পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


গনিত
  • প্রশ্ন: পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত? ১৮তম বিসিএস

    (ক) ৫৮৫ (খ) ৫৭০
    (গ) ৫৭৫ (ঘ) ৫৮০
    close

    উত্তর: ৫৮৫

    • touch_app আরো ...

      ধরি, প্রথম সংখ্যাটি x

      শর্তানুসারে,
      x + (x + ১) + (x + ২) + (x + ৩) + (x + ৪) = ৫৬০

      ৫x + ১০ = ৫৬০

      ৫x = ৫৫০

      x = ১১০
      শেষ ৫ টির যোগফল
      (x + ৫) + (x + ৬) + (x + ৭) + (x + ৮) + (x + ৯)
      = ৫x + ৩৫
      ৫ ×১১০ + ৩৫
      ৫৮৫


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়? ১৮তম বিসিএস

    (ক) ৮/১১ (খ) ৩/৫
    (গ) ৩৩/৫০ (ঘ) ১১/১৭
    close

    উত্তর: ৮/১১

    • touch_app আরো ...

      ২/৩= ০.৬৬৭

      ৩৩/৫০= ০.৬৬

      ৮/১১= ০.৭২৭

      ৩/৫= ০.৬

      ১১/১৭= ০.৬৪৭

      ভগ্নাংশগুলোর মধ্যে ৮/১১ এর মান ২/৩ এর থেকে বড়।

      উত্তরঃ ৮/১১


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? ১৮তম বিসিএস

    (ক) ২২ (খ) ২৪
    (গ) ২৩ (ঘ) ২১
    close

    উত্তর: ২২

    • touch_app আরো ...

      ৯৬-১২= ৮৪

      ১২ ও ৯৬ এর মধ্যে ( এই দুটি সংখ্যাসহ) ৪ দ্বারা বিভাজ্য {(৮৪/৪)+১} টি

      =(২১+১) টি

      =২২ টি


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ? ১৮তম বিসিএস

    (ক) -২৪ (খ) -২
    (গ) ২ (ঘ) ৮
    close

    উত্তর: ৮

    • touch_app আরো ...

      x + 5y = 16......... (1)

      x = - 3y................ (2)

      1 নং সমীকরণে x এর মান বসাই

      - 3y + 5y = 16

      2y = 16

      y = 8


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ক ও খ দুটি সংখ্যা। ‘ক’ এর ১/২ এবং ‘খ’ এর ১/৩ যোগ করলে ৪৫ হ।‘খ’ এর ১/২ এবং ‘ক’ এর ২/৫ যোগ করলে ৫০ হয়।‘ক’ ও ‘খ’ এর মান কত? ১৮তম বিসিএস

    (ক) ক=৬০, খ=৫৫ (খ) ক=৫০, খ=৬০
    (গ) ক=৪০, খ=৪৮ (ঘ) ক=৬০, খ=৫০
    close

    উত্তর: ক=৫০, খ=৬০

    • touch_app আরো ...

      এখানে, ক/২ + খ/৩ = ৪৫...............(১)

      ২ক/৫ + খ/২ = ৫০.................(২)

      ১ নং সমীকরণকে ৩০ এবং ২ নং কে ২০ দ্বারা গুন করে পাই,

      ১৫ক + ১০খ = ১৩৫০............(৩)

      ৮ক + ১০খ = ১০০০..........(৪)

      (৩) - (৪) = ১৫ক + ১০খ - ৮ক - ১০খ = ১৩৫০ - ১০০০

      বা, ৭ক = ৩৫০

      বা, ক = ৫০

      ক এর মান ১ নং সসমীকরণে বসায়ে পাই

      ৫০/২ + ৩/খ = ৪৫

      বা, খ = ৬০

      উত্তরঃ ক = ৫০ এবং খ = ৬০


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬, ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে? ১৮তম বিসিএস

    (ক) ৯/২০ (খ) ৩/৫
    (গ) ১১/১৫ (ঘ) ১১/৩০
    close

    উত্তর: ১১/৩০

    • touch_app আরো ...

      মেশিন তিনটি দ্বারা ১ ঘন্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৫, ১/৬, ১/৭ অংশ

      অতএব, দুটি মেশিন সর্ব্বোচ্চ ক্ষমতায় কাজ করলে ১/৫ + ১/৬ = ১১/৩০ অংশ কাজ করা যায়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? ১৮তম বিসিএস

    (ক) ১২০ জন (খ) ৮০ জন
    (গ) ৬০ জন (ঘ) ১০০ জন
    close

    উত্তর: ৬০ জন

    • touch_app আরো ...

      পাশ করেছে = ৩০% অর্থাৎ, পাশ করেনি = ৭০%

      পাশ না করা মোট শিক্ষার্থী সংখ্যা = ১২ + ৩০ = ৪২

      ৭০% শিক্ষার্থী = ৪২ জন

      ১০০% শিক্ষার্থী = ১০০ x ৪২ / ৭০ = ৬০ জন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে। ১৮তম বিসিএস

    (ক) ১২০ টাকা (খ) লাভ লোকসান কিছুই হয় নি
    (গ) ৯০০ টাকা (ঘ) ৩০০ টাকা
    close

    উত্তর: ৩০০ টাকা

    • touch_app আরো ...

      ২০% লাভ হওয়া একটি চেয়ারের ক্রয়মূল্য ছিল = (৩৬০০×১০০)/১২০

      = ৩০০০ টাকা


      ২০% লোকসান হওয়া অপর চেয়ারটির ক্রয়মূল্য ছিল = (৩৬০০×১০০)/৮০ = ৪৫০০ টাকা




      সুতরাং দুটি চেয়ারের মোট ক্রয়মূল্য = (৪৫০০ + ৩০০০) = ৭৫০০ টাকা


      এবং দুটি চেয়ারের মোট বিক্রয়মূল্য = (৩৬০০ + ৩৬০০) = ৭২০০ টাকা


      সুতরাং লোকসান হয়েছে = (৭৫০০ - ৭২০০) = ৩০০ টাকা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে? ১৮তম বিসিএস

    (ক) ৮/১৫ ঘণ্টা (খ) ৩/৪ ঘণ্টা
    (গ) ২/৩ ঘণ্টা (ঘ) ৫/৪ ঘণ্টা
    close

    উত্তর: ৫/৪ ঘণ্টা

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ৪ মাইল বেগে হাঁটে।করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? ১৮তম বিসিএস

    (ক) ২২ (খ) ২১
    (গ) ২৩ (ঘ) ২৪
    close

    উত্তর: ২৪

    • touch_app আরো ...

      দূরত্ব = ৪৫ মাইল

      করিম ১ ঘন্টায় যায় ৩ মাইল

      অবশিষ্ট দূরত্ব = ৪৫ - ৩ = ৪২ মাইল

      রহিম ও করিম প্রতি ঘন্টায় যায় = ৪ + ৩ = ৭ মাইল

      ৭ মাইল যায় ১ ঘন্টায়

      ৪২ মাইল যায় (৪২÷৭) = ৬ ঘন্টায়

      ৬ ঘন্টায় রহিমের অতিক্রান্ত দূরত্ব = ৬×৪ = ২৪ মাইল। (উত্তর)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে? ১৮তম বিসিএস

    (ক) ৪৯.৬ ফুট (খ) ৩৬.৮ ফুট
    (গ) ৪৬ফুট (ঘ) ২৮ ফুট
    close

    উত্তর: ৪৯.৬ ফুট

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? ১৮তম বিসিএস

    (ক) ৪১ ফুট (খ) ৪৩ ফুট
    (গ) ৪৮ ফুট (ঘ) ৪৪ ফুট
    close

    উত্তর: ৪১ ফুট

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? ১৮তম বিসিএস

    (ক) ৫০৫০ (খ) ৪৯৯৯
    (গ) ৫৫০১ (ঘ) ৫০০১
    close

    উত্তর: ৫০৫০

    • touch_app আরো ...

      Main formula is:
      n*(n+1)/2 [Where n is the last element]
      now putting the value of n which is 100

      we get = 100 * (100+1) /2

      = 50 * 101

      =5050

      Which is available in the option.!


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৬, ৮, ১০-এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? ১৮তম বিসিএস

    (ক) ৬ (খ) ৫
    (গ) ৮ (ঘ) ৯
    close

    উত্তর: ৮

    • touch_app আরো ...

      শর্তমতে

      (৬+৮+১০)/৩=(৭+৯+x)/৩

      ২৪/৩=(১৬+x)/৩

      ৮=(১৬+x)/৩

      ২৪= ১৬+x

      ১৬+x=২৪

      x= ২৪-১৬

      x=৮


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে? ২০তম বিসিএস

    (ক) ৭২৫ টাকা (খ) ৭০০ টাকা
    (গ) ৬৫০ টাকা (ঘ) ৪৫৮ টাকা
    close

    উত্তর: ৭০০ টাকা

    • touch_app আরো ...

      ১০০ টাকার ১ বছরের সুদ ৯/২ টাকা
      ∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৯ × ৪)/২ টাকা =১৮ টাকা

      তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

      সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
      সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাকা
      ∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৮২৬)/১১৮ টাকা
      = ৭০০ টাকা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।