পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? ৩৮তম বিসিএস
| (ক) কৃষ্ণনগর | (খ) সিলেট |
| (গ) ফরিদপুর | (ঘ) চট্টগ্রামের |
উত্তর: চট্টগ্রামের
দৌলত উজির বাহরাম খান চট্রগ্রামের ফতেহবাদ জাফরাবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্রগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত উজির উপাধি পেয়েছিলেন। কবির পূর্বপুরুষ হামদি খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য ছিলেন । আত্মপরিচয় বিষয়ক প্রসঙ্গে চট্রগ্রামের বর্ণনা আছে তার কাব্যে: নগর ফতেয়াবাদ দেখিয়া পুরত্র সাধ চাট্রিগাম সুনাম প্রকাশ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'চন্দ্রাবতী' কী? ৩৮তম বিসিএস
| (ক) পালাগান | (খ) পদাবলী |
| (গ) নাটক | (ঘ) কাব্য |
উত্তর: কাব্য
আরাকান রাজসভায় অমাত্য কোরেশী মাগন ঠাকুর রচিত কাব্য 'চন্দ্রাবতী' । তিনি কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। কবি এ দেশে প্রচলিত রুপকথায় কাহিনিকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রুপায়িত করেছেনে তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কীভাবে সরন্দ্বীপ রাজকন্যা অপূর্বসুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তা - ই এ কাব্যে বর্ণিত হয়েছে। আলাওল মাগন ঠাকুরের উৎসাহে 'সয়ফুলমুলক বদিউজ্জামাল' কাব্য রচনা করেন। '
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'বিদ্যাপতি' কোন রাজসভার কবি ছিলেন? ৩৮তম বিসিএস
| (ক) বিক্রমপুর | (খ) রোসাঙ্গ |
| (গ) মিথিলা | (ঘ) কৃষ্ণনগর |
উত্তর: মিথিলা
বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভায় কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েটি বইয়ের নাম - পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলি, ভাবগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - 'অন্নদামঙ্গল' আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো : দৌলিত কাজী, মরদন, কোরেশী মাগন ঠাকুর , আলাওল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? ৩৮তম বিসিএস
| (ক) আত্মজিজ্ঞাসা | (খ) আত্মকথা |
| (গ) আমার কথা | (ঘ) আত্মচরিত |
উত্তর: আত্মচরিত
বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম 'আত্মচরিত' । এ গ্রন্থে তার শৈশব জীবনের কথা, পিতা, পিতামহ ও জননীর কথা বর্ণনা করেছেন। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয় ,সীতার বনবাস, ব্রজবিলাস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেনের "মতিচূর" কোন ধরনের রচনা? ৩৮তম বিসিএস
| (ক) উপন্যাস | (খ) আত্মজীবনী |
| (গ) প্রবন্ধ | (ঘ) নাটক |
উত্তর: প্রবন্ধ
মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' । Women's Interests
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি জসীমউদদীনের রচনা? ৩৮তম বিসিএস
| (ক) ভাওয়াল গড়ের উপাখ্যান | (খ) হাঁসুলী বাঁকের উপকথা |
| (গ) গাজী মিয়ার বস্তানী | (ঘ) ঠাকুরবাড়ির আঙিনা |
উত্তর: ঠাকুরবাড়ির আঙিনা
পল্লিকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙিনায়' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট ,মাটির কান্না (কাব্য) , পদ্মাপাড়, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধু (নাটক) ;চলে মুসাফির, হলদে পরীর দেশ (ভ্রমণকাহিনি) ; বোবাকাহিনী (উপন্যাস) । অন্যদিকে গাজী মিয়াঁর বস্তানী (আত্মজীবনীমূলক) ,হাঁসূলী বাঁকের উপকথা (উপন্যাস) ও ভাওয়াল গড়ের উপাখ্যান (উপন্যাস) গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আবু জাফর শামসুদ্দীন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "আমার ঘরে চাবি পরের হাতে " গানটির রচয়িতা কে? ৩৮তম বিসিএস
| (ক) হাসন রাজা | (খ) পাগলা কানাই |
| (গ) লালন শাহ | (ঘ) রাধারমণ দত্ত |
উত্তর: লালন শাহ
বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান - 'আমার ঘরের চাবি পরের হাতে' খাঁচার ভিতর অচিন পাখি' 'বাড়ির কাছে আরশী নগর ' 'আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান - 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ' 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো' পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) বন্দি শিবির থেকে | (খ) নেকড়ে অরণ্য |
| (গ) প্রিয়যোদ্ধা প্রিয়তম | (ঘ) নিষিদ্ধ লোবান |
উত্তর: বন্দি শিবির থেকে
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধাকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
একাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা : তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে।
আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ : আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম, যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)।
অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শামসুল হক ও হারুন হাবীব।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? ৩৮তম বিসিএস
| (ক) বিদ্রোহী | (খ) কোরবানি |
| (গ) আগমনী | (ঘ) প্রলয়োল্লাস |
উত্তর: প্রলয়োল্লাস
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ৩৮তম বিসিএস
| (ক) ঢাকা | (খ) মুর্শিদাবাদ |
| (গ) কলকাতা | (ঘ) লন্ডন |
উত্তর: ঢাকা
দীনবন্ধু মিত্রের 'নীল - দর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় । নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ - কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র : নবীন মাধব, রাইচরণ, তোরাপ, গোলক বসু । তার আরো কয়েকটি নাটক: নবীন তপস্বিনী, লীলাবতী , জামাই বারিক, কমলে কামিনী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ? ৩৮তম বিসিএস
| (ক) শেষ লেখাশেষ লেখা | (খ) শেষ প্রশ্ন |
| (গ) শেষ দিন | (ঘ) শেষ কথা |
উত্তর: শেষ লেখাশেষ লেখা
”শেষলেখা (১৯৪১)” রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্র্রকাশিত তাঁর শেষ কাব্যগ্রন্থ। এই গ্রন্থেরনামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেননি। অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা। কয়েকটি কবিতা মুখে মুখে রচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "নদী ও নারী" উপন্যাসের রচয়িতা কে? ৩৮তম বিসিএস
| (ক) রশীদ করিম | (খ) হুমায়ুন কবির |
| (গ) আবুল ফজল | (ঘ) কাজী আবদুল ওদুদ |
উত্তর: হুমায়ুন কবির
নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্কসবাদ , শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ) : স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য)। অন্যদিকে কাজী আবদুল ওদুুদ ,আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে - নদীবক্ষে ,চৌচির ও উত্তম পুরুষ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: "বীরবল" কোন লেখকের ছদ্মনাম? ৩৮তম বিসিএস
| (ক) প্রমথ চৌধুরী | (খ) প্রমথনাথ বিশী |
| (গ) সুনীল গঙ্গোপাধ্যায় | (ঘ) আবু ইসহাক |
উত্তর: প্রমথ চৌধুরী
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা' আহুতি (গল্পগ্রন্থ) : তেল - নুন - লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত ' ও 'সনাতন পাঠক'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মুনীর চৌধুরীর "মুখরা রমনী বশী করণ"--একটি ৩৮তম বিসিএস
| (ক) ছোট গল্প | (খ) প্রবন্ধ |
| (গ) উপন্যাস | (ঘ) অনুবাদ নাটক |
উত্তর: অনুবাদ নাটক
মুনীর চৌধুরীর "মুখরা রমনী বশী করণ" একটি অনুবাদ নাটক, যা শেক্সপিয়রের 'The Taming of the Shrew' অবলম্বনে রচিত, তাই সঠিক উত্তর হলো অনুবাদ নাটক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে ? ৩৮তম বিসিএস
| (ক) বুদ্ধদেব বসু | (খ) সৈয়দ শামসুল হক |
| (গ) রবীন্দ্রনাথ ঠাকুর | (ঘ) মীর মশাররফ হোসেন |
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্পের প্রধান চরিত্র 'চন্দরা' । তার ছোটগল্পের বিখ্যাত আরো কয়েকটি চরিত্র: ফটিক (ছুটি) , রতন (পোস্টমাস্টার) মৃন্ময়ী (সমাপ্তি) চারু (নষ্টনীড়) , সুরবালা (একরাত্রি) , কাদম্বিনী (জীবিত ও মৃত) , রহমত ও খুকী (কাবুলিওয়ালা) , কল্যাণী (অপরিচিতা) , অপু (হৈমন্তী) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।