পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় – ৪০ তম বিসিএস
| (ক) সর্ব + ঙ্গীন | (খ) সর্বাঙ্গ + ঈন্ |
| (গ) সর্বঙ্গ + ঈন | (ঘ) সর্ব + অঙ্গীন |
উত্তর: সর্বাঙ্গ + ঈন্
সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় - সর্বাঙ্গ + ঈন । সর্বাঙ্গীণ, সর্বাঙ্গীন /বিশেষণ পদ/ সম্পূর্ণ, নিঁখুত; সর্বাঙ্গব্যাপী; পূর্ণাঙ্গ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়– ৪০ তম বিসিএস
| (ক) জলৌকাবৃত্তি | (খ) বেতসবৃত্তি |
| (গ) পতঙ্গবৃত্তি | (ঘ) কুম্ভিলকবৃত্তি |
উত্তর: কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলকবৃত্তি ( Plagiarism ) :
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় ।
পতঙ্গবৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা।
বেতসবৃত্তি - [বিশেষ্য পদ] বেতসলতার ন্যায় নমনশীলতা, বেতসলতা যেমন জলস্রোতে নত হয় সেরূপ অল্পেই নতিস্বীকার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়- ৪০ তম বিসিএস
| (ক) উইপোকা | (খ) মাকড়সা |
| (গ) তেলাপোকা | (ঘ) টিকটিকি |
উত্তর: মাকড়সা
ঊর্ণনাভ:
- [বিশেষ্য পদ]
- সংস্কৃত শব্দ
- এর অর্থ মাকড়সা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।