ | (ঘ) দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত’ |
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
সুনীল গঙ্গেপাধ্যায়ের 'পূর্ব - পশ্চিম' উপন্যাসটিতে বিভাজনপূর্বক পূর্ব বাংলার একটি পরিবার '১৯৪৭ এর ভারত বিভাগের সময়কার পরিস্থিতি ,দেশত্যাগ ,উদ্বাস্তুদের জীবন, নতুন প্রজন্মের চিন্তাধারা, পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) ব্ +ন্+ধ্+ন | (খ) বান্ + ধন্ |
| (গ) ব + ন্ধ + ন | (ঘ) বন্ + ধন |
উত্তর: বন্ + ধন
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে। যেমনঃ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস = বন্ + ধন্।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? ৩৬তম বিসিএস
| (ক) ৭ টি | (খ) ১০ টি |
| (গ) ৮ টি | (ঘ) ৯ টি |
উত্তর: ৮ টি
পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ৩২ টি: তারমধ্যে স্বরবর্ণ ৬টি (অ আ ই ঈ উ ঊ) । ব্যঞ্জণবর্ণ ২৬টি (ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়)অ
অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি: স্বরবর্ণ ১টি (ঋ) ব্যঞ্জণবর্ণ ৭টি (খ গ ণ থ ধ প শ)
মাত্রাহীন বর্ণ ১০টি: স্বরবর্ণ ৪টি (এ ঐ ও ঔ) ব্যঞ্জণবর্ণ ৬টি (ঙ ঞ ৎ ং ঃ ঁ)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) ঞ + গ | (খ) গ + ঞ |
| (গ) জ + ঞ | (ঘ) ঞ + জ |
উত্তর: জ + ঞ
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ : জ্ + ঞ । এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ : জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? ৩৬তম বিসিএস
| (ক) শুভেচ্ছা | (খ) তপোবন |
| (গ) ফলবান | (ঘ) সভাসদ |
উত্তর: শুভেচ্ছা
'শুভেচ্ছ' শব্দটি সন্ধিসাধিত শব্দ। 'অ' - কার কিংবা 'আ' - কারের পর 'ই' - কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে এ - কার হয়' যেমন : অ + ই = এ ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা । তন্বী ( তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি - উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা + সদ ) ও ফলবান (ফল + বান ) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) খাসমহল | (খ) জনশ্রুতি |
| (গ) অনমনীয় | (ঘ) তপোবন |
উত্তর: জনশ্রুতি
জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল = খাসমহল (কর্মধারয়); নেই নমন যার = অনমনীয় ( নঞ বহুব্রীহি সমাস)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি বিশেষ্য পদ? ৩৬তম বিসিএস
| (ক) জাত | (খ) গাম্ভীর্য |
| (গ) উদ্ধত | (ঘ) গৈরিক |
উত্তর: গাম্ভীর্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন শব্দের নত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে? ৩৬তম বিসিএস
| (ক) প্রবণ | (খ) কল্যাণ |
| (গ) বিপণি | (ঘ) নিক্কণ |
উত্তর: প্রবণ
‘ণত্ব বিধি’ অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে এমন একটি শব্দ হলো 'কারণ' বা 'গণনা' বা 'বণিক'; কারণ এই শব্দগুলোতে 'র, ঋ, ষ'-এর পরে, বা 'ট, ঠ' বর্গীয় ধ্বনির আগে 'ণ'-এর ব্যবহার হয় (যেমন 'কারণ'-এ 'র'-এর পরে, 'গণনা'-য় স্বরবর্ণের পরে ও 'ট' বর্গের 'ণ', 'বণিক'-এ 'ক'-এর পরে) যা ণত্ব বিধির নিয়ম, কিন্তু প্রশ্নে কোনো বিকল্প দেওয়া নেই, তাই এটি একটি সাধারণ নিয়মভিত্তিক উদাহরণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় - ৩৬তম বিসিএস
| (ক) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না | (খ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না |
| (গ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না | (ঘ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে |
উত্তর: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
না - সূচক বাক্যে না , নয়, নহে, নি ,নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না - বাচক ক্রিয়া ও না - বাচক শব্দ বা না - বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ - সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ' - বাক্যটির নেতিবাচক রুপ 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।'
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘Null and Void’ - এর বাংলা পরিভাষা কী? ৩৬তম বিসিএস ৩৮তম বিসিএস
| (ক) নিরপেক্ষ | (খ) বাতিল |
| (গ) পালাবদল | (ঘ) মামুলি |
উত্তর: বাতিল
'Null and Void' এর পরিভাষা হলো : বাতিল। অন্য Option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ neutral ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: হেড মৌলভী কোন ভাষার শব্দ? ৩৬তম বিসিএস
| (ক) ইংরেজি + ফার্সি | (খ) ইংরেজি + আরবি |
| (গ) তুর্কি + আরবি | (ঘ) ইংরেজি + পর্তুগিজ |
উত্তর: ইংরেজি + ফার্সি
হেড মৌলভী মিশ্র শব্দ, যা ইংরেজি ও ফারসি শব্দ দ্বারা গঠিত হয়েছে। আরো কয়েকটি মিশ্র শব্দ : রাজা বাদশা (তৎসম + ফারসি), হেড পন্ডিত (ইংরেজি + তৎসম), চৌ হদ্দি (ফারসি + আরবি), ডাক্তার - খানা (ইংরেজি + ফারসি)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) রবী + ঈন্দ্র | (খ) রবি + ঈন্দ্র |
| (গ) রবী + ইন্দ্র | (ঘ) রবি + ইন্দ্র |
উত্তর: রবি + ইন্দ্র
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: “এ যে আমাদের চেনা লোক” - বাক্যে ‘চেনা’ কোন পদ? ৩৬তম বিসিএস
| (ক) ক্রিয়া | (খ) বিশেষ্য |
| (গ) অব্যয় | (ঘ) বিশেষণ |
উত্তর: বিশেষণ
”এ যে আমাদের চেনা লোক” বাক্যে “চেনা” বিশেষণ পদ ।
যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে । এ বাক্য 'চেনা' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।