পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ৭ সে. মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র কত? ৩২তম বিসিএস
| (ক) ৯৮ ব. সে. মি. | (খ) ৪৯ ব. সে. মি. |
| (গ) ১৯৬ ব. সে. মি. | (ঘ) ১৪৬ ব. সে. মি. |
উত্তর: ৯৮ ব. সে. মি.
বৃত্তের ব্যাস হবে = ৭ + ৭ = ১৪ সে.মি.
আমরা জানি, বর্গের কর্ন = √২.a
বর্গের ক্ষেত্রফল = a২
সুতরাং বর্গের কর্ন, √২.a = ১৪
= >a = ১৪/√২
= >a২ = (১৪/√২)২
= >a২ = ৯৮ ব.সে.মি.
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনো ত্রিভূজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? ৩২তম বিসিএস
| (ক) ৩৬০ ডিগ্রী | (খ) ১৫০ ডিগ্রী |
| (গ) ১৮০ ডিগ্রী | (ঘ) ২৭০ ডিগ্রী |
উত্তর: ৩৬০ ডিগ্রী
ত্রিভুজের বহিস্থ কোণ= অন্তস্থ দুইটি কোণের সমষ্টি
বহিঃস্থ তিনটি কোণের সমষ্টি হবে, অন্তঃস্থ কোণের সমষ্টির দুইগুণ।
আর, ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০ডিগ্রী।
অতএব, বহিঃস্থ তিনটি কোণের সমষ্টি হবে ৩৬০ ডিগ্রী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ১, ৩, ৬, ১৫, ২১ . . . . . . . ধারাটির দশম পদ কত? ৩২তম বিসিএস
| (ক) ৬২ | (খ) ৪৫ |
| (গ) ৬৫ | (ঘ) ৫৫ |
উত্তর: ৫৫
এই ধারাটির সাধারণ ধর্ম হল, পদ গুলের পার্থক্য আগের পার্থক্যের চেয়ে ১ বেশি।
১, ৩ পদ পার্থক্য ২
৩,৬ পদ পার্থক্য ৩
৬,১০ পদ পার্থক্য ৪
এরকম করে লিখলে ধারাটি দাঁড়াবে,
১,৩,৬,১০,১৫,২১,২৮,৩৬,৪৫,৫৫
সঠিক উত্তর - ৫৫।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: \(\frac{\sqrt{2}}{\sqrt{6} + 2}\) = কত? ৩২তম বিসিএস
| (ক) √3+√2 | (খ) 3+√2 |
| (গ) 3−√2 | (ঘ) √3−√2 |
উত্তর: √3−√2
\begin{aligned}
\frac{\sqrt{2}}{\sqrt{6} + 2} &= \frac{\sqrt{2}(\sqrt{6} - 2)}{(\sqrt{6} + 2)(\sqrt{6} - 2)} \\
&= \frac{\sqrt{12} - 2\sqrt{2}}{(\sqrt{6})^2 - (2)^2} \\
&= \frac{2\sqrt{3} - 2\sqrt{2}}{6 - 4} \\
&= \frac{2(\sqrt{3} - \sqrt{2})}{2} \\
&= \sqrt{3} - \sqrt{2}
\end{aligned}
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: x²-8x-8y+y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হয়? ৩২তম বিসিএস
| (ক) 6xy | (খ) 2xy |
| (গ) 8xy | (ঘ) 4xy |
উত্তর: 2xy
\begin{aligned}
& x^2 - 8x - 8y + y^2 \\
= & (x^2 - 8x) + (y^2 - 8y) \\
= & (x^2 - 2 \cdot x \cdot 4 + 4^2) + (y^2 - 2 \cdot y \cdot 4 + 4^2) - 16 - 16 \\
= & (x-4)^2 + (y-4)^2 - 32
\end{aligned}
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ৩২তম বিসিএস
| (ক) ৩৩% | (খ) ৫০% |
| (গ) ২০% | (ঘ) ৩০% |
উত্তর: ৫০%
মনে করি ব্যক্তিটি 6 টি লেবু কিনছিল।
6 টি লেবুর কেনা দাম = 1/3 *6 = 2 টাকা।
6 টি লেবুর বিক্রয় মূল্য = 1/2 * 6 = 3 টাকা।
6 টি লেবু কিনে বিক্রি করে লাভ হয় = 3 -2 = =1 টাকা।
এক্ষণে 2 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে = 1/2 * 100 = 50 টাকা।
সুতরাং লাভ 50 %।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? ৩২তম বিসিএস
| (ক) ৯ গুণ | (খ) ১২ গুণ |
| (গ) ১৬ গুণ | (ঘ) ৩ গুণ |
উত্তর: ৯ গুণ
\begin{aligned}
& \text{ধরি, বৃত্তের আদি ব্যাস } = d \\
& \text{বৃত্তের আদি ক্ষেত্রফল, } A_1 = \frac{\pi d^2}{4} \\
\\
& \text{ব্যাস ৩ গুণ করা হলে নতুন ব্যাস হবে } = 3d \\
& \text{নতুন ক্ষেত্রফল, } A_2 = \frac{\pi (3d)^2}{4} \\
& \phantom{\text{নতুন ক্ষেত্রফল, } A_2} = \frac{9\pi d^2}{4} \\
& \phantom{\text{নতুন ক্ষেত্রফল, } A_2} = 9 \times \left( \frac{\pi d^2}{4} \right) \\
& \phantom{\text{নতুন ক্ষেত্রফল, } A_2} = 9 A_1 \\
\\
& \therefore \text{ক্ষেত্রফল আদি ক্ষেত্রফলের } 9 \text{ গুণ হবে।}
\end{aligned}
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? ৩২তম বিসিএস
| (ক) ৩৬০ ডিগ্রী | (খ) ৫৪০ ডিগ্রী |
| (গ) ১৮০ ডিগ্রী | (ঘ) ২৭০ ডিগ্রী |
উত্তর: ৫৪০ ডিগ্রী
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে, ১ সেকেন্ডে চাকাটি ৫৪০ ডিগ্রি ঘুরবে। কারণ, চাকাটি প্রতি সেকেন্ডে ১.৫ বার ঘোরে (৯০ ÷ ৬০ = ১.৫), এবং একটি পূর্ণ আবর্তন ৩৬০ ডিগ্রি হওয়ায়, ১.৫ × ৩৬০ = ৫৪০ ডিগ্রি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ABCD চতুর্ভূজে AB||CD, AC=BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভূজ কোনটি? ৩২তম বিসিএস
| (ক) সামন্তরিক | (খ) আয়তক্ষেত্র |
| (গ) রম্বস | (ঘ) ট্রাপিজিয়াম |
উত্তর: আয়তক্ষেত্র
আয়তক্ষেত্রের বিপরীত বাহুগলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। উপরোল্লিখিত চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন ভগ্নাংটি ক্ষুদ্রতম? ৩২তম বিসিএস
| (ক) \(\frac{12}{15}\) | (খ) \(\frac{11}{14}\) |
| (গ) \(\frac{5}{6}\) | (ঘ) \(\frac{17}{21}\) |
উত্তর: \(\frac{11}{14}\)
১১/১৪= ০.৭৮৫
৫/৬= ০.৮৩৩
১২/১৫= ০.৮০
১৭/২১= ০.৮০৯
ভগ্নাংশগুলোর মধ্যে ১১/১৪ এর মান বাকিগুলোর চেয়ে ক্ষুদ্রতম
উত্তরঃ ১১/১৪
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? ৩২তম বিসিএস
| (ক) 25 | (খ) 15 |
| (গ) 16 | (ঘ) 20 |
উত্তর: 15
১২০ = ২ x ২ x ২ x ৩ x ৫
বা, ১২০ = ৪ x ৬ x ৫
সুতরাং, যোগফল = ৪+৬+৫ = ১৫
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 0.47 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? ৩২তম বিসিএস
| (ক) \(\frac{47}{99}\) | (খ) \(\frac{43}{90}\) |
| (গ) \(\frac{43}{99}\) | (ঘ) \(\frac{47}{90}\) |
উত্তর: \(\frac{43}{90}\)
০.৪৭ = ৪৭/১০০
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: x² – y² + 2y -1 এর একটি উৎপাদক - ৩২তম বিসিএস
| (ক) x + y -1 | (খ) x - y |
| (গ) x + y + 1 | (ঘ) x – y – 1 |
উত্তর: x + y -1
\begin{aligned}
& x^2 - y^2 + 2y - 1 \\
= & x^2 - (y^2 - 2y + 1) \\
= & x^2 - (y - 1)^2 \\
= & \{x + (y - 1)\}\{x - (y - 1)\} \\
= & (x + y - 1)(x - y + 1)
\end{aligned}
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: \begin{aligned} & \log_{2} 8 \end{aligned} = কত? ৩২তম বিসিএস
| (ক) 1 | (খ) 4 |
| (গ) 3 | (ঘ) 2 |
উত্তর: 3
\begin{aligned}
& \log_{2} 8 \\
= & \log_{2} (2^3) \\
= & 3 \log_{2} 2 \\
= & 3 \times 1 \\
= & 3
\end{aligned}
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: x³+x²y, x²y+xy² এর ল. সা. গু কোনটি? ৩২তম বিসিএস
| (ক) xy(x+y) | (খ) xy |
| (গ) x+y | (ঘ) x²y(x+y) |
উত্তর: x²y(x+y)
১ম রাশি =x³+x²y
=x²(x+y)
২য় রাশি=x²y+xy²
=xy(x+y)
∴ ল.সা.গু =x²y (x+y)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।