পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


গনিত
  • প্রশ্ন: এক দোকারদার ১১০ টাকা কেজি কিছু চায়ের সাঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুন পরিমান চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করলো । দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? ২১তম বিসিএস

    (ক) ৬০ কেজি (খ) ১০০ কেজি
    (গ) ৫০ কেজি (ঘ) ৮০ কেজি
    close

    উত্তর: ৮০ কেজি

    • touch_app আরো ...

      ধরি,

      দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে ২x কেজি

      ∴ প্রথম " " " " " x "

      মোট বিক্রীত চা 3x কেজি

      3x কেজি চা - এর ক্রয় মূল্য = {১১০×x) + (১০০ ×২x)}টাকা = ৩১০ x টাকা

      1 কেজি চায়ের বিক্রয় মূল্য = ১২০ টাকা

      3x কেজি চায়ের বিক্রয় মূল্য = ১২০ * ৩x টাকা = ৩৬০ x

      প্রশ্নমতে,

      ৩৬০ x - ৩১০x = ২০০০

      বা, ৫০x = ২০০০

      বা, x = ৪০

      ∴ দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে 2x কেজি (২×৪০) = ৮০ কেজি .


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এ সরল রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুন? ২১তম বিসিএস

    (ক) ৪ (খ) ২
    (গ) ৮ (ঘ) ১৬
    close

    উত্তর: ১৬

    • touch_app আরো ...

      মনে করি, সরল লেখাটির দৈর্ঘ্য = x

      এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x²

      সরলরেখাটির এক - চতুর্থাংশ (x/4) ক্ষেত্রফল = x²/16

      ∴ x²÷(x²/16)

      = x²×(16/x²)

      = 16 গুণ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে? ২১তম বিসিএস

    (ক) ২৫% (খ) ৫০%
    (গ) ৬৬(২/৩)% (ঘ) ৩৩(১/৩)%
    close

    উত্তর: ৩৩(১/৩)%

    • touch_app আরো ...

      ২ জন লোক কমিয়ে দিলে লোকসংখ্যা=(৮-২)=৬ জন

      ৮ জন লোক কাজটি করে ১২ দিনে

      ১ জন লোক কাজটি করে ১২*৮ দিনে

      ৬ জন লোক কাজটি করে (১২*৮)/৬ দিনে

      =১৬ দিনে

      অতএব কাজটি শেষ করতে বেশি লাগে=(১৬-১২)=৪ দিন

      ১২ দিনে বেশি লাগে ৪ দিন

      ১ দিনে বেশি লাগে ৪/১২ দিন

      ১০০ দিনে বেশি লাগে (৪*১০০)/১২ দিন

      =৩৩(৪/১২)

      =৩৩(১/৩)

      উত্তর: ৩৩(১/৩)%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একজন চাকরীজীবির বেতনের 1/10 অংশ কাপড় ক্রয়ে, 1/3 অংশ খাদ্য ক্রয়ে এবং 1/5 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয় । তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? ২১তম বিসিএস

    (ক) ৪২(১/৩)% (খ) ৪৬(২/৩)%
    (গ) ৩৬(১/৩)% (ঘ) ৩৭(২/৩)%
    close

    উত্তর: ৩৬(১/৩)%

    • touch_app আরো ...

      মোট ব্যয়,
      = (১/১০+১/৩+১/৫) অংশ
      = ১৯/৩০ অংশ

      অবশিষ্ট = (১- ১৯/৩০) অংশ
      = ১১/৩০ অংশ

      শতকরা অবশিষ্ট = (১১/৩০ এর ১০০)
      = ১১০/৩%
      = ৩৬(২/৩)%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮৫০ থেকে তত ছোট।সংখ্যাটি কত? ২২তম বিসিএস

    (ক) ৭৩০ (খ) ৮০০
    (গ) ৭৩৫ (ঘ) ৭৮০
    close

    উত্তর: ৭৩৫

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গনিত এবং ৭০% বাংলায় পাশ করলো।উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল? ২২তম বিসিএস

    (ক) ১১% (খ) ১৫%
    (গ) ১২% (ঘ) ১০%
    close

    উত্তর: ১০%

    • touch_app আরো ...

      একমাত্র গণিতে পাস করেছে (৮০ - ৬০)% = ২০%

      একমাত্র বাংলাতে পাস করেছে (৭০ - ৬০)% = ১০%



      মোট পাস = (৬০ + ২০ + ১০)% = ৯০%

      উভয় বিষয় ফেল = (১০০ - ৯০)% = ১০%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে? ২২তম বিসিএস

    (ক) ৩৫-৪৫-৬৩-১০৫-৩১৫ (খ) ৩৫-৪৫-৭০-১০৫-৩১৫
    (গ) ৩৫-৪০-৬৫-১১০-৩১৫ (ঘ) ৩৫-৪৫-৬৩-১১০-৩১৫
    close

    উত্তর: ৩৫-৪৫-৬৩-১০৫-৩১৫

    • touch_app আরো ...

      কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
      সমাধান: ৩৪৬ থেকে ৩১ বাদ দিলে থাকে ৩৪৬-৩১=৩১৫

      ৩১৫ এর গুণনীয়কগুলো হচ্ছে:

      ১, ৩, ৫, ৭, ৯, ১৫, ২১, ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫

      এর মধ্যে ৩১ এর চেয়ে বড় সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে।

      তাহলে ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫ দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি দ্রব ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? ২২তম বিসিএস

    (ক) ৭% (খ) ৪%
    (গ) ৫% (ঘ) ৬%
    close

    উত্তর: ৫%

    • touch_app আরো ...

      ক্রয়মূল্য = (৩৮০ + ২০) টাকা = ৪০০ টাকা

      ৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
      ∴ ১ টাকায় ক্ষতি হয় (২০/৪০০) টাকা
      ∴ ১০০ টাকায় ক্ষতি হয় (২০/৪০০) × ১০০ টাকা = ৫ টাকা

      ∴ ক্ষতির শতকরা হার ৫%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত? ২২তম বিসিএস

    (ক) ৯০ (খ) ৭০
    (গ) ৮০ (ঘ) ১০০
    close

    উত্তর: ১০০

    • touch_app আরো ...

      ধরি, সংখ্যা দুটি x,x + ১
      ∴(x+১)2−x2=১৯৯
      বা, x2+২x+১−x2=১৯৯
      বা, ২x + ১ = ১৯৯
      বা, ২x = ১৯৮
      ∴= ৯৯
      ∴সংখ্যা দুটি ৯৯ ও (৯৯ + ১) বা ১০০।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় ক্ষেত্রে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংঙ্গে 1/4 যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত? ২২তম বিসিএস

    (ক) ১৩/১৫ (খ) ১১/১৩
    (গ) ৭/৯ (ঘ) ৯/১১
    close

    উত্তর: ৯/১১

    • touch_app আরো ...

      প্রশ্নমতে, খ - ক = ২….(১)
      (ক - ৩)/(খ - ৩) + ১/৪ = ১
      বা, ৪ক - ৩খ = ৩……(২)
      সমীকরণ - ২ + (সমীকরণ - ১x৩) করে পাই,
      ৪ক - ৩খ + ৩খ - ৩ক = ৩ + ৬
      বা, ক = ৯
      সুতরাং,খ = ৯ + ২ = ১১
      সুতরাং, নির্ণেয় ভগ্নাংশ = ৯/১১


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম? ২২তম বিসিএস

    (ক) 2/3 (খ) 1/3
    (গ) √০.৩ (ঘ) ০.৩
    close

    উত্তর: √০.৩

    • touch_app আরো ...

      ক. ০.৩

      খ.✓(০.৩) = ০.৫৪৭৭

      গ.(১/৩) = ০.৩৩

      ঘ.(২/৫) = ০.৪

      সুতরাং বৃহত্তম সংখ্যাটি ✓(০.৩)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: x+y=12এবং x-y=2 হলে xy এর মান কত? ২২তম বিসিএস

    (ক) ১৪৪ (খ) ৩৫
    (গ) ৭০ (ঘ) ৩৫
    close

    উত্তর: ৩৫

    • touch_app আরো ...

      xy = {(x + y)² - (x - y)²}/4

      বা, xy = {(12)² - (2)²}/4

      বা, xy = (144 - 4)/4

      বা, xy = 140/4

      ∴ xy = 35


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়ষ ছেলের বয়ষের ৪ গুন।৫ বছর পরে ছেলের বয়ষ ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যাক্তির বয়ষ কত? ২২তম বিসিএস

    (ক) ৩৩ বছর (খ) ৫৩ বছর
    (গ) ২৮ বছর (ঘ) ৬৫ বছর
    close

    উত্তর: ৩৩ বছর

    • touch_app আরো ...

      ধরি, ছেলের বয়স = x বছর।
      স্ত্রীর বয়স = ৪x বছর

      ব্যাক্তির বয়স = ৪x + ৫ বছর
      প্রশ্নমতে, x + ৫ = ১২
      বা, x = ১২ - ৫ = ৭

      ঐ ব্যক্তির বয়স = ৪ × ৭ + ৫ = ৩৩


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরা গুলির সাইজ কত? ২২তম বিসিএস

    (ক) ৮ মিটার-২২ মিটার-৩০ মিটার (খ) ১২ মিটার-২০ মিটার-২৮ মিটার
    (গ) ১০ মিটার-২০ মিটার-৩০ মিটার (ঘ) ৯ মিটার-২১ মিটার- ৩০ মিটার
    close

    উত্তর: ৯ মিটার-২১ মিটার- ৩০ মিটার

    • touch_app আরো ...

      ব্যাখ্যাঃ অনুপাতের রাশিসমুহের যোগফল = (৩ + ৭ + ১০) = ২০

      ১ম টুকরার দৈর্ঘ্য = (৬০ এর ৩/২০)
      = ৯ মিটার।
      ২য় " " = (৬০ এর ৭/২০)
      = ২১ মিটার
      ৩য় " " = (৬০ এর ১০/২০)
      = ৩০ মিটার ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রন A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রনে B কতটুকু আছে? ২৩তম বিসিএস

    (ক) ১৭ কেজি (খ) ৯ কেজি
    (গ) ৫১ কেজি (ঘ) ১২ কেজি
    close

    উত্তর: ৯ কেজি

    • touch_app আরো ...

      মোট মিশ্রনের অনুপাত ১৭ + ৩ + ৪ = ২৪

      মিশ্রনে B = ৭২ এর ৩/২৪ = ৯


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।