পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘আগুন পাখি’– উপন্যাসটির রচয়িতা কে? ৪০ তম বিসিএস
| (ক) রাহাত খান | (খ) সেলিনা হোসেন |
| (গ) হাসান আজিজুল হক | (ঘ) ইমদাদুল হক মিলন |
উত্তর: হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৩৯) একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প - উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত শ্রেষ্ঠ উপন্যাস। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ১৯৭০ খ্রিষ্টাব্দে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একুশে ফেব্রুয়ারি’র বিখ্যাত গানটির সুরকার কে? ৪০ তম বিসিএস
| (ক) সুবীর সাহা | (খ) আলতাফ মাহমুদ |
| (গ) আলতাফ মামুন | (ঘ) সুধীন দাস |
উত্তর: আলতাফ মাহমুদ
১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।" এ গানের গীতিকার - আব্দুল গাফফার চৌধুরী।
২.এ গানের ১ম সুরকার - আব্দুল লতিফ।
৩.গানটির বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? ৪০ তম বিসিএস
| (ক) বিভক্তি | (খ) কারক |
| (গ) অনুসর্গ | (ঘ) প্রত্যয় |
উত্তর: কারক
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘গির্জা’ কোন ভাষার অন্তগর্ত শব্দ? ৪০ তম বিসিএস
| (ক) পর্তুগিজ | (খ) ফারসি |
| (গ) পাঞ্জাবি | (ঘ) ওলন্দাজ |
উত্তর: পর্তুগিজ
পর্তুগিজ শব্দ - গীর্জা, পাদ্রী, বোবা, কেরানী, মিস্ত্রি, কামড়া, জানালা, আয়া, আলাপ, আচাড়, ইংরেজ, পিস্তল, তোয়ালে, গুদাম, চাবি, আলমিরা, গামলা, বালতি, আনারস,পেপে,পেয়ারা, তামাক, আলপিন খোঁচা, নোনা ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ৪০ তম বিসিএস
| (ক) কদাচার-সদাচার | (খ) কম-বেশি |
| (গ) ঐচ্চিক - অনাবশ্যিক | (ঘ) কুটিল-সরল |
উত্তর: ঐচ্চিক - অনাবশ্যিক
ঐচ্চিক - অনাবশ্যিক (সমার্থক শব্দ)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? ৪০ তম বিসিএস
| (ক) তৃতীয়া বিভক্তি | (খ) দ্বিতীয়া বিভক্তি |
| (গ) প্রথমা বিভক্তি | (ঘ) শূন্য বিভক্তি |
উত্তর: তৃতীয়া বিভক্তি
বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার - বিভক্তির নাম - বিভক্তি প্রথমা বা শূণ্য বিভক্তি - ০, অ দ্বিতীয়া বিভক্তি - কে, রে তৃতীয়া বিভক্তি - দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক চতুর্থী বিভক্তি - কে, রে* পঞ্চমী বিভক্তি - হইতে (হতে), থেকে, চেয়ে ষষ্ঠী বিভক্তি - র, এর সপ্তমী বিভক্তি - এ, য়, তে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘অভিরাম’ শব্দের অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) বালিশ | (খ) বিরামহীন |
| (গ) চলন | (ঘ) সুন্দর |
উত্তর: সুন্দর
'অভিরাম' শব্দের অর্থ হলো সুন্দর, মনোহর, আনন্দদায়ক, বা তৃপ্তিদায়ক। এটি একটি বিশেষণ পদ যা কোনো কিছু মনোমুগ্ধকর বা চমৎকার বোঝাতে ব্যবহৃত হয়, যেমন 'অভিরাম দৃশ্য' (সুন্দর দৃশ্য)। কাছাকাছি উচ্চারণের আরেকটি শব্দ 'অবিরাম'-এর অর্থ 'বিরামহীন' বা 'নিরন্তর' যা থেকে এটি ভিন্ন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: শরতের শিশির- বাগধারা শব্দটির অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) শরতের শিউলি ফুল | (খ) শরতের শোভা |
| (গ) সুসময়ের বন্ধু | (ঘ) সুসময়ের সঞ্চয় |
উত্তর: সুসময়ের বন্ধু
”শরতের শিশির” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। সুসময়ের বন্ধুরা সাধারণত ক্ষণস্থায়ী হয়ে থাকে।
দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: শিবরাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) একমাত্র সন্তান | (খ) শিবরাত্রির আলো |
| (গ) একমাত্র সঞ্চয় | (ঘ) শিবরাত্রির গুরুত্ব |
উত্তর: একমাত্র সন্তান
শিব রাত্রির সলতে বলতে বুঝায় পিতা মাতার এক মাত্র জীবিত সন্তান / এক মাত্র সন্তান/ এক মাত্র অবলম্বন/একমাত্র বংশধর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘প্রোষিতভর্তৃকা’ – শব্দটির অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) ভর্ৎসনাপ্রাপ্ত | (খ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে |
| (গ) ভূমিতে প্রোথিত তরুমূল | (ঘ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে |
উত্তর: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী / নারী - ভর্ৎসিতা
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে - প্রোষিতভর্তৃকা
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্য
যে বিবাহিতা / অবিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে - চিরন্ট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ৪০ তম বিসিএস
| (ক) বেদনা | (খ) লিখিত |
| (গ) কারক | (ঘ) খেলনা |
উত্তর: খেলনা
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হলো এমন শব্দ যা ক্রিয়ার মূল বা ধাতুর সাথে বাংলা কৃৎ প্রত্যয় (যেমন -অ, -আ, -অনা, -আরি ইত্যাদি) যুক্ত হয়ে গঠিত হয়, যেমন খেলনা (খেল্ + অনা), চলা (চল্ + আ), ডুবুরি (ডুব্ + আরি), দোলনা (দুল্ + অনা) ইত্যাদি, যা কৃদন্ত পদ নামে পরিচিত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি? ৪০ তম বিসিএস
| (ক) সত্যায়ন | (খ) সংলগ্ন/সংলাগ |
| (গ) প্রত্যয়িত | (ঘ) সত্যায়িত |
উত্তর: সত্যায়িত
Attested এর বহুল ব্যবহৃত বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে 'সত্যায়িত'। সূত্র হিসেবে বাংলা একাডেমী English to Bengali dictionary উল্লেখ করা যেতে পারে। ড. শাহজান মনিরের বাংলা ব্যাকরণে attestation শব্দটির বাংলা দেয়া হয়েছে 'সত্যায়ন'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান? ৪০ তম বিসিএস
| (ক) প্রোজ্জল | (খ) প্রোজ্বল |
| (গ) প্রোজ্জ্বল | (ঘ) প্রজ্বল |
উত্তর: প্রোজ্জ্বল
‘প্রোজ্জ্বল' হলো শুদ্ধ বানান। এর বিশেষরূপে উজ্জ্বল (কিরণছটায় প্রোজ্জ্বল অতি - রঠা)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ? ৪০ তম বিসিএস
| (ক) দেশি | (খ) যৌগিক |
| (গ) তৎসম | (ঘ) অর্ধ-তৎসম |
উত্তর: অর্ধ-তৎসম
অর্ধ - তৎসম শব্দ: যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়- ৪০ তম বিসিএস
| (ক) বেঁচে থাকার ইচ্ছা | (খ) হত্যার ইচ্ছা |
| (গ) শোনার ইচ্ছা | (ঘ) জয়ের ইচ্ছা |
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা
জিজীবিষা - বেঁচে থাকার ইচ্ছা। জিগীষা - বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী। জিঘাংসা - বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক। শুশ্রূষা - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী ( - রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।