পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


গনিত
  • প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭ - ২৬তম বিসিএস

    (ক) ২৩ এবং ২৪ (খ) ২৪ এবং ২৫
    (গ) ২১ এবং ২২ (ঘ) ২২ এবং ২৩
    close

    উত্তর: ২৩ এবং ২৪

    • touch_app আরো ...

      ধরি, ক্রমিক সংখ্যা দুটি= x, x+1
      শর্তমতে, (x+1)2-x2=47

      or, x2+2x+1-x2=47

      or, 2x=47-1

      or, x=46/2

      or, x=23
      তাহলে একটি সংখ্যা ২৩, অপর সংখাটি ২৪


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: x + y = 8, x – y = 6 হলে, x² + y² এর মান - ২৬তম বিসিএস

    (ক) 80 (খ) 60
    (গ) 50 (ঘ) 40
    close

    উত্তর: 50

    • touch_app আরো ...

      x + y = 8
      x - y = 6

      ⇒ 2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
      ⇒ 2(x2 + y2) = 82 + 62
      ⇒ 2(x2 + y2) = 64 + 36
      ⇒ 2(x2 + y2)= 100
      ⇒ x2 + y2 = 50


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: $$a+(1/a)=√3 হলে a^2(1/a2)$$ এর মান কত? ২৬তম বিসিএস

    (ক) 6 (খ) 4
    (গ) 8 (ঘ) 1
    close

    উত্তর: 1

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?- ২৬তম বিসিএস

    (ক) ১২৮ বঃ ফুঃ (খ) ২১৮ বঃ ফুঃ
    (গ) ১৬৪ বঃফুঃ (ঘ) ১৫৬ বঃফুঃ
    close

    উত্তর: ১২৮ বঃ ফুঃ

    • touch_app আরো ...

      বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = ৮ ফুট
      ∴ কৰ্ণ =৮√২ ফুট

      তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৮√২)২

      = ৬৪ × ২
      = ১২৮ বর্গফুট


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: $$√2/√6+2$$ সমান- ২৬তম বিসিএস

    (ক) √3 +√2 (খ) √3 - 2
    (গ) √3 - √2 (ঘ) √3 + 2
    close

    উত্তর: √3 - √2

    • touch_app আরো ...

      √2/(√6 + 2)

      = √2(√6 - 2)/(√6 + 2)(√6 - 2)

      = √2(√6 - 2)/{(√6)² - 2²}

      = √2(√6 - 2)/(6 - 4)

      = √2(√6 - 2)/2

      = √2√2(√3 - √2)/2

      = 2(√3 - √2)/2

      = √3 - √2


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: x² - 8x - 8y + 16 + y² এর সংগে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে ? ২৬তম বিসিএস

    (ক) 6xy (খ) 2xy
    (গ) 8xy (ঘ) -2xy
    close

    উত্তর: 2xy

    • touch_app আরো ...

      x² - 8x - 8y + 16 + y²
      = x² + y² + (- 4)² + 2.x.y + 2.y(- 4) + 2(- 4)x -2xy
      = (x + y - 4)² - 2xy
      অতএব , পূর্ণ বর্গ করতে হলে 2xy যোগ করতে হবে ।
      কারণ (x + y - 4)² আকারে তৈরি করতে (2xy) যোগ করা হয়েছে।
      অর্থাৎ x² - 8x - 8y + 16 + y² এর সাথে 2xy যোগ করে পূর্ণ বর্গ (x + y - 4)²


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক- ২৬তম বিসিএস

    (ক) x2-y2+2y-1 (খ) x2-y2+2y-1
    (গ) x-y-1 (ঘ) x-y
    close

    উত্তর: x2-y2+2y-1

    • touch_app আরো ...

      x2-y2+2y-1

      =x2-(y2-2y+1)

      =x2 -(y-1)2

      =(x+y-1)(x-y+1)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-- ২৬তম বিসিএস

    (ক) ১৮ সে.মি. (খ) ১৬ সে.মি.
    (গ) ১২ সে.মি. (ঘ) ২৪ সে.মি.
    close

    উত্তর: ২৪ সে.মি.

    • touch_app আরো ...

      জ্য এর দৈর্ঘ্য ২ক হলে অর্ধ - জ্য এর দৈর্ঘ্য হবে ক।

      বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে, ক = ১২ কারন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ১২ : ১৩।

      জ্যা এর দৈর্ঘ্য = ( ২ × ১২) = ২৪ সে. মি


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১২+২২+৩২+...............+৫০২=কত? ২৭তম বিসিএস

    (ক) ৩৫৭২৫ (খ) ৪৭২২৫
    (গ) ৪৫৫০০ (ঘ) ৪২৯২৫
    close

    উত্তর: ৪৫৫০০

    • touch_app আরো ...

      যোগফল=১/৬n(n+১) (২n+১)

      =১/৬×৫০(৫০+১) (২×৫০+১)

      =৪২৯২৫


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৪ টাকায় ৫ টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ২৭তম বিসিএস

    (ক) ৪৮.৫০% (খ) ৪৫%
    (গ) ৫২.৭৫% (ঘ) ৫৬.২৫%
    close

    উত্তর: ৫৬.২৫%

    • touch_app আরো ...

      ১ টির ক্রয়মূল্য= (৪/৫) টাকা
      ১ টির বিক্রয়মূল্য= (৫/৪) টাকা
      ∴ লাভ= (৫/৪) - (৪/৫) টাকা
      = (২৫-১৬)/২০ টাকা
      = ৯/২০ টাকা
      ∴ শতকরা লাভ= {(৯/২০)/(৪/৫)} x ১০০%
      = ৯/২০ x (৫/৪) x ১০০%
      = ৫৬.২৫%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় - ২৭তম বিসিএস

    (ক) ৬.২৫% কমানো হয়েছে (খ) ৫% বাড়ানো হয়েছে
    (গ) ৬.২৫% বাড়ানো হয়েছে (ঘ) ৪৫% কমানো হয়েছে
    close

    উত্তর: ৬.২৫% কমানো হয়েছে

    • touch_app আরো ...

      ধরি, পণ্যের মূল্য = ১০০ টাকা

      ২৫% বাড়ানোর পরে = ১২৫ টাকা বর্ধিত মূল্য থেকে ২৫% কমালে,
      ১০০ টাকায় কমে ২৫ টাকা
      ∴ ১ টাকায় কমে (২৫/১০০) টাকা
      ∴ ১২৫ টাকায় কমে {(২৫ x ১২৫)/১০০} টাকা
      = ৩১.২৫ টাকা
      ∴ মূল্য কমেছে = (৩১.২৫ - ২৫)
      = ৬.২৫%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? ২৭তম বিসিএস

    (ক) ১০ (খ) ১২
    (গ) ৯ (ঘ) ৭
    close

    উত্তর: ৯

    • touch_app আরো ...

      ৯ জন লোক ১টি কাজ করে = ১২ দিনে
      ১ জন লোক ১টি কাজ করে = ১২×৯ দিনে
      ১২ জন লোক একটি কাজ করে = ১২×৯/১২ = ৯ দিনে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? ২৭তম বিসিএস

    (ক) 9 (খ) 4
    (গ) 6 (ঘ) 12
    close

    উত্তর: 9

    • touch_app আরো ...

      বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ তিনগুন হলে বা তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল (3)2 = 9 গুন বৃদ্ধি পাবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণূ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি? ২৭তম বিসিএস

    (ক) ৩৬ (খ) ৪৮
    (গ) ৭২ (ঘ) ৫৬
    close

    উত্তর: ৩৬

    • touch_app আরো ...

      সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অন্যবাহু দুইটির প্রত্যেকটি x সে.মি.
      ∴ x2 + x2 = 122
      বা, 2x2 = 144
      বা, x2 = 72
      ∴ x = √72

      ∴ ক্ষেত্রফল = 1/2 Χ √72 Χ √72
      = 1/2 Χ 72
      = 36 বর্গ সে.মি.


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে - ২৭তম বিসিএস

    (ক) ১৮ (খ) ২২
    (গ) ১২ (ঘ) ৮
    close

    উত্তর: ১৮

    • touch_app আরো ...

      ৬০ ও ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা
      ৬১ সুতরাং,তাদের মধ্যকার পার্থক্য (৭৯-৬১)=১৮।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।