পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্ব-ধ্বনি কতটি? ৩৮তম বিসিএস
| (ক) ৬টি | (খ) ৭টি |
| (গ) ১১টি | (ঘ) ৮টি |
উত্তর: ৭টি
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা : অ, আ, ই, উ, এ, ও , অ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ যথাক্রমে ১১,৮ ও ৬ টি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ? ৩৮তম বিসিএস
| (ক) সংস্কৃত | (খ) তুর্কি |
| (গ) অহমীয়া | (ঘ) হিন্দি |
উত্তর: তুর্কি
'বাবা' শব্দটি তুর্কি ভাষার শব্দ।
আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দ : চাকর , চাকু, তোপ , উজবুক, উর্দি কুলি, খান, খোকা, বাবুর্চি ,বেগম , মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
হিন্দি শব্দ : খানাপিনা , পানি , ভরসা, কাহিনি, চাটনি ইত্যাদি। সংস্কৃত শব্দ : চন্দ্র , সূর্য, নক্ষত্র , ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: Null and Void"-এর বাংলা পরিভাষা কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) মামুলি | (খ) নিরপেক্ষ |
| (গ) পালাবদল | (ঘ) বাতিল |
উত্তর: বাতিল
'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান? ৩৮তম বিসিএস
| (ক) সায়ত্তবশাসণ | (খ) স্বায়ত্তশাসন |
| (গ) স্বায়স্তশাসন | (ঘ) সায়ত্তশাসন |
উত্তর: স্বায়ত্তশাসন
স্বায়ত্তশাসন' শব্দটি শুদ্ধ। এখানে 'য়' এর পরে 'ত' এর সাথে 'ত' সংযুক্ত হয়েছে। অন্যদিকে "স্বায়ত্বশাসন" শব্দটি ভুল। কারন এখানে 'ত' এর সাথে 'ব' সংযুক্ত হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'গিন্নি' কোন শ্রেণির শব্দ? ৩৮তম বিসিএস
| (ক) বিদেশি | (খ) অর্ধ-তৎসম শব্দ |
| (গ) তদ্ভব | (ঘ) দেশি |
উত্তর: অর্ধ-তৎসম শব্দ
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ : জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী , বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী ,বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) শ্রু + √ধা +আ | (খ) শ্রৎ + √ধা + অ + আ |
| (গ) শ্রৎ + √ধা + আ | (ঘ) শ্র + √ধা +আ |
উত্তর: শ্রৎ + √ধা + অ + আ
সংস্কৃত কৃৎ প্রত্যয় অ (অঙ) + স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা । এর গঠন : শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা।
এরুপ আরো কয়েকটি শব্দ:
√কৃপ + অ + আ = কৃপা, √ক্রীড় + অ + আ = ক্রীড়া , প্র + √জ্ঞা + অ + আ = প্রজ্ঞা,
√ব্যথি + অ + আ = ব্যথা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ? ৩৮তম বিসিএস
| (ক) বহুব্রীহি | (খ) অব্যয়ীভাব |
| (গ) তৎপুরুষ | (ঘ) কর্মধারয় |
উত্তর: তৎপুরুষ
পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) অর্ণব | (খ) পল্লব |
| (গ) প্রসূন | (ঘ) অর্ক |
উত্তর: অর্ক
সূর্য শব্দের প্রতিশব্দ: অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড ,সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, আফতাব। অর্ণব শব্দের অর্থ : সমুদ্র ,অম্বুধি ,পয়োধি, পাথার, সাগর, জলধি, রন্তাকর , সিন্ধু। প্রসূন অর্থ পুষ্প ,ফুল, কুসুম। পল্লব অর্থ গাছের পাতা ,কিশলয়, কচি পাতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "হ্ম"এর যুক্ত বর্ণ কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) হ্+ম | (খ) ক+ষ |
| (গ) ম+হ | (ঘ) ষ+ম |
উত্তর: হ্+ম
'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লিষ্ট করলে হ্ + ম পাওয়া যায় । যেমন - ব্রহ্ম, ব্রাহ্মণ । ক্ষ = ক্ + ষ (উচ্চারণ ক্ + খ - এর মতো ) যেমন - শিক্ষা , বক্ষ, রক্ষা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সদ্যোজাত"শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) সদ্য+জাত | (খ) সৎ+জাত |
| (গ) সদ্যো+জাত | (ঘ) সদ্য:+জাত |
উত্তর: সদ্য:+জাত
বিসর্গ সন্ধির নিয়মানুসারে, অ - কারের পরস্থিত স জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও 9 স জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়। যেমন: সদ্যঃ + জাত সদ্যোজাত; তিরঃ + ধান তিরোধান; মনঃ + রম = মনোরম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) গ্রাহ্য | (খ) ত্যক্ত |
| (গ) দৃঢ় | (ঘ) গূঢ় |
উত্তর: গূঢ়
ব্যক্ত (সংস্কৃত) বিশেষণ পদ, অর্থ প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত ম স্পষ্ট প্রকট। গূঢ় (সংস্কৃত) বিশেষণ পদ, অর্থ গুপ্ত, লুক্কায়িত, দুর্বোধ্য ,জটিল। সুতরাং ব্যক্ত এর বিপরীত শব্দ গূঢ়। ত্যক্ত, গ্রাহ্য ও দৃঢ় শব্দের বিপরীত শব্দ যথাক্রমে গৃহীত, অগ্রাহ্য ও শিথিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) চামরা | (খ) মোড়ক |
| (গ) ধারালো | (ঘ) পোষ্টাই |
উত্তর: মোড়ক
বাংলা কৃৎ - প্রত্যয় 'অক' যোগে গঠিত শব্দ
√মুড় + অক = মোড়ক । √ঝল্ + অক = ঝলক । ধারালো (বাংলা) বিশেষণ পদ, অর্থ শাণিত, ধারযুক্ত। চামার তদ্ভব শব্দ, যার বিবর্তন রুপ : সংস্কৃত - চর্মকার ,প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার। পোষ্টাই তদ্ভব (বিশেষণ) পদ ,অর্থ পুষ্টিকর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি একটি সার্থক বাক্যের গুণ নয়? ৩৮তম বিসিএস
| (ক) আসক্তি | (খ) আসত্তি |
| (গ) যোগ্যতা | (ঘ) আকাঙ্খা |
উত্তর: আসক্তি
একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা : ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্গল পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: গঠন রীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত--- ৩৮তম বিসিএস
| (ক) নাটগীতি | (খ) ধামালি |
| (গ) প্রেমগীতি | (ঘ) পদাবলী |
উত্তর: নাটগীতি
গঠননৈপুণ্যের দিক থেকে শ্রীকৃষ্ণকীর্তনের অধিকাংশ পদই কৃষ্ণ - রাধা - বড়ায়ির সংলাপ। কোনো কোনাে পদ দুজনের উক্তি - প্রত্যুক্তি এবং রাধা বা কৃষ্ণের একান্ত মনোভাব প্রকাশ করে । যেহেতু কথোপকথনে মনোভাবের ঘাত - প্রতিঘাত প্রকাশ পেয়েছে তাই এগুলোকে গানে রচিত নাটকীয় সংলাপ ও বলা যায়। রসগত দিক থেকে সমগ্র কাব্যজুড়ে ধামালি প্রধান হয়ে উঠেছে। ধামালি কথাটির অর্থ রঙ্গরস, পরিহাস বাক্য, কৌতুক। রঙ্গ তামাসার কালে কপট দম্ভ প্রকাশ করে যে সব উক্তি করা হয়, প্রাচীন বাংলা সাহিত্যে তাকে ধামালি বলে। বড়ুচণ্ডীদাস তার বিবরণে লিখেছেন - 'রঙ্গে ধামালি বোলে দেব বনমালী' । শ্রীকৃষ্ণকীর্তন আঙ্গিক বা গঠনগত দিক থেকে নাটগীতি ,প্রকরণে পদাবলি, শোণিত প্রেমগীতি ও রস সঞ্চালনায় ভূমিকা পালন করেছে ধামালি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "সান্ধ্যভাষা" কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ? ৩৮তম বিসিএস
| (ক) মঙ্গলকাব্য | (খ) রোমান্সকাব্য |
| (গ) চর্যাপদ | (ঘ) পদাবলী |
উত্তর: চর্যাপদ
"সান্ধ্যভাষা" বা সন্ধ্যাভাষা মূলত চর্যাপদ নামক প্রাচীন বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত, যা বৌদ্ধ সহজযানীদের সাধন-সংক্রান্ত গোপন ও রূপক অর্থ বহন করে এবং এর ভাষা রহস্যময়, তাই একে সন্ধ্যাভাষা বলা হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।